ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫ , ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
তালতলীতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগের সভাপতিসহ ১৮১ জনের বিরুদ্ধে মামলা দায়ের ওভালে রুদ্ধশ্বাস নাটকীয়তা, সিরিজে সমতা আনল ভারত মুকিমের আঁটসাঁট বোলিংয়েই ওয়েস্ট ইন্ডিজকে ফের হটিয়ে সিরিজ পাকিস্তানের মেসির ইনজুরি, মাঠের বাইরে থাকতে হতে পারে তিন থেকে চার সপ্তাহ বাংলাদেশ টেবিল টেনিসে থাইল্যান্ডের ২৫ বছর বয়সী কোচ স্মিথ ছিটকে পড়ায় টেস্ট দলে সুযোগ পেলেন ফকস ভারত সফরে আসছেন মেসি, কোহলি-টেন্ডুলকারদের সঙ্গে মাঠে নামার প্রস্তুতি পালমারে জিদানের ছায়া দেখছেন নেভিন, রোনালদো-মেসির সঙ্গে তুলনায় আপত্তি এশিয়া কাপের আগে ডাচ পরীক্ষা, সব ম্যাচই সিলেটে আটাবের কার্যনির্বাহী কমিটি বাতিল, প্রশাসক নিয়োগ ৩৭০ ধারা বিলোপের পর জম্মু কাশ্মীরে অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন মাইলস্টোনে স্কুল কার্যক্রম শুরু হয়নি, কলেজে ভর্তি চলছে গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, বাবা-মা দগ্ধ ৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউতে বর্ণাঢ্য আয়োজন শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবো না -মির্জা ফখরুল জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত তিন মাসেও স্বাস্থ্য খাতে সুপারিশ বাস্তবায়ন নেই মুজিববাদী সংবিধান আর রাখতে চাই না-সারজিস শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার-অ্যাটর্নি জেনারেল প্রথম সাক্ষ্য দিলেন গুলিতে মুখাবয়ব হারানো খোকন চন্দ্র

‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গান নিয়ে যা বললেন সামান্থা

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ১১:১৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ১১:১৬:১৩ অপরাহ্ন
‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গান নিয়ে যা বললেন সামান্থা
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। প্রথমবারের মতো ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে কোমর দুলিয়েছেন তিনি। ২০২১ সালের ১০ ডিসেম্বর ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার এই গানের একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের এই গান মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে আসে। সামান্থার এই আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয়। তারপর ৮-৮০ বছর বয়সি মানুষও এই গানে নেচেছেন। তুমুল জনপ্রিয় এই গান নিয়ে কথা বলেছেন সামান্থা। গালাতা ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এই তারকা। সামান্থা রুথ প্রভু বলেন, “এমন বিশেষ একটি গানের জন্য আমাকে কে ভাববে? তাও যে গানটিতে সত্যি আমাকে আকর্ষণীয় দেখাতে হবে! আমি সবসময়ই সুন্দর, পাশের বাড়ির মেয়ের মতো অভিনয় করতাম। এটি কেবল কোরিওগ্রাফির বিষয় নয়। বরং এটি একটি সাহসী, আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব।” গানটিতে কেবল নাচের বিষয়ই ছিল না। বরং আচরণগত ব্যাপারও ছিল। তা জানিয়ে সামান্থা বলেন, “এটি কেবল নাচের বিষয় ছিল না। এটি আচরণেরও ব্যাপার ছিল। একজন নারী যে স্বভাবে উগ্র, আত্মবিশ্বাসী এবং যৌনতায় স্বাচ্ছন্দ্যবোধ করেন। অথচ এ সবের কিছুই আমার মধ্যে নেই।” নিজেকে আবেদনময়ী মনে করেন না সামান্থা। তার ভাষায়, “আমি আমার জীবনে, কখনো নিজেকে সুন্দরী, আবেদনময়ী নারী মনে করিনি। আমার মনে হয়, ‘ও ও আন্তাভা’ আমার জন্য একটি সুযোগ ছিল।” গানটির প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে সামান্থা রুথ প্রভু বলেন, “প্রথম শটে ৫০০ জুনিয়র আর্টিস্টের সামনে নেচেছিলাম। সত্যি বলতে আমি খুবই নার্ভাস ছিলাম।” জনপ্রিয়তার কথা চিন্তা করে এ সিনেমার দ্বিতীয় পার্ট নির্মাণ করেছেন পরিচালক সুকুমার। গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় এটি। এ সিনেমায়ও আইটেম গান রাখা হয়েছে। সিক্যুেয়লটির আইটেম গানেও সামান্থাকে নাচের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু রাজি হননি ৩৮ বছরের সামান্থা। তার পরিবর্তে নেওয়া হয় শ্রীলীলাকে। সামান্থার মতো আলোড়ন তুলতে না পারলেও প্রশংসা কুড়ান শ্রীলীলা। বক্স অফিসেও দারুণ সাড়া ফেলে সিনেমাটি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ