ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশে অনিবন্ধিত কারখানা প্রতিষ্ঠান প্রায় দেড় লাখ ডিআরইউতে জনশক্তি রফতানিকারকদের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিতই থাকছে রাজস্ব বোর্ড বিলুপ্তির কারণে অচলাবস্থা নিরসনের দাবি সিএন্ডএফ এসোসিয়েশনের রাখাইনে করিডোর নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে- কাদের গনি চৌধুরী ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির এস আলমসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন রপ্তানি বহুমুখীকরণে নানা বাধা, বিপর্যয়ের শঙ্কা পাকিস্তানের হামলায় ভারতের সীমান্তে ১০ হাজারেরও বেশি বাড়ি ধ্বংস ক্যানসারে আক্রান্ত বাইডেন গাজায় আরও দেড় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেয়ার খবর সত্য নয়: মার্কিন দূতাবাস আলোচনায় বসবে পাকিস্তান, চীন ও আফগানিস্তান রিয়াল বেতিসের বিপক্ষে দাপুটে জয় পেলো অ্যাতলেতিকো সেভিয়ার সাথে জয় পেলো রিয়াল ভিয়ারিয়ালের কাছে হারের স্বাদ পেলো বার্সা আইপিএলে ডাক পেলেন মুজারাবানি এশিয়া কাপে থেকে নাম প্রত্যাহারের খবর অস্বীকার করলো বিসিসিআই পিএসএল খেলার জন্য এনওসি পেলেন মিরাজ এবার লাহোরে ডাক পেলেন মিরাজ

রাজস্ব বোর্ড বিলুপ্তির কারণে অচলাবস্থা নিরসনের দাবি সিএন্ডএফ এসোসিয়েশনের

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১১:৪২:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১১:৪২:২৯ অপরাহ্ন
রাজস্ব বোর্ড বিলুপ্তির কারণে অচলাবস্থা নিরসনের দাবি সিএন্ডএফ এসোসিয়েশনের
জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামের দুইটি বিভাগ প্রতিষ্ঠা করে সরকার অধ্যাদেশ জারি করেছে। এর ফলে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সকল শুল্ক ও বন্দরের কার্যক্রম যথাযথভাবে চলমান না থাকায় আমদানি-রফতানি বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে। এই অচলতা নিরসনের লক্ষ্যে জরুরী ভিত্তিতে সকল অংশীজনের সাথে আলোচনা সাপেক্ষে যৌক্তিক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশন।
গতকাল সোমবার দুপুরে বিমানবন্দরের ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মো. মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, ফারুক আলম, চট্টগ্রামের সাধারণ সম্পাদক শওকত আলী, এমদাদুল হক লতা, খায়রুজ্জামানসহ অন্যান্যরা। লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব এস.এম সাইফুল আলম জানান, সার্বিক বিষয়ে আমদানি-রফতানিকারকসহ  এর সাথে সংশ্লিষ্ট সকল অংশীদাজনের অপূরণীয় আর্থিক ক্ষতির সম্মুখীন  হচ্ছেন। তেমনিভাবে  রাজস্ব ও বৈদেশিক মূদ্রা আহরণও বাধাগ্রস্ত হচ্ছে। যথাসময়ে পণ্য ডেলিভারি না  হওয়ায় বন্দরে জায়গা স্বল্পতার কারণে পণ্যজটের সৃষ্টি, জরুরী সেবা বিঘ্নিত এবং জরুরী রফতানিমুখী শিল্পের কাঁচামাল সরবরাহে প্রতিবন্ধকতার সৃষ্টির কারণে রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তিনি আরও বলেন, সিএন্ডএফ ফেডারেশন এ বিষয়ে  অর্থ উপদেষ্টাসহ সংশ্লিষ্ট  কর্তৃপক্ষকে পত্র দিয়ে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ  এ বিষয়ে  ফলপ্রসূ কার্যক্রম গ্রহণ করেননি। এর ফলে সরকার যেমন হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, তেমনিভাবে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকার কারণে উত্তরোত্তর পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। উপরন্তু আমদানি-রফতানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট অংশীজনরা কর্মহীন হয়ে পড়েছে, যা দেশের সার্বিক উন্নতির অন্তরায়। এমন অবস্থায় অংশীজনরা সারাদেশে অস্থিতিশীল পরিবেশ  বিরাজের আশঙ্কা করছে। এমতাবস্থায় বিরাজমান এমন  পরিস্থিতি নিরসনের লক্ষ্যে জরুরী ভিত্তিতে সকল অংশীজনের সাথে আলোচনা  করে বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরি। তাই ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশনের যৌক্তিক প্রস্তাবনাসমূহ বিচার-বিশ্লেষণ করে বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির

ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির