ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশে অনিবন্ধিত কারখানা প্রতিষ্ঠান প্রায় দেড় লাখ ডিআরইউতে জনশক্তি রফতানিকারকদের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিতই থাকছে রাজস্ব বোর্ড বিলুপ্তির কারণে অচলাবস্থা নিরসনের দাবি সিএন্ডএফ এসোসিয়েশনের রাখাইনে করিডোর নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে- কাদের গনি চৌধুরী ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির এস আলমসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন রপ্তানি বহুমুখীকরণে নানা বাধা, বিপর্যয়ের শঙ্কা পাকিস্তানের হামলায় ভারতের সীমান্তে ১০ হাজারেরও বেশি বাড়ি ধ্বংস ক্যানসারে আক্রান্ত বাইডেন গাজায় আরও দেড় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেয়ার খবর সত্য নয়: মার্কিন দূতাবাস আলোচনায় বসবে পাকিস্তান, চীন ও আফগানিস্তান রিয়াল বেতিসের বিপক্ষে দাপুটে জয় পেলো অ্যাতলেতিকো সেভিয়ার সাথে জয় পেলো রিয়াল ভিয়ারিয়ালের কাছে হারের স্বাদ পেলো বার্সা আইপিএলে ডাক পেলেন মুজারাবানি এশিয়া কাপে থেকে নাম প্রত্যাহারের খবর অস্বীকার করলো বিসিসিআই পিএসএল খেলার জন্য এনওসি পেলেন মিরাজ এবার লাহোরে ডাক পেলেন মিরাজ

ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেয়ার খবর সত্য নয়: মার্কিন দূতাবাস

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১০:২৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১০:২৭:২৭ অপরাহ্ন
ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেয়ার খবর সত্য নয়: মার্কিন দূতাবাস
গাজা থেকে ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেয়ার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সরকার কাজ করছে, সংবাদমাধ্যমে প্রকাশিত এমন একটি প্রতিবেদন সত্য নয় বলে জানিয়েছে লিবিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাস। গত রোবববার প্রতিবেদনটি অস্বীকার করে তারা। 
এর আগে গত বৃহস্পতিবার, এনবিসি নিউজে জানানো হয়, ট্রাম্প প্রশাসন গাজা উপত্যকা থেকে প্রায় দশ লক্ষ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় সরিয়ে নেয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে। এনবিসি নিউজ এই বিষয়ে অবগত পাঁচজনের কথা উল্লেখ করেছে। যার মধ্যে প্রত্যক্ষ দুইজন এবং একজন সাবেক মার্কিন কর্মকর্তাও রয়েছেন। সামাজিকমাধ্যম এক্স প্ল্যাটফর্মে মার্কিন দূতাবাস জানিয়েছে, ‘গাজার অধিবাসীদের লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনার অভিযোগের প্রতিবেদনটি অসত্য।’ তবে ত্রিপোলি-ভিত্তিক আন্তঃরাষ্ট্রীয়ভাবে স্বীকৃত জাতীয় ঐক্যের সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কয়েক মাস আগে ট্রাম্প বলেছিলেন, ‘তিনি চান মার্কিন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করুক এবং এর ফিলিস্তিনি জনগোষ্ঠীকে অন্যত্র সরিয়ে নেয়া হোক।’ ট্রাম্পের এই পরিকল্পনার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে এবং ফিলিস্তিনিরা গাজা ছেড়ে যাওয়ার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর ট্রাম্প যখন প্রথম তার ধারণাটি তুলে ধরেন, তখন তিনি বলেছিলেন, তিনি চান মার্কিন মিত্র মিশর এবং জর্ডান গাজার লোকদের গ্রহণ করুক। কিন্তু উভয় রাষ্ট্রই এই ধারণা প্রত্যাখ্যান করে। এছাড়া আরব দেশ এবং জাতিসংঘ একে ‘জাতিগত নির্মূল’ বলে অভিহিত করে। এদিকে, চলতি সপ্তাহে কাতার সফরের সময়, ট্রাম্প এই অঞ্চলটি দখল করার তার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন। বলেন তিনি এটিকে একটি ‘স্বাধীনতা অঞ্চল’ হিসেবে দেখতে চান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির

ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির