আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বেড়ে যাচ্ছে একটি ম্যাচ। দুই ম্যাচের জায়গায় এখন অনুষ্ঠিত হবে তিন ম্যাচ। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামেই। গতকাল সোমবার আরব আমিরাত ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে এ তথ্য। দুই বোর্ডের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমেই অতিরিক্ত একটি টি-টোয়েন্টি খেলার বিষয়ে একমত হয়েছে বলে জানানো হয়েছে। আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই পাকিস্তান যাবে বাংলদেশ- এমনটাই সূচি নির্ধারণ করা ছিল। তবে, ভারত-পাকিস্তানের মধ্যে চারদিনের যুদ্ধ সব ওলট-পালট করে দিয়েছে। বাংলাদেশ পাকিস্তান যাবে, তবে পরিবর্তিত সূচিতে অনুষ্ঠিত হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ২৭ মে। এ সুযোগটাই গ্রহণ করেছে বিসিবি এবং আমিরাত ক্রিকেট বোর্ড। দুই ম্যাচের জায়গায় অতিরিক্ত আরও একটি ম্যাচ যোগ করেছে সিরিজের সঙ্গে। প্রথম এবং দ্বিতীয় ম্যাচের মতোই একই ভেন্যু এবং একই সময়ে অনুষ্ঠিত হবে ম্যাচটি। টিকিটের মূল্যও একই। সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোও থাকবে একই।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

লম্বা হল বাংলাদেশ-আমিরাত সিরিজ
- আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১০:১৫:৪০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১০:১৫:৪০ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ