ঢাকা , রবিবার, ১৮ মে ২০২৫ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কোস্টগার্ডের আধুনিকায়নে হেলিকপ্টার সংযুক্ত করা হবে : স্বরাষ্ট উপদেষ্টা কোনো এক ব্যক্তি জুলাই অভ্যুত্থান ঘটায়নি-ফরহাদ মজহার সীমান্তে পুশইন ঠেকাতে জনগণের সহায়তা চাইলেন বিজিবি প্রধান ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় তিনজন রিমান্ডে এনবিআরে কলম বিরতি, রাজস্ব প্রশাসনে অচলাবস্থা পোশাক শিল্পের উদ্যোক্তারা জ্বালানির নিশ্চিয়তা চান এনবিআর বিলুপ্তিতে রাজস্ব ব্যবস্থা নির্বাহী বিভাগের করায়ত্ত হওয়ার ঝুঁকি -টিআইবি ঢাকার যেসব এলাকায় সভা সমাবেশ-মিছিল নিষিদ্ধ হলো-আইএসপিআর করিডোরের নামে আরেকটা ইসরায়েল গড়তে দেয়া যাবে না-ফজলুর রহমান জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচন দিন-ফারুক বাংলাদেশকে এড়িয়ে সমুদ্রপথে কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্তরাষ্ট্রের শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই-দেবপ্রিয় ভট্টাচার্য মাইক্রোক্রেডিটকে এনজিওর ধারণা থেকে বেরিয়ে ব্যাংকিংয়ে আসতে হবে আজ বিক্ষোভের ডাক কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি ৭ কলেজের গাজীপুরে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ টেক্সটাইল নিয়ে কাজ করার সুযোগ রয়েছে-বুটেক্স উপাচার্য সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা অভিযুক্তের বাড়ি পোড়ালো বিক্ষুব্ধরা ইশরাককে মেয়র পদে না বসানোয় ক্ষোভ বাড়ছে ডেঙ্গুতে একজনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৭৯

টেক্সটাইল নিয়ে কাজ করার সুযোগ রয়েছে-বুটেক্স উপাচার্য

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ১২:৩৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ১২:৩৩:০৮ অপরাহ্ন
টেক্সটাইল নিয়ে কাজ করার সুযোগ রয়েছে-বুটেক্স উপাচার্য
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর উপাচার্য অধ্যাপক ডা. ইঞ্জি. মো. জুলহাস উদ্দিন বলেছেন, টেক্সটাইল একটি বড় সেক্টর। এই সেক্টর নিয়ে অনেক কাজ করার সুযোগ রয়েছে। আসাকরি এই সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা অনেক তথ্য জানতে ও শিখতে পারবে। আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিষয় অনেক তথ্য আমরা পাব। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪ হাজার শিক্ষার্থী রয়েছে। সরকার থেকে আমাদের যে সুযোগ-সুবিধা দেয়া হয় তা অপ্রুতুল, তাই এই ধরনের সংগঠনকে এগিয়ে আসবার জন্য আহ্বান জানাছি। গতকাল শনিবার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর অডিটোরিয়ামে দি ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশের আয়োজনে “উইভিং দ্য ফিউচার : সাস্টেইনেবিলিটি, ক্যারিয়ার ব্রেকথ্রু ও গ্রোথ প্রস্পেক্টস ইন বাংলাদেশ’স আরএমজি ইন্ডাস্ট্রি” বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। আইটিইটি-বাংলাদেশের সদস্য সচিব ইঞ্জি. মো. এনায়েত হোসেন শুভেচ্ছা বক্তব্যে বলেন, আইটিইটি একটি অরাজনৈতিক সংগঠন। আমার আইটিইটি সংগঠনটি সবার কাছে পৌঁছে দিতে চাই। এই সংগঠন সামাজিক অনুষ্ঠানে আয়োজনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। আমার বুটেক্স-এর জন্য ৫০ একর জায়গা সরকারের নিকট দাবি জানিয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের আরএমজি সেক্টরকে সবার সামনে তুলে ধরা। অনুষ্ঠানে আইটিইটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইটিইটি অন্তর্বর্তী যুগ্ম আহ্বায়ক মো. শামসুজ্জামান (সিআইপি), ইঞ্জি. এটিএম সামসু উদ্দিন খান, আরএইচ কর্পোরেশনের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার এএসএম হাফিজুর রহমান নিক্সন প্রমুখ। অনুষ্ঠানটি আয়োজন করে আরএইচ কর্প। অনুষ্ঠানে কি নোট স্পিকার হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইঞ্জি. তরুণ কুমার মিস্ত্রী। তিনি পোশাক শিল্পের উন্নয়নে অস্থিতিশীলতা বিষয়ক বিস্তারিত তুলে ধরেন। পোশাক শিল্পের পেশাগত উন্নয়ন, দক্ষতা উন্নয়নে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্সদের ভূমিকায় করণীয় ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সেমিনার কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফারহানা ইকবাল, সদস্য সচিব ইঞ্জিনিয়ার ফারুকুল ইসলাম জনি, ইঞ্জিনিয়ার মো. নাসিরুল ইসলাম, ইঞ্জি. শফিউল আলম পলাশ আলোচনায় অংশগ্রহণ করেন। আরো উপস্থিত ছিলেন আইইবি টেক্সটাইল ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ সেলিম, ভাইস চেয়ারম্যান ইঞ্জি. সাইদুর রহমান, আইটিইটি-এর সাবেক মহাসচিব ইঞ্জিনিয়ার এ. কে. এম. মহসিন আহমেদ। টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অধ্যাপক ড. হোসেনে আরা বেগম, অধ্যাপক ড. মশিউর রহমান, অধ্যাপক ড. মমিনুল আলম, ডালিম, বুটেক্স রেজিস্টার অধ্যাপক ড. রাশেদা বেগম ডিনা, অধ্যাপক ড. রিয়াজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ