ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

ক্ষমা চাইলেন রিশাদ হোসেন

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৭:১৫:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৭:১৫:৫৪ অপরাহ্ন
ক্ষমা চাইলেন রিশাদ হোসেন
প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়েছিলেন রিশাদ হোসেন। কিন্তু পাকিস্তান ফ্র্যাঞ্জাইজি লিগে প্রথম মৌসুমেই বাজে অভিজ্ঞতা হলো এই টাইগার লেগস্পিনারের। খেলার মাঠে সবকিছু ঠিকঠাকই ছিল। লাহোর কালান্দার্সের হয়ে রিশাদও ভালো খেলেছেন। ৫ ম্যাচে শিকার করেছেন ৯ উইকেট। কিন্তু বিপত্তি বাধিয়েছে যুদ্ধ। রিশাদরা যখন খেলায় মত্ত, তখনই শুরু হয় পাকিস্তান-ভারত সামরিক উত্তেজনা। দু’দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। সংঘাতের জেরে গত শুক্রবার এক সপ্তাহের জন্য স্থগিত করা হয় আইপিএল। কয়েক ঘণ্টা পর পিএসএল মুলতবি ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওইদিন রাতেই বিদেশি ক্রিকেটারদের আরব আমিরাত সরিয়ে নেয় পিসিবি। দুবাই বিমানবন্দরে অবতরণ করে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় পাকিস্তানে বিভীষিকাময় দিনগুলোর অভিজ্ঞতা বর্ণনা করেন বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন। সাক্ষাৎকারে পাকিস্তানের সার্বিক পরিস্থিতি ও লাহোরে কালান্দার্সে তার সতীর্থদের আতংক নিয়ে কথা বলতে গিয়ে বেফাঁস মন্তব্য করেন রিশাদ। ২২ বছর বয়সী এই স্পিনারের মন্তব্য নিয়ে ক্রিকেটপাড়ায় শুরু হয় আলোচনা-সমালোচনা। সতীর্থ ড্যারিল মিচেল ও টম কারেনকে নিয়ে করা সেই মন্তব্যের জেরে এবার ক্ষমা চেয়েছেন রিশাদ। ফেসবুকে এক পোস্টে কারেন ও মিচেলের কাছে নিঃশর্ত ক্ষমা চান তিনি। রিশাদ লেখেন, ‘আমি জানি, আমার একটি সাম্প্রতিক মন্তব্য বিভ্রান্তির সৃষ্টি করেছে এবং দুর্ভাগ্যবশত এটি মিডিয়াতে ভুলভাবে উপস্থাপিত হয়েছে। যার ফলে একটি ভুল ধারণা তৈরি হয়েছে।’ তিনি আরও লেখেন, ‘এই মন্তব্যটি আমি বাংলাদেশের কয়েকজন সাংবাদিকের সাথে দুবাই বিমানবন্দরে ট্রানজিট অবস্থায় একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকারে দিয়েছিলাম। মন্তব্যটি পূর্ণ প্রেক্ষাপট ছাড়া ছিল এবং অনিচ্ছাকৃতভাবে অনুভূতিগুলোকে অতিরঞ্জিত করে তুলেছিল।’ মিচেল-কারেনের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে রিশাদ লেখেন, ‘আমি যেকোনো ভুল বোঝাবুঝির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি ড্যারিল মিচেল এবং টম কারানকে নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করেছি। আমি আমার সতীর্থদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কালান্দার্স পরিবারের মূল্যবোধকে খুবই গুরুত্ব দিই। যেকোনো পরিস্থিতিতে আমরা একে অপরের পাশে থাকি।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর ফের পিএসএল শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। পিএসএল আবার শুরু হলে খেলার ইচ্ছে প্রকাশ করে রিশাদ বলেন, ‘আমি পাকিস্তান সুপার লিগ পুনরায় শুরু হলে আমার দলের সাথে যোগ দেওয়ার অপেক্ষায় আছি।’ এর আগে রিশাদ বলেছিলেন, ‘বিদেশি খেলোয়াড়দের মধ্যে স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, ডেভিস ভিসা, টম কারেন...তারা সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল। মিচেল আমাকে বলেছিল, সে আর কখনো পাকিস্তানে যাবে না। টম কারেন বাচ্চাদের মতো কাঁদছিল। তাকে দুই-তিনজন মিলে সামলাতে হয়েছিল।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ