ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা
ভারত-পাকিস্তান সংঘাত

আলোচনায় বসবে পাকিস্তান, চীন ও আফগানিস্তান

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১০:২৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১০:২৬:৫০ অপরাহ্ন
আলোচনায় বসবে পাকিস্তান, চীন ও আফগানিস্তান
ভারত-পাকিস্তান বিষয়ে ত্রিপক্ষীয় আলোচনায় বসবেন পাকিস্তান, চীন এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। গতকাল সোমবার চীনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেশ ছেড়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। গত রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি। 
এতে জানানো হয়, গতকাল সোমবার চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইসহাক দার। যেখানে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির সাথে দ্বিপক্ষীয় আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এদিকে, ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আজ চীনে পৌঁছাবেন। তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক বাণিজ্যের প্রসার, বর্ধিত নিরাপত্তা সহযোগিতা এবং এই অঞ্চলের ক্রমবর্ধমান পরিস্থিতি, বিশেষ করে সাম্প্রতিক পাকিস্তান-ভারত সংঘর্ষের পরিপ্রেক্ষিতে করণীয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। গত মাসে পহেলগাম হামলাকে কেন্দ্র করে দু’দেশের তীব্র পাল্টাপাল্টি সামরিক সংঘাতের পর ১০ মে যুদ্ধবিরতিতে পৌঁছায় ভারত ও পাকিস্তান।  এদিকে পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। একইসঙ্গে এই যুদ্ধবিরতির মেয়াদের শেষের কোনো তারিখ নেই। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতের স্থানীয় গণমাধ্যম। একজন সেনা কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্মত যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি অস্থায়ী ছিল এবং যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হলে কি হবে তা নিয়ে জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে ওই কর্মকর্তা বলেন, নয়াদিল্লি ও ইসলামাবাদের ডিজিএমও (ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস) আলাপচারিতায় যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তার কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত রোববার ভারত ও পাকিস্তানের ডিজিএমওদের মধ্যে কোনো আলোচনা হওয়ার সময়সূচী নির্ধারিত নেই। এর আগে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।  গত ১০ মে সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে, ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও পাকিস্তানের চার দিনের পাল্টাপাল্টি হামলার পর এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতব্যাপী দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ পরে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা নিশ্চিত করে ভারত ও পাতিস্তান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ