ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ চোখে অশ্রু-কণ্ঠে একরাশ হতাশা

ভারতে না ফেরার সিদ্ধান্ত নিলেন ফ্রেজার-ম্যাকগার্ক

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০৯:২০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০৯:২০:০১ অপরাহ্ন
ভারতে না ফেরার সিদ্ধান্ত নিলেন ফ্রেজার-ম্যাকগার্ক
আইপিএলের বাকি অংশ খেলতে ভারতে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। দ্বিতীয় বিদেশি খেলোয়াড় হিসেবে এ সিদ্ধান্ত নেন তিনি। এর আগে আগামী ১৭ মে থেকে পুনরায় শুরু হতে যাওয়া এই আসর থেকে প্রথম বিদেশি নাম হিসেবে সরে দাঁড়িয়েছেন চেন্নাই সুপার কিংসের ইংলিশ ক্রিকেটার জেমি ওভারটন। ফ্রেজার-ম্যাকগার্ককে ২০২৪ সালের মেগা নিলামে ৯ কোটি ভারতীয় রুপিতে (প্রায় ১.০৭ মিলিয়ন মার্কিন ডলার) দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিকে ইতোমধ্যেই না ফেরার বিষয়টি জানিয়ে দিয়েছেন অসি টপঅর্ডার। আইপিএলের গত আসরে মৌসুমের শেষ দিকে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে দিল্লির গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠেছিলেন ফ্রেজার-ম্যাকগার্ক। তবে এবার ব্যাট হাতে খারাপ পারফরম্যান্সের কারণে মৌসুমের মাঝপথেই দিল্লির কাছে কার্যত অপ্রয়োজনীয় হয়ে পড়েন তিনি। ২৩ বছর বয়সী এই ওপেনার দিল্লির হয়ে প্রথম ৬ ম্যাচে খেলেন। যার মধ্যে পাঁচ ম্যাচেই এক অঙ্কে আটকে যান। তার সর্বোচ্চ ইনিংস ছিল ৩৮ রানের।আর মোট রান মাত্র ৫৫। যে কারণে পরের ম্যাচগুলোতে তাকে বেঞ্চে বসিয়ে রাখা হয়। পারফরম্যান্স খারাপ হলেও ফ্রেজার-ম্যাকগার্কের না ফেরার সিদ্ধান্ত দিল্লির নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ প্লে-অফের দৌড়ে থাকা ফ্র্যাঞ্জাইজিটি তাদের প্রথম একাদশে থাকা একাধিক বিদেশি খেলোয়াড়কে ফেরানোর বিষয়ে এখনো অনিশ্চিত। অনিশ্চয়তার তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসার মিচেল স্টার্ক এবং দক্ষিণ আফ্রিকার দুই খেলোয়াড় ফাফ ডু প্লেসি ও ট্রিস্টান স্টাবস। স্টাবস দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের সদস্য। ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশ নিতে দলের সঙ্গে ইংল্যান্ড সফরে যাওয়ার কথা তার। ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) জানিয়েছে, যারা এই ফাইনালে অংশ নেবে, তাদের প্রাথমিক এনওসি অনুযায়ী ২৫ মে পর্যন্তই আইপিএলে খেলার অনুমতি আছে, যেটি আইপিএলের প্রাথমিক নির্ধারিত ফাইনাল তারিখ। পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা না হলে, অর্থাৎ স্বাভাবিকভাবে আইপিএল চললে ২৫ মে ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হওয়ার কথা ছিল। তবে পাকিস্তানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার জেরে এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হওয়ায় গতকাল নতুন সূচি ঘোষণা করে আইপিএল কর্তৃপক্ষ। নতুন সূচি অনুসারে, মাঝখানে ৯ দিন বিরতির পর আগামী ১৭ মে থেকে ফের শুরু হতে যাচ্ছে আইপিএলের এবারের আসর। যার ফাইনাল ৩ জুন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ