কান শহরে তখন ইলশেগুঁড়ি বৃষ্টি। বেশ রোমান্টিক এক পরিবেশ বইছে চারদিকে। সন্ধ্যা নামার প্রস্তুতি চলছে। ফরাসীরা তরুণ-তরুণীরা বৃষ্টি মাথায় নিয়েই প্রেমিকের হাতে হাত রেখে ছুটছেন পারে দু ফেস্টিভ্যাল ভবনের দিকে। এমন সময় চমকে দিলেন চমকে দিলেন রিহানা। হ্যাঁ আন্তর্জাতিক পপ তারকা রিহানা হঠাৎ করেই হাজির হলেন ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর রেড কার্পেটে। সঙ্গী ছিলেন স্বামী র?্যাপার রকি। বৃষ্টি উপেক্ষা করে রেড কার্পেটে হাঁটলেন তিনি। ছাড়ালেন আলো, উড়িয়ে দিলেন চুম্বন। ‘হাইয়েস্ট টু লুইয়েস্ট’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষেই আসা তাদের। রেড কার্পেটের মঞ্চে যখন রিহানার ২০১৬ সালের হিট গান ‘ওয়ার্ক’ বাজছিল। গানের সুরে সুরে তখন রিহানা ও রকি ক্যামেরার সামনে দাঁড়িয়ে দিলেন দৃষ্টিনন্দন সব পোজ। প্রথম দৃষ্টিতেই নজর কাড়ে রিহানার পোশাক। আকাশি রঙের একটি দীর্ঘ গাউন পরেছিলেন রিহানা। যেন অনায়াসে তুলে ধরেন তাঁর গর্ভাবস্থার সৌন্দর্য। এটি রিহানার ও রকির তৃতীয় সন্তান, যে খবরটি মে মাসের শুরুতে মেট গালা-তে জানান তারা। সেখানের রেহানার সাজ দারুণ সাড়া ফেলেছিল। এবার কানেও সাড়া ফেললেন তিনি। এ দিন রেড কার্পেটে কিংবদন্তি পরিচালক স্পাইক লি এবং তার দলেরও দেখা মেলে। গত ১৩ মে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যালে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। চলবে আগামী ২৪ মে পর্যন্ত। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক লালগালিচা পর্ব। এই পর্বে বিশ্বের খ্যাতিনামা অভিনেত্রী, গায়িকা ও মডেলরা বাহারি পোশাকে হাঁটেন। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’-প্রতিটি বিভাগেই দেখা যাবে নানা ঘরানার, নানা দেশের চলচ্চিত্র।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

রেড কার্পেট মাতালেন রিহানা
- আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৭:১৮:১৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৭:১৮:১৬ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ