ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া ছেলেকে স্কুলে ভর্তি করাতে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব নিজের অভিনীত সিনেমা দেখে আবেগে কেঁদে দিলেন ‘দ্য রক’ জটিল রোগে ভুগছেন জাংকুক সরকারের ওপর চাপ বেড়েছে ঋণ পরিশোধের কোনো ব্লেম নিতে রাজি নই শেষ পর্যন্ত যুদ্ধ করবো-সিইসি ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী আটক ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আহ্বান অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের হাইকোর্টের আদেশ স্থগিত ডাকসু নির্বাচনে বাধা নেই তিন প্যানেলের ইশতেহার ঘোষণা সবারই প্রতিশ্রুতি নারীবান্ধব ক্যাম্পাস ডাকসু নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না : ছাত্রদল হলত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রভাব: চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়ালো

আইপিএলে চিয়ারলিডারদের নাচ-গান বন্ধ রাখার পরামর্শ গাভাস্কারের

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০৮:৩৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০৮:৩৫:৫৬ অপরাহ্ন
আইপিএলে চিয়ারলিডারদের নাচ-গান বন্ধ রাখার পরামর্শ গাভাস্কারের
ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাতের কারণে এক সপ্তাহের জন্য স্থগিত থাকা আইপিএল ফের শুরু হচ্ছে আগামী ১৭ মে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মধ্যকার ম্যাচ দিয়ে পুনরায় শুরু হবে আইপিএলের ১৮তম সংস্করণের বাকি অংশের খেলা। ম্যাচটি হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। আইপিএলে আরও ১৬টি ম্যাচ বাকি। এসব ম্যাচে উচ্চ শব্দে গান বা চিয়ারলিডারদের নাচ এড়িয়ে চলার জন্য আইপিএল কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং সংঘর্ষে প্রাণ হারানো ব্যক্তিদের প্রিয়জনদের প্রতি সম্মান দেখাতেই এমন পরামর্শ তার। ‘স্পোর্টস টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘আমি যা দেখতে চাই তা হলো... আমরা প্রায় ৬০টি ম্যাচ ইতিমধ্যেই দেখে ফেলেছি। এখন শেষের দিকের ১৫ বা ১৬টি ম্যাচ বাকি। আমি আন্তরিকভাবে আশা করি, যা ঘটেছে এবং যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে, তাদের সম্মানে যেন কোনো গান না বাজে। ওভারের মাঝখানে যেন ডিজে চিৎকার না করে।’ তিনি আরও বলেন, ‘এসব কিছু বাদ দিন। খেলা হোক। দর্শকরা আসুক। বাকি টুর্নামেন্টটা যেন নিঃশব্দভাবে সম্পন্ন হয়। কোনো মেয়েদের নাচ নয়, কিছু না। কেবল খেলা হোক - এটিই হবে সেই পরিবারগুলোর প্রতি শ্রদ্ধা জানানো যারা তাদের আপনজন হারিয়েছে।’ ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি বিসিসিআইয়ের টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্তকেও সমর্থন জানিয়েছেন। কারণ সেই সময়ের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে খেলাধুলার কোনো স্থান ছিল না বলে তিনি মনে করেন। গাভাস্কার বলেন, ‘স্থগিত করার সিদ্ধান্তটি হঠাৎ এসেছিল, কিন্তু পুরোপুরি সঠিক ছিল। কারণ সেই সময়ে যে পরিস্থিতি ছিল, সেখানে খেলাধুলার কোনো জায়গা ছিল না। তবে এখন যুদ্ধবিরতি হয়েছে, তাই আমি মনে করি টুর্নামেন্ট আবার শুরু হবে।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স