ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বৈষম্য নিরসনে ৮ দফা বড়ুয়া জনগোষ্ঠীর অব্যাহতি বেআইনি চুন্নু এখনো মহাসচিব-আনিসুল নওগাঁর পোরশায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইউপি মেম্বার মৃত্যু ৬ দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ কয়েকটি সংশোধনী অবৈধ ঘোষণার রায় প্রকাশ রাজধানীতে মহা-শোডাউনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপোতে সংঘবদ্ধ সিন্ডিকেট ১১৯ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন সাংবাদিক দম্পতি শাকিল-রুপার গ্রেফতারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিল সরকার ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩ মৃত্যু ৪২৫ হাসপাতালে ভর্তি দুই শতাধিক এনবিআর কর্মকর্তার ক্ষমা প্রার্থনা শৃঙ্খলায় ফেরার ইঙ্গিত ৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে সরকার-উপদেষ্টা যারা পিআর চায় তারা আ’লীগকে ফেরাতে চায় : দুদু যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক চূড়ান্ত না-অর্থ উপদেষ্টা বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের ভাবমূর্তি পুনরুদ্ধারে এটাই সুযোগ-সিইসি রাঙামাটিতে টানা বৃষ্টি বাড়ছে পাহাড় ধসের শঙ্কা কক্সবাজারে জলাবদ্ধ অর্ধশতাধিক গ্রাম দুর্ভোগে লক্ষাধিক মানুষ জেলায় জেলায় বন্যা জনদুর্ভোগ

রাজস্ব বোর্ড বিলুপ্তির কারণে অচলাবস্থা নিরসনের দাবি সিএন্ডএফ এসোসিয়েশনের

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১১:৪২:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১১:৪২:২৯ অপরাহ্ন
রাজস্ব বোর্ড বিলুপ্তির কারণে অচলাবস্থা নিরসনের দাবি সিএন্ডএফ এসোসিয়েশনের
জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামের দুইটি বিভাগ প্রতিষ্ঠা করে সরকার অধ্যাদেশ জারি করেছে। এর ফলে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সকল শুল্ক ও বন্দরের কার্যক্রম যথাযথভাবে চলমান না থাকায় আমদানি-রফতানি বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে। এই অচলতা নিরসনের লক্ষ্যে জরুরী ভিত্তিতে সকল অংশীজনের সাথে আলোচনা সাপেক্ষে যৌক্তিক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশন।
গতকাল সোমবার দুপুরে বিমানবন্দরের ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মো. মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, ফারুক আলম, চট্টগ্রামের সাধারণ সম্পাদক শওকত আলী, এমদাদুল হক লতা, খায়রুজ্জামানসহ অন্যান্যরা। লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব এস.এম সাইফুল আলম জানান, সার্বিক বিষয়ে আমদানি-রফতানিকারকসহ  এর সাথে সংশ্লিষ্ট সকল অংশীদাজনের অপূরণীয় আর্থিক ক্ষতির সম্মুখীন  হচ্ছেন। তেমনিভাবে  রাজস্ব ও বৈদেশিক মূদ্রা আহরণও বাধাগ্রস্ত হচ্ছে। যথাসময়ে পণ্য ডেলিভারি না  হওয়ায় বন্দরে জায়গা স্বল্পতার কারণে পণ্যজটের সৃষ্টি, জরুরী সেবা বিঘ্নিত এবং জরুরী রফতানিমুখী শিল্পের কাঁচামাল সরবরাহে প্রতিবন্ধকতার সৃষ্টির কারণে রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তিনি আরও বলেন, সিএন্ডএফ ফেডারেশন এ বিষয়ে  অর্থ উপদেষ্টাসহ সংশ্লিষ্ট  কর্তৃপক্ষকে পত্র দিয়ে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ  এ বিষয়ে  ফলপ্রসূ কার্যক্রম গ্রহণ করেননি। এর ফলে সরকার যেমন হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, তেমনিভাবে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকার কারণে উত্তরোত্তর পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। উপরন্তু আমদানি-রফতানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট অংশীজনরা কর্মহীন হয়ে পড়েছে, যা দেশের সার্বিক উন্নতির অন্তরায়। এমন অবস্থায় অংশীজনরা সারাদেশে অস্থিতিশীল পরিবেশ  বিরাজের আশঙ্কা করছে। এমতাবস্থায় বিরাজমান এমন  পরিস্থিতি নিরসনের লক্ষ্যে জরুরী ভিত্তিতে সকল অংশীজনের সাথে আলোচনা  করে বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরি। তাই ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশনের যৌক্তিক প্রস্তাবনাসমূহ বিচার-বিশ্লেষণ করে বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
রাজধানীতে মহা-শোডাউনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত

রাজধানীতে মহা-শোডাউনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত