ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ বাক্সবন্দি মেশিন এখন চায়ের টেবিল সংখ্যালঘু ঐক্য মোর্চার সংবাদ সম্মেলন নিয়ে পুলিশের ব্যাখ্যা ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো প্রাণনাশের হুমকি দিল প্রতারক ৪ দফা দাবি জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরামের পুলিশ কল্যাণ তহবিল থেকে দেড় কোটি টাকার অনুদান পাবে ৩৮৯ জন বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি গেটে হাঁটুপানি, ভোগান্তিতে রোগী-স্বজনরা জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছেÑ রিজভী চাঁদাবাজির অভিযোগে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার পঞ্চবেকি বয়া নদীর আয়রন ব্রিজ মৃত্যুফাঁদ ময়মনসিংহে মুক্তিপণ দিয়ে মিললো শিশুর লাশ ৪ লাখ টন চাল কিনবে সরকার, বেসরকারিভাবে ৫ লাখ টনের অনুমতি কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ-ডা. জাহিদ বাংলাদেশিদের মিসরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই : দূতাবাস ইইউ’র প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল ঢাকা আসছে সেপ্টেম্বরে সংরক্ষিত আসন বিলুপ্তির সুপারিশের প্রতিবাদ মহিলা পরিষদের

আন্দোলন শেষে ক্লাসে ফিরল জবি শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৫:১৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৫:১৭:০০ অপরাহ্ন
আন্দোলন শেষে ক্লাসে ফিরল জবি শিক্ষার্থীরা
জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা সরকার দাবি মেনে নেয়ায় ক্লাসে ফিরেছে। স্বাভাবিক অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে। দাবি মেনে নেয়ার পর একদিন বিরতি দিয়ে গতকাল রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এর আগে গত ১৪ মে বেলা সাড়ে ১১টার দিকে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হয় শিক্ষার্থীরা। মৎস ভবনের সামনে পুলিশের বাধা অতিক্রম করে তারা কাকরাইল মোড়ের দিকে অগ্রসর হলে অতর্কিতভাবে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ শুরু করে। তবুও হাল ছাড়েনি শিক্ষার্থীরা। তারা রাজপথেই আন্দোলন চালিয়ে যায়। টানা ঝড়, বৃষ্টি, প্রখর রোদ উপেক্ষা করে তারা অবস্থান চালিয়ে যায় কাকরাইল মোড়ে। আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সাবেক শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশ নেন। সরকার থেকে দাবি মেনে নেয়ায় গত শুক্রবার রাত আটটার দিকে শাটডাউন স্থগিত এবং আন্দোলনের সমাপ্তি ঘোষণা দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জানান, তারা প্রশাসনের আশ্বাসে আস্থা রেখেই শ্রেণিকক্ষে ফিরেছেন তবে দাবিগুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণে থাকবে। যদি কোনো ধরনের প্রতিশ্রুতি ভঙ্গ হয়, তবে তারা আবারো রাজপথে নামবেন বলে হুঁশিয়ারি দেন। বাংলা বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী রায়হান বলেন, এই আন্দোলন ছিল আমাদের অস্তিত্বের প্রশ্নে। প্রশাসন ও সরকারের প্রতি আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। এদিকে আন্দোলন স্থগিতের পর ক্যাম্পাসে স্বস্তির আবহ বিরাজ করছে। শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে শুরু হয়েছে নিয়মিত ক্লাস ও অন্যান্য একাডেমিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, এখন বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। সকাল থেকেই নিয়মিত ক্লাস। অফিস কার্যক্রম ও অন্যান্য একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতি আশাব্যঞ্জক। বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা সবাই সচেষ্ট আছি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য