ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না- মমতা রোডম্যাপকে স্বাগত জানাই-জোনায়েদ সাকি ইসির রোডম্যাপে খুশি বিএনপি-মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না
অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

জবির তিন দফা মেনে নিলো সরকার

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০৫:৩৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০৫:৩৯:৩৮ অপরাহ্ন
জবির তিন দফা মেনে নিলো সরকার
* আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি * প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে * দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনটি দাবির বিষয়ে স্পষ্ট করেছে সরকার। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় কাকরাইলের অবস্থানরত শিক্ষার্থীদের কাছে এসে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাজেটে বরাদ্দ বাড়ানোর মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আবাসন সংকট নিরসনে দ্রুত অস্থায়ীভাবে নির্মাণ করা হবে। দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। পরে অনশনকারী শিক্ষার্থীদের পানি পান করানো হয়। জুমার নামাজের পর গণঅনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। তারা দাবি মেনে না নেয়ার পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন । গতকাল শুক্রবার দুপুরে কাকরাইল মোড় ও যমুনা পার্শ্ববর্তী এলাকায় অনশনে বসেছেন আন্দোলনকারীরা। এর আগে, রাজধানীর কাকরাইল মোড়ে তৃতীয় দিনের মতো জড়ো হন আন্দোলনকারীরা। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে কাকরাইল মসজিদের উত্তর-পূর্ব প্রান্তে জড়ো হতে থাকেন তারা। গতকাল বেলা ১১টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে শুরু হওয়া সমাবেশ থেকে জানানো হয়, গণঅনশনের পরও সরকারের দাবি না মানলে আন্দোলনের বিস্তৃতি ব্যাপক হবে। বড় কর্মসূচিতে যাবেন আন্দোলনকারীরা। গত মঙ্গলবার দুপুরে ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নামেন জবির শিক্ষার্থীরা। সেদিন দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে এগুতে চাইলে কাকরাইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী আহত হন। গত বুধবার সারা রাত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে কয়েক হাজার শিক্ষার্থী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিন রাতেও যমুনার সামনে অবস্থান নেন তারা। শিক্ষার্থীদের তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাটডাউন ঘোষণা করেছেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদদীন। গত বৃহস্পতিবার বিকাল ৩টায় তিনি বিষয়টি নিশ্চিত করেন। শেষ বেলায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় জাতীয় পতাকা প্রদর্শন করা হয়। গত বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টা দিকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনের মোড়ে জাতীয় সংগীত পরিবেশনায় তাদের সঙ্গে শিক্ষক-কর্মকর্তারাও সুর মেলান। এরপর তারা শপথ করেনÑ অধিকার আদায় না করে ক্লাসে ফিরবেন না। এর আগে বিভিন্ন বিপ্লবী গান ও কবিতা আবৃত্তি করেন জবির বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। গত বুধবার সারা রাত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে কয়েক হাজার শিক্ষার্থী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন। প্রসঙ্গত গত বুধবার দুপুর পৌনে ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করে। প্রথমে গুলিস্তান মাজার গেটে বাধার সম্মুখীন হয়। পরে মৎস্য ভবনে আবারও পুলিশের বাধা অতিক্রম করে যমুনা অভিমুখে এগিয়ে যেতে থাকেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদযাত্রা কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে আসতেই অতর্কিত টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড, গরম পানি নিক্ষেপ করতে শুরু করে পুলিশ। এতে শিক্ষক-শিক্ষার্থী সাংবাদিকসহ শতাধিক আহত হন। শিক্ষার্থীদের তিন দফা দাবি হলোÑ আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২০২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে; ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স