ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না- মমতা রোডম্যাপকে স্বাগত জানাই-জোনায়েদ সাকি ইসির রোডম্যাপে খুশি বিএনপি-মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না

আনচেলত্তিকে নিয়ে অসন্তুষ্ট ব্রাজিল প্রেসিডেন্ট!

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০৯:২১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০৯:২১:৩০ অপরাহ্ন
আনচেলত্তিকে নিয়ে অসন্তুষ্ট ব্রাজিল প্রেসিডেন্ট!
রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে নিয়োগের ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, জাতীয় দলকে কোচিং করাতে বিদেশিদের প্রয়োজন নেই। গত সোমবার আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন আনচেলত্তি। ১৯৬৫ সালের পর সেলেসাওদের প্রথম বিদেশি কোচ তিনি। আগামী বছর বিশ্বকাপ জয়ের লক্ষ্যে দলকে প্রস্তুত করবেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। আনচেলত্তিকে নিয়োগ দিতে কম লড়াই করতে হয়নি ব্রাজিল ফুটবল ফেডারেশনকে। অবশেষে যখন রিয়ালের এই কোচকে পেয়ে গেল ব্রাজিল, তখনই রহস্যজনক মন্তব্য করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। চীনে সাংবাদিকদের লুলা বলেন, সত্যি বলতে, আমি বিদেশি হওয়া নিয়ে কিছু বলছি না... তবে আমি মনে করি, আমাদের দেশে এমন কোচ রয়েছেন, যারা সেলেসাওদের পরিচালনা করার যোগ্য। লুলার করা মন্তব্যের একটি ভিডিও ব্রাজিলিয়ান মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা নিয়ে আলোচনা শুরু হয়েছে লাতিন আমেরিকার দেশটিতে। আনচেলত্তির নিয়োগ অপছন্দ নাকি দেশীয় কোচদের সক্ষমতা বোঝাতে এমনটি বলেছেন লুলা, তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। ফুটবলের একজন আগ্রহী অনুসারী হিসেবে লুলা অতীতেও আনচেলত্তিকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, যা কয়েক বছর ধরেই আলোচনায় ছিল। ২০২৩ সালে লুলা বলেছিলেন, ‘তিনি (আনচেলত্তি) কখনোই ইতালির জাতীয় দলের কোচ ছিলেন না.. কেন ইতালির সমস্যাগুলো সমাধান করেন না, যে দল ২০২২ বিশ্বকাপেই কোয়ালিফাই করতে পারেনি?’ তবে গত মঙ্গলবার লুলা আনচেলত্তিকে ‘চমৎকার টেকনিশিয়ান’ হিসেবে বর্ণনা করেন লুলা। বলেন, ‘আমি আশা করি তিনি ব্রাজিল দলকে সাহায্য করতে পারবেন-প্রথমে বিশ্বকাপে কোয়ালিফাই করতে এবং তারপর সম্ভব হলে জয়ী হতে।’ ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা আঞ্চলিক লড়াইয়ে ব্রাজিল চতুর্থ স্থানে রয়েছে। ১৪ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সংগ্রহ ২১ পয়েন্ট। যা ইকুয়েডর, উরুগুয়ে এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে কম। উল্লেখ্য, লাতিন আমেরিকার শীর্ষ ৬ দল ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স