ঢাকা , বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজা রামমোহন রায়ের ২৫৩তম জন্মদিন আজ কলমবিরতির প্রভাবে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট ভারতীয় গরু নিয়ে শঙ্কায় খামারিরা কোরবানির চামড়া সংগ্রহে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা সেবা দিতে হিমশিম খাচ্ছে বিআরটিএ কালো টাকা সাদা করার সব সুযোগ চিরতরে বাতিল চায় টিআইবি শেরপুরে বন্যার শঙ্কা নটরডেম কলেজে দুই শিক্ষার্থীর মৃত্যু রহস্যের জট খুলছে না বৃষ্টি ও তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয় বিবেচনায়-অর্থ উপদেষ্টা জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন হোক-সারজিস ১৫ বছর ধরে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার ভিত্তি নষ্ট করা হয়েছে-বাণিজ্য উপদেষ্টা সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর পাঁয়তারা চলছে-ফখরুল জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি স্টারলিংকের যাত্রা শুরু বাংলাদেশে মাসে সর্বনিম্ন খরচ ৪২০০ টাকা ব্যক্তিগত আক্রমণ করে লাভ নেই, আদালতে লড়তে হবে-আসিফ মাহমুদ মেয়র হিসেবে ইশরাকের শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ আজ দাবির ইস্যুতে ক্লান্ত ঢাকা ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে শ্রমিকদের ১৮২২.৯৮ কোটি টাকা দাবি করে হাইকোর্টে আবেদন দায়ের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত ফারিয়া

প্রকাশ্যে এলো ‘ওয়ার ২’ সিনেমার টিজার

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৭:২০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৭:২০:৫৩ অপরাহ্ন
প্রকাশ্যে এলো ‘ওয়ার ২’ সিনেমার টিজার
বলিউড অভিনেতা হৃতিক রোশন গত ১৬ মে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ছিলেন, ২০ তারিখ এমন কিছু আসবে যা হবে কল্পনারও বাইরে। এ পোস্ট দেখেই ধারণা করা যাচ্ছিল, ‘ওয়ার ২’ সিনেমার ট্রেলার কিংবা টিজার এই দিন ঘোষণা হতে পারে। এবার সেই জল্পনা-কল্পনাকেই সত্যি করে মুক্তি পেল সিনেমাটির টিজার। ২০১৯ সালে হৃতিক রোশন এবং টাইগার শ্রফের ‘ওয়ার’ মুক্তি পায়, যা বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছিল। তবে দ্বিতীয় পর্বে টাইগার না থাকার কথা ঘোষণা হওয়ায় প্রথমে কিছুটা ভেঙে পড়েছিলেন দর্শকরা। কিন্তু টাইগারের পরিবর্তে জুনিয়র এনটিআরকে দেখে ভীষণ খুশি হয়েছেন সিনেপ্রেমীরা। ‘ওয়ার ২’ সিনেমার কাস্টিং ছাড়া এতদিন আর কিছুই ঘোষণা করা হয়নি। তবে গত সপ্তাহে হৃতিক বলেছিলেন, ২০ তারিখ এমন কিছু আসবে যা চমকে দেবে মানুষকে। ওই একই দিনে জুনিয়র এনটিআর-এর জন্মদিন হওয়ার কারণে দর্শকরা বুঝেছিলেন, ‘ওয়ার’ সিনেমা নিয়ে কোনো ঘোষণা হতে পারে ২০ তারিখ। হৃতিক ভক্তদের দেওয়া কথা রেখেছেন। গতকাল মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় সিনেমা টিজার মুক্তির ঘোষণা করে তিনি লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার অবসান হলো। ঝড় আসতে চলেছে। ওয়ার ২ টিজার মুক্তি পেল। আগামী ১৪ আগস্ট বড় পর্দায় হিন্দি তেলেগু এবং তামিল ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।’ টিজারের শুরুতেই দেখা যায় জুনিয়ার এনটিআরের গ্র্যান্ড এন্ট্রি। তারপরেই প্রতিপক্ষ হৃতিককে দেখতে পাওয়া যায় মারমুখী স্টাইলে। তবে এই দুই অভিনেতা কোন কারণে একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন, সেটা বোঝা যায়নি। টিজারের অন্যতম আকর্ষণ ছিলেন কিয়ারা। বর্তমানে অভিনেত্রী অন্তঃসত্ত্বা হলেও এ সিনেমায় তার নির্মেদ শরীর এবং বিকিনি লুক দেখে আরও একবার তার প্রেমে পড়েছেন ভক্তরা। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে এই অ্যাকশন স্পাই থ্রিলার মানুষের মন কেড়ে নেওয়ার জন্য প্রস্তুত। তবে এ সিনেমায় জুনিয়র এনটিআর খলনায়ক না নায়ক, নাকি উভয়ই, সেটা বোঝার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। টিজার মুক্তির পাশাপাশি সিনেমার ঘোষণাও করে দেওয়া হয়েছে। আগামী ১৪ আগস্ট বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘ওয়ার ২’।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স