ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

ছেঁড়া জামা বিতর্ক নিয়ে যা বললেন উর্বশী

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৭:২০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৭:২০:১১ অপরাহ্ন
ছেঁড়া জামা বিতর্ক নিয়ে যা বললেন উর্বশী
অভিনেত্রী উর্বশী রৌতেলা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এবারের ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর পোশাক নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছে। কানের আসরে তার দুইবারের সাজই অনুরাগীদের পছন্দ হয়নি। সোশ্যাল মিডিয়ায় উর্বশীর সাজ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তবে লাল গালিচায় হাঁটার পরেও অভিনেত্রীর মন ভালো নেই। মায়ের জন্য তার মন খারাপ। উর্বশী এতদিন যেখানেই গেছেন, তার মা সব জায়গাতেই সঙ্গী ছিলেন। কিন্তু এ বছর আর তাকে সঙ্গে করে নিয়ে আসতে পারেননি। তাই বার বার মায়ের কথা মনে পড়ছে উর্বশীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই বললেন তিনি। কিছুদিন আগেই একটি বড় দুর্ঘটনা ঘটেছে। হুইলচেয়ার ছাড়া কোথাও যাতায়াত করা খুবই অসুবিধা উর্বশীর মায়ের। সেই কারণেই ফ্রান্সে নিজের সঙ্গে মাকে নিয়ে আসতে পারেননি এ অভিনেত্রী। সেই ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে উর্বশী বলেন, ‘মা-ই আমার অনুপ্রেরণার উৎস। মর্মান্তিক দুর্ঘটনার জন্য হুইলচেয়ারে আটকে যান তিনি। কিন্তু এই কঠিন সময় মায়ের মনের জোরই আমায় অনেকটা এগিয়ে দেয়।’ উর্বশীর পরিবারের কেউ চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত নন। ফলে এ যাত্রা মোটেই মসৃণ ছিল না। তার এ কঠিন পথে একমাত্র সঙ্গী ছিলেন তার মা। তাই কান চলচ্চিত্র উৎসবে মাকে সঙ্গে না নিয়ে আসতে পারায় উর্বশীর মন ভীষণ খারাপ। কান চলচ্চিত্র উৎসবে দুদিন যে পোশাক পরেছিলেন উর্বশী। তা নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। প্রথমদিন তোতাপাখির মতো রংবেরঙের পোশাক পরেছিলেন তিনি। হাতেও ধরেছিলেন তোতাপাখি। যা দেখে সবাই বিস্মিত হয়ে যান। উৎসবের দ্বিতীয় দিনেও পোশাক-বিপত্তি কিন্তু পিছু ছাড়েনি। গত রোববার উর্বশী পোশাক পরিকল্পক নাজা সাদের তৈরি কালো রঙের একটি গাউন বেছে নিয়েছিলেন। আধা স্বচ্ছ পোশাকটি পরে মঞ্চে এসে উপস্থিত দর্শকের উদ্দেশে হাত নাড়তেই বিপত্তি। বাম দিকের বাহুর নিচের অংশ ছেঁড়া! সেটা আবার স্পষ্ট দেখা যাচ্ছে। দেখতে দেখতে অভিনেত্রীর সেই ছবি, ভিডিও ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি শুরু। ‘ডাকু মহারাজ’ সিনেমায় ‘দাবিড়ি দিবিড়ি’ নৃত্য পরিবেশন করে উর্বশী বিতর্কের মুখে পড়েন। আলোচনা-সমালোচনা যেন আর পিছু ছাড়ছে না! নিজের পোশাকে যে বিপত্তি ঘটেছে সেটা তিনিও মুহূর্তে টের পেয়ে যান। যার কারণে হাত না তুলে বিষয়টি সামলানোর চেষ্টা করেন এ অভিনেত্রী।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ