প্রথমবারের মতো আইপিএলে ডাক পেলেন জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজারাবানি। তাকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। মূলত দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিদির পরিবর্তে এই জিম্বাবুইয়ানকে অস্থায়ীভাবে দলে ভিড়িয়েছে বিরাট কোহলিদের দল। এনগিদি দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি নিতে গ্রুপ পর্বের খেলা শেষ করেই ভারত ত্যাগ করবেন। যে কারণে মুজারাবানির সঙ্গে বেঙ্গালুরুর চুক্তি কার্যকর হবে আগামী সোমবার থেকে। ওইদিন নিজেদের শেষ লিগ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের (এলএসজি) মুখোমুখি হবে বেঙ্গালুরু। আইপিএলের এক বিবৃতিতে জানানো হয়েছে, মুজারাবানি বেঙ্গালুরুতে যোগ দেবেন ৭৫ লাখ রুপিতে। কোহলিদের সঙ্গে যোগ দেওয়ার আগে ইংল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে ২২ থেকে ২৫ মে পর্যন্ত চার দিনের টেস্ট খেলবেন মুজারাবানি। বেঙ্গালুরু বর্তমানে তাদের সেরা উইকেটশিকারি জশ হ্যাজেলউডকে ছাড়াই খেলছে। কাঁধের চোটের কারণে মাঠের বাইরে অস্ট্রেলিয়ান পেসার। তবে দলটির বাকি বিদেশি খেলোয়াড়রা বিরতির পর ফিরে এসেছেন। তবে জ্যাকব বেথেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ায় বেঙ্গালুরু দ্বিতীয় শেষ লিগ ম্যাচের আগেই ভারত ছাড়বেন। মুজারাবানি আগে কখনো আইপিএল খেলেননি। তবে লখনৌর নেট বোলার হিসেবে ছিলেন। ওই সময় বেঙ্গালুরুর বর্তমান প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার লখনৌ সাপোর্ট স্টাফে ছিলেন। দুজন একসঙ্গে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানস এবং আইএলটি২০-তে গালফ জায়ান্টসের হয়েও কাজ করেছেন। সাম্প্রতি টেস্ট ক্রিকেটে মুজারাবানি জিম্বাবুয়ের সেরা পারফর্মারদের একজন। গত চার টেস্টে ২৬ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে সিলেটে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেট শিকার করে জিম্বাবুয়ের জয়ে মূল অবদান রাখেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

আইপিএলে ডাক পেলেন মুজারাবানি
- আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১০:২০:৩৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১০:২০:৩৮ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ