ঢাকা , শনিবার, ১৭ মে ২০২৫ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সংবাদ সম্মেলন ডেকেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধান উপদেষ্টা পরিবর্তনের পথে বাংলাদেশ নেতৃত্বে ড. ইউনূস-দ্য ইকোনমিস্ট নারী ও শিশুর ওপর সহিংসতায় জনমনে আতঙ্ক ও উদ্বেগ ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’র ঘোষণাপত্র নারীর অধিকার আদায়ের ডাক অবৈধ ইটভাটা বন্ধে বাপার ১৩ দফা দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে বাধা কোথায়- নজরুল দায় চাপানোর রাজনীতি বন্ধের আহ্বান ছাত্রশিবিরের জনপ্রিয়তা পাচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’ রেললাইন সংলগ্ন এলাকায় পশুর হাট না বসানোর অনুরোধ সবজির দাম কমেছে মুরগির দাম বাড়তি দুই প্রবাসীকে অপহরণ ৩৬ লাখ টাকা লুটের অভিযোগ টেকনাফে তিন মাসে উদ্ধার ৯ লাখ ইয়াবা ধ্বংস সত্যজিৎ রায়ের বাড়িতে জমজমাট বৈশাখী মেলা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে গভীর রাতে ৭৫১ জনকে পুশইন চেষ্টা ইশরাককে ‘মেয়র’ পদে না বসানোয় ক্ষোভ বাড়ছে বর্ষার আগেই নদী ভাঙনে দিশেহারা ভুক্তভোগী মানুষ বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো আর্জেন্টিনা আজ আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে টাইগাররা

এস্পানিওলকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৬:৫৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৬:৫৯:৩৮ অপরাহ্ন
এস্পানিওলকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা
অবশেষে অপেক্ষার অবসান। মৌসুম জুড়ে উত্তেজনা আর নাটকীয়তা শেষে দুই ম্যাচ হাতে রেখেই লা লিগা শিরোপা নিশ্চিত করলো বার্সেলোনা। নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের ঘরের মাঠে গত বৃহস্পতিবার রাতে ২-০ গোলের জয় নিয়ে আসর শেষ হওয়ার আগেই উৎসব শুরু করে দিল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। লা লিগার চলতি মৌসুমে ৩৬ ম্যাচ শেষে ৮৫ পয়েন্ট নিয়ে অপরাজেয় চূড়ায় উঠেছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৮ পয়েন্ট, যার ফলে মৌসুমের শেষ দুই ম্যাচে জয় পেলেও তারা বার্সাকে আর টপকাতে পারবে না। মাত্র আগের দিনই রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি মায়োর্কার বিপক্ষে জয় তুলে নিয়ে বার্সেলোনাকে শেষ পর্যন্ত চ্যালেঞ্জ জানিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কাতালান জায়ান্টরা আর সে সুযোগ দিল না। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলেছে ফ্লিকের শিষ্যরা। এস্পানিওলের মাঠ আরসিডিই স্টেডিয়ামে জয়ের মাধ্যমে বার্সা ২৮তম বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে। বার্সেলোনার ডাগআউটের দায়িত্ব নিয়ে নিজের প্রথম মৌসুমেই কোচ হ্যান্সি ফ্লিক লা লিগা শিরোপা অর্জন করলেন। ম্যাচের প্রথমার্ধে বল দখলে রাখায় এগিয়ে থাকলেও বার্সেলোনা গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলায়। ৫৩তম মিনিটে ইয়ামাল বক্সের ডান দিক থেকে দুর্দান্ত বাঁকানো শটে জালে বল পাঠিয়ে বার্সাকে এগিয়ে নেন। এরপর ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে প্রতিপক্ষ বক্সে ভেসে আসা আলগা বল থেকে গোল করে জয় নিশ্চিত করেন তরুণ মিডফিল্ডার ফারমিন লোপেজ। এই ম্যাচে এস্পানিওলের জন্য বড় ধাক্কা হয়ে আসে ৭৯ মিনিটে লিয়ান্দ্রো কাবরেরার লাল কার্ড। ইয়ামালকে ফাউল করার কারণে ভিএআরের সাহায্যে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এদিকে, মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নজরকাড়া প্রত্যাবর্তনের গল্প লেখার পরও দ্বিতীয় লেগে অতিরিক্ত সময়ে হেরে ইউরোপিয়ান স্বপ্নভঙ্গ ঘটে বার্সার। তবে লা লিগা ও কোপা দেল রে-দুই বড় ঘরোয়া ট্রফি জিতে ফ্লিকের দল অন্তত ঘরোয়া মঞ্চে ‘ডাবল’ সাফল্য নিয়ে চলতি মৌসুম শেষ করবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স