২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয়ার পরই ব্রাজিলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তখনকার কোচ তিতে। এরপর থেকেই ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) চেষ্টা চালিয়ে যাচ্ছে, রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে নিজেদের কোচ হিসেবে পাওয়ার। আনচেলত্তিকে না পাওয়া পর্যন্ত ফার্নান্দো দিনিজকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেয়া হয়। এরপর আনচেলত্তি যখন ‘না’ করে দেন ব্রাজিলকে, তখন দরিভাল জুনিয়রকে কোচ হিসেবে নিয়োগ দেয় ব্রাজিল। কিন্তু দরিভালের হাত ধরেও ভাগ্য ফেরেনি ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। যে কারণে দরিভালকেও বরখাস্ত করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন এবং আবারও আনচেলত্তির দ্বারস্ত হয় ব্রাজিলিয়ান ফুটবল কর্মকর্তারা। নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে ব্রাজিল ফুটবলে কোচ হিসেবে নিয়োগ পেলেন আনচেলত্তি। প্রায় আড়াই থেকে তিন বছরের প্রচেষ্টার পর ইতালিয়ান এই কোচের মন পেতে হলো ব্রাজিলকে। তবে, এর পেছনে যে বড় একটি অর্থনৈতিক কারণও নিহিত, সেটা বলাই বাহুল্য। ব্রাজিল ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবল কোচ এখন কার্লো আনচেলত্তি। এমনকি তিতে, দরিভাল জুনিয়ররা যে পারিশ্রমিক পেতেন তারও দ্বিগুণ পারিশ্রমিক দেয়া হচ্ছে আনচেলত্তিকে। ফুটবল বিষয়ক বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোর উদ্বৃতি দিয়ে জানিয়েছেন, আনচেলত্তিকে বছরে ১০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দেবে সিবিএফ। ১০ মিলিয়ন ইউরোকে ১২ দিয়ে ভাগ করলে যা হয়, তাই মাসিক পারিশ্রমিক হিসেবে পাবেন নতুন ব্রাজিল কোচ। রিয়াল মাদ্রিদেও সর্বশেষ এই পারিশ্রমিক পেতেন তিনি। গ্লোবো জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের শেষ পর্যন্ত আপাতত দায়িত্ব পালন করবেন আনচেলত্তি। চুক্তির শর্ত অনুযায়ী ২০২৬ বিশ্বকাপ যদি আনচেলত্তি জেতাতে পারেন, তাহলে বোনাস হিসেবে ৫ মিলিয়ন ইউরো পাবেন তিনি। ২০২৩ সালেও যখন আনচেলত্তির সঙ্গে আলোচনা চলছিলো, তখন এই প্রস্তাব তাকে দেয়া হয়েছিল। বেতন-বোনাসের বাইরেও উপরি পাওনা আছে আনচেলত্তির জন্য। রিও ডি জেনিরোয় আনচেলত্তি থাকবেন যে অ্যাপার্টমেন্টে, সেটা হবে বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্ট। তার পুরো অর্থ বহন করবে ব্রাজিল ফুটবল ফেডারেশন। তিনি বিদেশ ভ্রমণের জন্য সিবিএফের কাছ থেকে পাবেন একটি প্রাইভেট জেট। আনচেলত্তি পাবেন একটি আন্তর্জাতিক স্বাস্থ্য বিমাও। সঙ্গে একটি জীবন বিমাও পাবেন তিনি। আনচেলত্তি ব্রাজিল দলের কোচ হিসেবে প্রথম প্রকাশ্যে আসবেন আগামী ২৬ মে। সেদিন ব্রাজিলে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন, এরপর তিনি পেরু ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য দলও ঘোষণা করবেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

ব্রাজিলে যেসব সুবিধা পাবেন আনচেলত্তি
- আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০৮:৩৬:৩২ অপরাহ্ন
- আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০৮:৩৬:৩২ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ