ঢাকা , বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির বিপুল আমদানিতেও ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল মুক্তিযোদ্ধা তথ্যভাণ্ডার তৈরিতে অনিয়ম এ সরকারও কুমিল্লা থেকে খুনের ইতিহাস শুরু করেছে-শামসুজ্জামান দুদু যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না-জিএম কাদের ট্রাম্পের শুল্কনীতির অস্থিরতায় বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়ছে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ২৩৯৯ কোটি টাকা ব্যয়ে ক্রয় কমিটিতে ১২ প্রস্তাব অনুমোদন প্রশাসন ক্যাডারের তরুণদের হতাশা-ক্ষোভ গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয় ৯ বছরেও ফেরেনি রিজার্ভ চুরির অর্থ কারাগার থেকে ফেসবুক চালানো সম্ভব নয় ৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি না-মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ
২০২৫ সাল থেকে ডাবল শিফটের এন্ট্রি পর্যায়ে ভর্তি বন্ধ ॥ নতুন শিক্ষক নিয়োগে এমপিও হবে না ॥ শাখা ক্যাম্পাস চালাবে আলাদা পরিচালনা কমিটি

ঈদের পরও শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৪ ০৯:৩৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৪ ১১:৫১:৫০ অপরাহ্ন
ঈদের পরও শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
আসন্ন ঈদুল আজহার পর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের ক্লাস বন্ধ থাকলেও ডাবল শিফট প্রতিষ্ঠানে পাঠদান অব্যাহত থাকবে। ২০২৫ সাল থেকে এন্ট্রি পর্যায়ে ভর্তি বন্ধ করে পাঁচ বছরের মধ্যে ধাপে ধাপে সব প্রতিষ্ঠানে ডাবল শিফট পুরোপুরি বন্ধ করতে হবে। দ্বিতীয় শিফটের শিক্ষকদের নতুন করে এমপিওভুক্ত দেয়া হবে না। অন্যদিকে, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শাখা ক্যাম্পাস বা ব্রাঞ্চ আছে, স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে সেগুলো চালাবে আলাদা ব্যবস্থাপনা কমিটি।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশও দেয়া হয়েছে। গত ২১ এপ্রিল শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক হয়। বৈঠক সূত্রে জানা গেছে, নতুন কারিকুলাম বাস্তবায়নে জন্য এসব সিদ্ধান্ত নেয়া হয়।  
বৈঠকের বিষয়টি নিশ্চিত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, প্রতিটি শিফটের জন্য ছয় ঘণ্টা প্রয়োজন। ফলে ডাবল শিফট কোনোভাবেই চালু রাখা সম্ভব নয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতি নীতিমালা অনুযায়ী ব্রাঞ্চ খোলা যাবে না। নতুন করে এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর (ইআইআইএন) বা শিক্ষাপ্রতিষ্ঠান শনাক্তকারী নম্বর দেয়ার মাধ্যমে আলাদা প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করতে হলে প্রতিষ্ঠানের স্থায়ী ও অস্থায়ী সম্পদ ব্রাঞ্চগুলোর মধ্যে কীভাবে ভাগ করা হবে সে বিষয়ে একটি গাইড লাইন মন্ত্রণালয় থেকে দেয়া যেতে পারে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতি নীতিমালায় ব্রাঞ্চ স্কুল-কলেজ নতুন করে ইআইআইএন নম্বর প্রদানের মাধ্যমে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করার কথা বলা হয়েছে।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দেশের কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ডাবল শিফট থাকবে না। একটি শিফট চালানোর জন্য যত শিক্ষার্থী ভর্তি করা প্রয়োজন, এর বাইরে বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না ২০২৫ সাল থেকে। এভাবে ধাপে ধাপে সব প্রতিষ্ঠানে ডাবল শিফট পুরোপুরি বন্ধ করতে হবে। এছাড়া এক শিফটে রূপান্তর না হওয়া পর্যন্ত শনিবারে শ্রেণি কার্যক্রম চলবে ডাবলশিফটের সব বিদ্যালয়ে। আরও সিদ্ধান্ত হয়েছে, দ্বিতীয় শিফট চালানোর জন্য নিয়োগ দেয়া যেসব শিক্ষক এমপিও পেয়েছেন, তাদের সমন্বয় করে কাজে নিয়োজিত রাখার কৌশল নির্ধারণ করতে হবে। ডাবল শিফটের প্রতিষ্ঠানে দ্বিতীয় শিফটে নতুন করে শ্রেণিশাখা খোলার অনুমোদন দেয়া হবে না। কোনও স্কুলে যদি এখনই দুটি শিফটের শিক্ষার্থীদের এক করে একটি শিফটে নিয়ে আসার মতো পর্যাপ্ত শ্রেণিকক্ষসহ প্রয়োজনীয় অবকাঠামো থাকে, তাহলে তারা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এখন থেকেই একক শিফটে পাঠদান চালাতে পারবে।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ডাবল শিফট ও ব্রাঞ্চ সংক্রান্ত অনুচ্ছেদ ৮.১ এবং ৮.২ পর্যালোচনা করে উপযুক্ত সংশোধনী আনবে মন্ত্রণালয়। ২০২১ সালের জনবল ও এমপিও নীতিমালার ৮.১ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে ১৫০ জনের বেশি শিক্ষার্থী থাকলে ডাবল শিফট চালু করা যাবে। শিফটের বিপরীতে শিক্ষকদের এমপিও চলমান থাকবে। আর ৮.২ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে ২০২১ সালের নীতিমালা জারির পর অনুমোদিত শাখা ক্যম্পাস/ব্রাঞ্চ ছাড়া নতুন করে শাখা ক্যম্পাস/ ব্রাঞ্চ খোলা যাবে না। তবে বাস্তবতা বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে শাখা ক্যাম্পাস/ব্রাঞ্চ খোলা যাবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডাবল শিফট বন্ধ এবং নতুন শাখা ক্যাম্পাস নিতে প্রয়োজনীয় সব অবকাঠামো ও আলাদা ইআইআইএন নম্বর ছাড়া শাখা ক্যম্পাস/ব্রঞ্চ খোলা না খোলার বিষয়ে নীতিমালার ৮.১ ও ৮.২ অনুচ্ছেদের সংশোধনী আনা হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শাখা ক্যাম্পাস/ব্রাঞ্চ রয়েছে, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস/ব্রাঞ্চের নাম অনুসারে পাঠদানের অনুমতি দিয়ে আলাদা ইআইআইএন নম্বর দিয়ে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) কাছে তথ্য পাঠাবে। এক্ষেত্রে পরিদর্শন প্রতিবেদনের প্রয়োজন হবে না। নতুন ইআইআইএন নম্বর পাওয়া ক্যাম্পাস/ব্রাঞ্চকে আলাদা প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করতে হবে। এ লক্ষ্যে আলাদা ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৫ সালের ২৭ আগস্ট জারি করা পরিপত্র বাতিল করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে দ্রুত প্রস্তাব উত্থাপন করতে হবে। গত ২১ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রণালয়ের বৈঠকে মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের পক্ষে অধ্যক্ষ মো. জাকির হোসেন প্রস্তাবে বলেন,  ডাবল শিফট বাতিল করে এক শিফট করার দির্দেশ দিলে সমস্যা হবে না। আর আলাদা ইআইআইএন নম্বর নিয়ে আলাদা প্রতিষ্ঠান চালানো যাবে।
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পক্ষ থেকে বলা হয়, ডাবল শিফট বাতিল করে এক শিফটে যেতেই হবে। শনিবার বিদ্যালয় খোলা রেখে শিক্ষার্থীদের লেখাপড়ার সময় কিছুটা বাড়ানো যেতে পারে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নে আমরা ডাবল শিফট বাতিল করে এক শিফটে আনার পক্ষে। আলাদা শাখা/ব্রাঞ্চ এর ক্ষেত্রে আলাদা ইআইআইএন নম্বর প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচঅরনার পক্ষে মত দেন তিনি। বৈঠকে এই শিক্ষক আরও বলেন, এ ব্যাপারে মন্ত্রণালয় সিদ্ধান্ত দিলে শিক্ষাদের মধ্যে সম্ভাব্য দ্বন্দ্ব এড়িয়ে যাওয়া সহজ হবে।
মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপাপ্ত) মোহাম্মদ এমাম হোসাইন বলেন, আমাদের ডাবল শিফট বাতিল করে এক শিফটে আনা সম্ভব না। কারণ আমাদের শ্রেণিকক্ষের স্বল্পতা রয়েছে। শনিবার বিদ্যালয় খোলা রেখে অতিরিক্ত ক্লাসের মাধ্যমে কন্টাক্ট বাড়ানো যেতে পারে।
এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান বলেন, প্রাথমিক পর্যায়ে ৪৬৪টি বিদ্যালয়ে শনিবারে খোলা রাখতে হবে। পর্যায়ক্রমে ডাবল শিফটের কার্যক্রম বন্ধ করতে হবে। এ লক্ষ্যে ২০২৫ সালে ডাবল শিফটে ভর্তি না করে আগামী ৫ বছরের মধ্যে ডাবল শিফট শিক্ষা প্রতিষ্ঠানকে এক শিফটে নিয়ে আসা সম্ভব হবে।
সূত্র জানায়, বৈঠক শেষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ডাবল শিফটের বিদ্যালয় ৪৬৫টি বলা হলেও এর সংখ্যা আরও বেশি হতে পারে। আমরা চাইলে একবারে ডাবল শিফট বন্ধ করতে পারবো না। এটাকে পর্যযায়ক্রমে বন্ধ করতে হবে। যেসব প্রতিষ্ঠানে ডাবল শিফট রয়েছে সেসব প্রতিষ্ঠানে শনিবার বিদ্যালয় খোলা রেখে নতুন কারিকুলামের চাহিদা কিছুটা পুষিয়ে নেয়া যেতে পারে। এছাড়া ২০২৫ সালে ডাবল শিফট ভর্তি না করে পর্যযায়ক্রমে প্রতি বছর একটি শ্রেণিতে ডাবল শিফট বাতিল করে আগামী ৫ বছরের মধ্যে সব ডাবল শিফট শিক্ষা প্রতিষ্ঠান এক শিফটে পরিণত করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের হিসাবে, দেশে ডাবল শিফটের সরকারি বিদ্যালয় ১৬৫টি, বেসরকারি এমপিওভুক্ত বিদ্যালয় ২২২টি এবং নন-এমপিও বিদ্যালয় রয়েছে ৪৬৪টি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স