ঢাকা , মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ , ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করতে আসা সেই রিকশাচালকের জামিন ধানমন্ডিতে আটক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি-ডিএমপি রিকশাচালক আজিজুর কিসের ভিত্তিতে আটক-জানতে চেয়েছে সরকার শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে টাকা-ফ্ল্যাট দেওয়ার ঘটনা তদন্তে দুদককে লিগ্যাল নোটিশ আইন উপদেষ্টার বক্তব্য চিকিৎসকদের পেশাদারিত্বের ওপর আঘাত-ডা. রফিকুল না ভোট রাখার প্রস্তাব দেয়নি বিএনপি-নজরুল ইসলাম খান জুলাই সনদ নিয়ে ২০ আগস্টের মধ্যে মত জানাবে বিএনপি সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে সক্রিয় হচ্ছে বিএনপি রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় বাংলাদেশ-নিরাপত্তা উপদেষ্টা পোরশায় উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন -উপদেষ্টা রিজওয়ানা দেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে -তারেক রহমান কর্মকর্তারা কোনো দলের লেজুড়বৃত্তি করতে পারবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যবসা-বাণিজ্যের বিরোধ মীমাংসায় পৃথক আদালতের প্রস্তাব প্রধান বিচারপতির একনেকে ১১ প্রকল্প অনুমোদন ব্যয় ৯৩৬১ কোটি টাকা যুক্তরাষ্ট্র-ভারত শুল্ক আলোচনা বাতিল বন্দরে বিদেশি অপারেটরের বিরোধিতা নয়, সমর্থন করা উচিত: বিকেএমইএ’র সভাপতি মশক নিধনের বাজেট বাড়লেও মশা কমছে না রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে জল্পনা-কল্পনা

কোহলির পর অবসরের ইঙ্গিত দিলেন রোহিত

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৭:১৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৭:১৫:০২ অপরাহ্ন
কোহলির পর অবসরের ইঙ্গিত দিলেন রোহিত
২০২৪ সালের জুনে ভারতকে বিশ্বকাপ জিতিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন রোহিত শর্মা। এরপর গেল কয়েকদিন আগে টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়ান ‘হিটম্যান’ খ্যাত ভারতীয় ডানহাতি ব্যাটার। টেস্ট অবসর ঘোষণা করে দেওয়া সোস্যাল মিডিয়া পোস্টে রোহিত জানান, তিনি ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন। তবে কতদিন ৫০ ওভারের ফরম্যাটে খেলবেন, সেটি জানাননি। যে কারণে ভক্তদের কৌতূহল থেকেই যায়। রোহিতের বর্তমান মানসিকতা বিবেচনায় বোঝাই যাচ্ছে যে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে চোখ রয়েছে তার। যদিও রোহিত নিজে কী চাইছেন সেটা বড় কথা নয়, বিসিসিআই তথা জাতীয় নির্বাচকরা রোহিতকে নিয়ে কী ভাবছেন, সেটাই গুরুত্ব পায় সবার আগে। এমন পরিস্থিতিতে রোহিত নিজের ওয়ানডে ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে একটি বার্তা দেন। কবে ৫০ ওভারের ফরম্যাটকে বিদায় বলবেন সেটা বুঝিয়ে দেন নিজের কথায়। ভারতীয় সাংবাদিক বিমল কুমারের সঙ্গে আলোচনায় রোহিত জানান, তিনি এখনও দলে অবদান রাখতে পারছেন বলে মনে করেন। রোহিত বলেন, ‘আমি যেভাবে খেলতে অভ্যস্ত, সেভাবেই খেলবো। আগে আমি প্রথম ১০ ওভারে ৩০টা বল খেলে ১০ রান করতাম। তবে এখন যদি আমি ২০টা বল খেলি তাহলে আমার মনে হয় যে, ৩০-৩৫ এমনকি ৪০ রান তুলতে পারব না কেন? যেদিন ব্যাট চলে, ১০ ওভারে ৮০ রান মন্দ কী? এখন আমার দৃষ্টিভঙ্গি এমনটাই।’ রোহিত আরও বলেন, ‘আমি এমনটা আগেও করেছি। আসলে এখন আমি ভিন্নভাবে ক্রিকেট খেলতে চাই। আমি কোনও কিছুকেই নিশ্চিত বলে ধরে নিচ্ছি না। এমনটা নয় যে, আমি ২০-৩০ রান করব এবং খেলা চালিয়ে যাব। যেদিন আমার মনে হবে যে, আমি যেটা করতে চাইছি, মাঠে সেটা করতে পারছি না, সেদিন খেলা ছেড়ে দেব। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে, আমি যেটা করছি, সেটা দলের কাজে লাগছে।’ এখনও পর্যন্ত ভারতের হয়ে ২৭৩টি ওয়ানডে খেলেছেন রোহিত। ২৬৫ ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেছেন ১১১৬৮ রান। ৩২টি সেঞ্চুরির পাশাপাশি তার রয়েছে ৫৮টি হাফসেঞ্চুরি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ