ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিষাক্ত মাশরুম খাইয়ে তিন আত্মীয়কে হত্যায় এরিন প্যাটারসন দোষী সাব্যস্ত মাস্কের ‘রাজনৈতিক দল’ গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প খারকিভে রুশ ড্রোন হামলায় বহুতল ভবন ও কিন্ডারগার্টেনে বিস্ফোরণ, আহত ২৭ ব্রাজিলে ব্রিকস নেতাদের বৈঠকে ট্রাম্পের অতিরিক্ত ১০% শুল্ক আরোপের হুমকি যুদ্ধবিরতির আভাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৮২ ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, অচল বন্দর-বিদ্যুৎকেন্দ্র টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, নিখোঁজ ৪১ ছয় মাস মাঠের বাইরে জামাল মুসিয়ালা, বড় ধাক্কায় বায়ার্ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা ৩০ বছরের আধিপত্য ধরে রাখল অস্ট্রেলিয়া গোল্ড কাপের মুকুট ফিরল মেক্সিকোর ঘরে ইউরোপের বদলে নেপালের পথেই বাংলাদেশ, সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ লারার ৪০০ ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মুল্ডারের বিস্ময়কর সিদ্ধান্ত আইসিসির মাসসেরা ক্রিকেটারের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার তিন তারকা গোল্ডেন বুটের দৌড়ে কে থাকবেন শীর্ষে, চমক দেখাতে পারেন হাকিমিও বাংলাদেশ সফরের আগে ইনজুরির ধাক্কায় পাকিস্তান দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন-নাহিদ মব বন্ধ না করে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, প্রশ্ন মান্নার জঙ্গিসংশ্লিষ্টতা তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত

আন্দোলন শেষে ক্লাসে ফিরল জবি শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৫:১৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৫:১৭:০০ অপরাহ্ন
আন্দোলন শেষে ক্লাসে ফিরল জবি শিক্ষার্থীরা
জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা সরকার দাবি মেনে নেয়ায় ক্লাসে ফিরেছে। স্বাভাবিক অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে। দাবি মেনে নেয়ার পর একদিন বিরতি দিয়ে গতকাল রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এর আগে গত ১৪ মে বেলা সাড়ে ১১টার দিকে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হয় শিক্ষার্থীরা। মৎস ভবনের সামনে পুলিশের বাধা অতিক্রম করে তারা কাকরাইল মোড়ের দিকে অগ্রসর হলে অতর্কিতভাবে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ শুরু করে। তবুও হাল ছাড়েনি শিক্ষার্থীরা। তারা রাজপথেই আন্দোলন চালিয়ে যায়। টানা ঝড়, বৃষ্টি, প্রখর রোদ উপেক্ষা করে তারা অবস্থান চালিয়ে যায় কাকরাইল মোড়ে। আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সাবেক শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশ নেন। সরকার থেকে দাবি মেনে নেয়ায় গত শুক্রবার রাত আটটার দিকে শাটডাউন স্থগিত এবং আন্দোলনের সমাপ্তি ঘোষণা দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জানান, তারা প্রশাসনের আশ্বাসে আস্থা রেখেই শ্রেণিকক্ষে ফিরেছেন তবে দাবিগুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণে থাকবে। যদি কোনো ধরনের প্রতিশ্রুতি ভঙ্গ হয়, তবে তারা আবারো রাজপথে নামবেন বলে হুঁশিয়ারি দেন। বাংলা বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী রায়হান বলেন, এই আন্দোলন ছিল আমাদের অস্তিত্বের প্রশ্নে। প্রশাসন ও সরকারের প্রতি আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। এদিকে আন্দোলন স্থগিতের পর ক্যাম্পাসে স্বস্তির আবহ বিরাজ করছে। শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে শুরু হয়েছে নিয়মিত ক্লাস ও অন্যান্য একাডেমিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, এখন বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। সকাল থেকেই নিয়মিত ক্লাস। অফিস কার্যক্রম ও অন্যান্য একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতি আশাব্যঞ্জক। বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা সবাই সচেষ্ট আছি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ