এস এম সুমন রশিদ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন সংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন।
আমতলী উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাঞ্জুরুল হক কাওসারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, হায়াতুজ্জামান মিরাজ, মো. আবু সাইদ খোকন, মোঃ জয়নুল আবেদীন,জিয়া উদ্দিন সিদ্দিকী, নাসরিন শিপু, মনির হোসেন, এস এম সুমন রশিদ, খাঁন মোঃ সাইফ-উদ দৌলা প্রমুখ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসা মোঃ রোকনুজ্জামান খাঁন সাংবাদিকদের সহযোগীতা চেয়ে ন্যায় ও সততার সঙ্গে ভালো কাজ ও দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি দেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
