ভারত-পাকিস্তান বিষয়ে ত্রিপক্ষীয় আলোচনায় বসবেন পাকিস্তান, চীন এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। গতকাল সোমবার চীনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেশ ছেড়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। গত রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি।
এতে জানানো হয়, গতকাল সোমবার চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইসহাক দার। যেখানে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির সাথে দ্বিপক্ষীয় আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এদিকে, ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আজ চীনে পৌঁছাবেন। তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক বাণিজ্যের প্রসার, বর্ধিত নিরাপত্তা সহযোগিতা এবং এই অঞ্চলের ক্রমবর্ধমান পরিস্থিতি, বিশেষ করে সাম্প্রতিক পাকিস্তান-ভারত সংঘর্ষের পরিপ্রেক্ষিতে করণীয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। গত মাসে পহেলগাম হামলাকে কেন্দ্র করে দু’দেশের তীব্র পাল্টাপাল্টি সামরিক সংঘাতের পর ১০ মে যুদ্ধবিরতিতে পৌঁছায় ভারত ও পাকিস্তান। এদিকে পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। একইসঙ্গে এই যুদ্ধবিরতির মেয়াদের শেষের কোনো তারিখ নেই। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতের স্থানীয় গণমাধ্যম। একজন সেনা কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্মত যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি অস্থায়ী ছিল এবং যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হলে কি হবে তা নিয়ে জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে ওই কর্মকর্তা বলেন, নয়াদিল্লি ও ইসলামাবাদের ডিজিএমও (ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস) আলাপচারিতায় যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তার কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত রোববার ভারত ও পাকিস্তানের ডিজিএমওদের মধ্যে কোনো আলোচনা হওয়ার সময়সূচী নির্ধারিত নেই। এর আগে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ১০ মে সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে, ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও পাকিস্তানের চার দিনের পাল্টাপাল্টি হামলার পর এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতব্যাপী দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ পরে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা নিশ্চিত করে ভারত ও পাতিস্তান।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

ভারত-পাকিস্তান সংঘাত
আলোচনায় বসবে পাকিস্তান, চীন ও আফগানিস্তান
- আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১০:২৬:৫০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১০:২৬:৫০ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ