ঢাকা , বুধবার, ২১ মে ২০২৫ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে শ্রমিকদের ১৮২২.৯৮ কোটি টাকা দাবি করে হাইকোর্টে আবেদন দায়ের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত ফারিয়া সাত মাস ধরে বাসায় আটকে ধর্ষণ, গায়ক নোবেল কারাগারে মৃত্যুর গুজবে পরীমনির বিরক্তি প্রকাশ প্রকাশ্যে এলো ‘ওয়ার ২’ সিনেমার টিজার ছেঁড়া জামা বিতর্ক নিয়ে যা বললেন উর্বশী ২৮৭ কোটি ছাড়ালো অজয়ের ‘রেইড টু’ রেড কার্পেট মাতালেন রিহানা ‘আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষাব্যবস্থা’ বিশ্বরেকর্ড গড়ে শাকিলের এভারেস্ট জয় নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করেছে ইশরাক সমর্থকরা আদালতে কাঁদলেন নুসরাত ফারিয়া কারাগারে প্রেরণ জাতীয় সনদের দিকে দ্রুত অগ্রসর হতে চায় ঐকমত্য কমিশন সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে-তারেক রহমান ভারতের বাজার হারানোর শঙ্কায় রফতানিকারকরা জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতে সবকিছুই করা হবে-খাদ্য উপদেষ্টা এনবিআরকে দুইভাগ করা প্রক্রিয়ায় ঠিক হয়নি, ঠিক করা গুরুত্বপূর্ণড. দেবপ্রিয় ভট্টাচার্য স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আ’লীগ নির্বাচন করতে পারবে না : ইসি লুটপাটের অর্থ ব্যবস্থাপনার জন্য বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার মাঝারি আকৃতির অর্থপাচারের ১২৫ কেস চিহ্নিত হয়েছে-প্রেস সচিব

ছেঁড়া জামা বিতর্ক নিয়ে যা বললেন উর্বশী

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৭:২০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৭:২০:১১ অপরাহ্ন
ছেঁড়া জামা বিতর্ক নিয়ে যা বললেন উর্বশী
অভিনেত্রী উর্বশী রৌতেলা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এবারের ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর পোশাক নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছে। কানের আসরে তার দুইবারের সাজই অনুরাগীদের পছন্দ হয়নি। সোশ্যাল মিডিয়ায় উর্বশীর সাজ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তবে লাল গালিচায় হাঁটার পরেও অভিনেত্রীর মন ভালো নেই। মায়ের জন্য তার মন খারাপ। উর্বশী এতদিন যেখানেই গেছেন, তার মা সব জায়গাতেই সঙ্গী ছিলেন। কিন্তু এ বছর আর তাকে সঙ্গে করে নিয়ে আসতে পারেননি। তাই বার বার মায়ের কথা মনে পড়ছে উর্বশীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই বললেন তিনি। কিছুদিন আগেই একটি বড় দুর্ঘটনা ঘটেছে। হুইলচেয়ার ছাড়া কোথাও যাতায়াত করা খুবই অসুবিধা উর্বশীর মায়ের। সেই কারণেই ফ্রান্সে নিজের সঙ্গে মাকে নিয়ে আসতে পারেননি এ অভিনেত্রী। সেই ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে উর্বশী বলেন, ‘মা-ই আমার অনুপ্রেরণার উৎস। মর্মান্তিক দুর্ঘটনার জন্য হুইলচেয়ারে আটকে যান তিনি। কিন্তু এই কঠিন সময় মায়ের মনের জোরই আমায় অনেকটা এগিয়ে দেয়।’ উর্বশীর পরিবারের কেউ চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত নন। ফলে এ যাত্রা মোটেই মসৃণ ছিল না। তার এ কঠিন পথে একমাত্র সঙ্গী ছিলেন তার মা। তাই কান চলচ্চিত্র উৎসবে মাকে সঙ্গে না নিয়ে আসতে পারায় উর্বশীর মন ভীষণ খারাপ। কান চলচ্চিত্র উৎসবে দুদিন যে পোশাক পরেছিলেন উর্বশী। তা নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। প্রথমদিন তোতাপাখির মতো রংবেরঙের পোশাক পরেছিলেন তিনি। হাতেও ধরেছিলেন তোতাপাখি। যা দেখে সবাই বিস্মিত হয়ে যান। উৎসবের দ্বিতীয় দিনেও পোশাক-বিপত্তি কিন্তু পিছু ছাড়েনি। গত রোববার উর্বশী পোশাক পরিকল্পক নাজা সাদের তৈরি কালো রঙের একটি গাউন বেছে নিয়েছিলেন। আধা স্বচ্ছ পোশাকটি পরে মঞ্চে এসে উপস্থিত দর্শকের উদ্দেশে হাত নাড়তেই বিপত্তি। বাম দিকের বাহুর নিচের অংশ ছেঁড়া! সেটা আবার স্পষ্ট দেখা যাচ্ছে। দেখতে দেখতে অভিনেত্রীর সেই ছবি, ভিডিও ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি শুরু। ‘ডাকু মহারাজ’ সিনেমায় ‘দাবিড়ি দিবিড়ি’ নৃত্য পরিবেশন করে উর্বশী বিতর্কের মুখে পড়েন। আলোচনা-সমালোচনা যেন আর পিছু ছাড়ছে না! নিজের পোশাকে যে বিপত্তি ঘটেছে সেটা তিনিও মুহূর্তে টের পেয়ে যান। যার কারণে হাত না তুলে বিষয়টি সামলানোর চেষ্টা করেন এ অভিনেত্রী।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
‘আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষাব্যবস্থা’

‘আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষাব্যবস্থা’