ঢাকা , সোমবার, ১৯ মে ২০২৫ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রিয়াল বেতিসের বিপক্ষে দাপুটে জয় পেলো অ্যাতলেতিকো সেভিয়ার সাথে জয় পেলো রিয়াল ভিয়ারিয়ালের কাছে হারের স্বাদ পেলো বার্সা আইপিএলে ডাক পেলেন মুজারাবানি এশিয়া কাপে থেকে নাম প্রত্যাহারের খবর অস্বীকার করলো বিসিসিআই পিএসএল খেলার জন্য এনওসি পেলেন মিরাজ এবার লাহোরে ডাক পেলেন মিরাজ লম্বা হল বাংলাদেশ-আমিরাত সিরিজ আন্দোলন শেষে ক্লাসে ফিরল জবি শিক্ষার্থীরা হাইকোর্টের সামনে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান শাহজালাল বিমানবন্দরে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেফতার দল নয়, দেশ ও জাতির স্বার্থে সংস্কার চায় জামায়াত উত্তাল কুয়েট : ক্ষমা চেয়ে ক্লাসে ফিরতে চান ছাত্ররা দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের সাত কলেজে নতুন প্রশাসক প্রধান দফতর ঢাকা কলেজে বর্ষা শুরুর আগেই ফেনীতে তীব্র হচ্ছে নদীভাঙন এজাজের হিযবুত সংযোগের অভিযোগ অপপ্রচার- ডিএনসিসি সুষ্ঠু নির্বাচন হওয়ার পরিস্থিতি এখনো লক্ষ্য করা যাচ্ছে না-তাহের নির্বাচন বিলম্বিত হওয়ায় দেশ অস্থির হচ্ছেÑ খসরু ছাত্রলীগের মিছিল গ্রেফতার ১১

দল নয়, দেশ ও জাতির স্বার্থে সংস্কার চায় জামায়াত

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৫:১২:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৫:১২:৩৬ অপরাহ্ন
দল নয়, দেশ ও জাতির স্বার্থে সংস্কার চায় জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, দেশ গঠনের সব ইতিবাচক সিদ্ধান্তে একমত, দল নয় দেশ ও জাতির স্বার্থে সংস্কার চায় জামায়াত। গতকাল রোববার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এমন কথা বলেন। এরআগে সংস্কার বিষয়ে তৃতীয় বারের মতো ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে জামায়াত। ডা. তাহেরের নেতৃত্বে জামায়াত প্রতিনিধি দলে ছিলেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, মাওলানা রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিন, নুরুল ইসলাম বুলবুল প্রমুখ। বৈঠকের শুরুতে কমিশনের পক্ষ থেকে ড. আলী রিয়াজ বক্তব্য রাখেন। এসময় অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ডা. তাহের বলেন, আলাপ-আলোচনার ভিত্তিতে সকলের কল্যাণে যা প্রয়োজন সে বিষয়ে ঐকমত্যের সিদ্ধান্তে একমত হতে চায় আমরা। দেশ গঠনের সব ইতিবাচক সিদ্ধান্তে একমত, দল নয় দেশ ও জাতির স্বার্থে সংস্কারও চাই আমরা। তিনি বলেন, বিগত প্রহসনের নামের নির্বাচন থেকে বেরিয়ে, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই আগামীর প্রত্যাশা। সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে হবে। সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন একেবারেই সঠিক ও সুষ্ঠু হবে এমন পরিস্থিতি দেখার কোনো অবকাশ নেই। তিনি বলেন, জামায়াতে ইসলামী শুধু দলকে কেন্দ্র করে নয়, সাধারণ মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে সংস্কার চায়। নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সেটি আমাদের লক্ষ্য। তবে সুস্পষ্ট টাইমলাইন না থাকায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন, সেগুলো করে দ্রুত নির্বাচন দেয়া উচিত। তবে নির্বাচন দেয়ার মতো এখনও সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। নির্বাচন কমিশনের কিছু বিষয় প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, নির্বাচন দেয়ার মতো এখনও সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। নির্বাচন কমিশনের কিছু ভূমিকা আরও প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে। সরকার যেন সেদিকে খেয়াল রাখে। নির্বাচনের আগেই লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক করতে হবে। তিনি বলেন, নির্বাচনের সুস্পষ্ট টাইমলাইন না থাকায় রাজনৈতিক দলগুলোর অস্থিরতা দেখা দিয়েছে। তাই বেশি সময় না নিয়ে সংস্কারের বিষয়ে একটা ঐকমত্যে পৌঁছানো উচিত। জামায়াতে ইসলামী শুধু দলকে কেন্দ্র করে নয়, সাধারণ মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে সংস্কার চায়। সূচনা বক্তব্যে ড. আলী রিয়াজ বলেন, রাজনৈতিক আলোচনায় নীতি নির্ধারকদের ঐকমত্য কমিশন চায় দ্রুত জাতীয় সনদ তৈরি করতে। জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকেই দ্রুত জাতীয় সনদ তৈরি করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। এটা রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। ড. আলী রীয়াজ বলেন, অনেক বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, হচ্ছে এবং অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে। আবার কোনো কোনো বিষয়ে দ্বিমত রয়ে গেছে। ক্ষেত্রবিশেষে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নীতিনির্ধারক পর্যায়ে কিছু কিছু বিষয়ে পুনর্বিবেচনা করতে বলা হয়েছে এবং যেগুলো পুনরায় আলোচনার সুযোগ আছে। তিনি বলেন, যেকোনো ধরনের রাজনৈতিক আলোচনায় যারা প্রতিনিধিত্ব করেন, বিভিন্নভাবে তাদের নীতিনির্ধারকদের কাছে ফিরে যেতে হয়। কারণ, আলোচনার টেবিলে অনেক কিছুই উপস্থিত হয় যা পুনর্বিবেচনা দাবি করে। সেটিই আমরা অব্যাহত রাখছি। তিনি আরও বলেন, এই আলোচনার পরও দ্বিতীয় পর্যায়ের আলোচনায়ও কিছু বিষয় থাকবে যেগুলো আমরা আজকেই মীমাংসা করতে পারব তা নয়, যদি সেটা সম্ভব হতো তবে তা সব বিবেচনায় অনেক ভালো হতো। ড. আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন অত্যন্ত দ্রুততার সঙ্গে চেষ্টা করছে। আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই। সে জায়গায় আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী ২/১ দিনের মধ্যে সমাপ্ত করতে পারলে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করব। আমরা বিশ্বাস করি সমস্ত জায়গায় মতভিন্নতা, ভিন্নমত আছে বা ঐকমত্য তৈরি হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা অগ্রসর হতে পারব। সেদিক থেকে বিবেচনা করে স্মরণ করে দিতে চাই, প্রায় দুই মাস ধরে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছি। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আলোচনা হচ্ছে। তিনি বলেন, পাশাপাশি এটাও স্মরণ করা দরকার যে আমরা এই টেবিলে আসার জন্য অনেক প্রাণ দিতে হয়েছে। অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি। যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমাদের দায় এবং দায়িত্ব রয়েছে। এটা আমাদের সবাইকে স্মরণে রাখতে হবে। তিনি আরও বলেন, এটা কেবল একমাত্র জাতীয় ঐকমত্য কমিশনের দায়িত্ব নয়, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করার দায়িত্ব আসলে রাজনৈতিক দলগুলোর, সিভিল সোসাইটির এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর। আমি বিশ্বাস করি সবার প্রচেষ্টায় এটি নিঃসন্দেহে সফল হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স