
হাটহাজারীতে অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠান পুড়ে ছাই


হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় একটি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৬০ লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠান মালিক সাইফুল।
গতকাল বুধবার সকালে উপজেলার ইছাপুর ফয়জিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালের দিকে উপজেলার ৮নং মেখল ইউনিয়নের ইছাপুর ফয়জিয়া বাজারের ১নং ওয়ার্ড এলাকায় মো. সাইফুলের মালিকানাধীন ‘মধুবন সুইটস’ নামক প্রতিষ্ঠানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হলেও তার আগেই এই প্রতিষ্ঠানের সমস্ত আসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে সময় মতো আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় ওই প্রতিষ্ঠানের আশে পাশের অসংখ্যা ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায়।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান মালিক সাইফুল গতকাল বুধবার দুপুরের দিকে কাঁন্না জড়িত কন্ঠে এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। অগ্নিকাণ্ডের ঘটনায় আমার ৬০ লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার আবদুল মান্নান গতকাল বুধবার বেলা এগারটার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি আর ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো সম্ভব হবে বলেও জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ