ঢাকা , সোমবার, ২৩ জুন ২০২৫ , ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নগর ভবন খুলে দেবেন ইশরাকের সমর্থকরা এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্ত শতভাগ ঐকমত্য হবে না : নুর কিছু বিষয় ‘অমীমাংসিত’ সব দলকে ছাড় দেয়ার আহ্বান আলী রিয়াজের প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত জামায়াত-এনসিপি সায় নেই বিএনপির সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন প্রধানমন্ত্রী সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ল ১০ হাজার কোটি টাকা ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপদেষ্টা পরিষদে অনুমোদন যুক্তরাষ্ট্র কি ইরাকের ভুল এবার ইরানে করছে-প্রশ্ন চীনের আমরা ইসরায়েলের জন্য সব হুমকি গুঁড়িয়ে দিয়েছি-ট্রাম্প পুতিনের সঙ্গে আলোচনায় বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তুললেন মার্কিন আইনপ্রণেতারা যুক্তরাষ্ট্রের নির্লজ্জ আগ্রাসন এর নিন্দা জানিয়েছে হামাস যুক্তরাষ্ট্রের হামলায় সংঘাতের তীব্রতা বাড়ার শঙ্কা জাতিসংঘের চট্টগ্রামে করোনায় ২ জনের মৃত্যু কুমিল্লায় কোভিড ও ডেঙ্গুতে ঝরলো ২ প্রাণ সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা বোর্ডের সামনে বিক্ষোভ ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যে স্বস্তি এসেছে- আমির খসরু ভারতীয় ‘রিপাবলিক বাংলা’ টিভির সম্প্রচার বন্ধে হাইকোর্টের রুল ১৮ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

ইয়ামালের প্রশংসায় ফ্লিক

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৭:১৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৭:১৩:৩২ অপরাহ্ন
ইয়ামালের প্রশংসায় ফ্লিক
আন্তর্জাতিক আইনে ১৮ বছরের কম বয়সী সবাইকে শিশু বলে ধরা হয়। সে হিসেবে বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামালও একটি শিশু। তবে ফুটবল মাঠে ইয়ামাল যা করে দেখাচ্ছেন, তা একজন পূর্ণবয়স্ক ফুটবলারও পারেন কি না সন্দেহ। অর্থাৎ বয়সের দিক থেকে ইয়ামাল শিশু হলেও কাজের দিক থেকে তিনি মোটেও তেমন নন। বার্সা কোচ হানসি ফ্লিক ইয়ামালকে পারফরম্যান্স দিয়েই বিচার করেন। যে কারণে তার ভাবনায় বয়স গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। ফলে ইয়ামালকে শিশুও বলতে চান না তিনি। গত রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের শেষ এল ক্লাসিকোয় ইয়ামালের পরিপক্ক পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন ফ্লিক। রিয়ালের বিপক্ষে ৪-৩ গোলে জিতে লা লিগা শিরোপার দোরগোড়ায় পৌঁছাতে বার্সাকে সাহায্য করেন ইয়ামাল। ১৭ বছর বয়সী ইয়ামাল বার্সার দ্বিতীয় গোলটি করেন। বক্সের ঠিক ভেতর থেকে এক দারুণ শটে বল জালে জড়ান। শুরুতেই ২-০ গোলে পিছিয়ে পড়া বার্সা তার গোলেই ২-২ সমতায় ফেরে। কাতালানদের হয়ে প্রথম গোলটি করেছিলেন এরিক গার্সিয়া। সংবাদ সম্মেলনে ইয়ামাল সম্পর্কে প্রশ্ন করা হলে ফ্লিক বলেন, ‘সে আর কোনো শিশু নয়। ও দারুণ করছে। তার আত্মবিশ্বাস আছে। সে নিজের সামর্থ্যে বিশ্বাস রাখে। পাশাপাশি সে খুব বুদ্ধিমানও। আজ তার গোল আমাদের ম্যাচে ফিরিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ এক গোল। ১৭ বছর বয়সে এটা সত্যিই অসাধারণ। আমরা তার কাছ থেকে ঠিক এটাই চাই।’ লা লিগা জয়ের জন্য বার্সার প্রয়োজন আর মাত্র দুই পয়েন্ট। তারা আগামী বৃহস্পতিবার স্থানীয় প্রতিপক্ষ এস্পানিয়লের মাঠেই শিরোপা উদযাপন করতে পারে কিংবা আগামীকাল বুধবারই তা সম্ভব, যদি রিয়াল মায়োর্কার বিপক্ষে পয়েন্ট হারায়। লিগ শিরোপা নিশ্চিত ধরে নেওয়া নিয়ে প্রশ্নের জবাবে ফ্লিক বলেন, ‘না, এটা ফুটবল। আপনি জানেন না কী হতে যাচ্ছে। তবে আমরা ভালো অবস্থানে আছি। আমাদের আর ২ পয়েন্ট দরকার। আমরা তা যত দ্রুত সম্ভব নিশ্চিত করতে চাই।’ যদি বার্সা শিরোপা নিশ্চিত করতে পারে, তাহলে এটি হবে তাদের ঘরোয়া ট্রেবল। ফ্লিকের দল এরই মধ্যে স্প্যানিশ সুপারকাপ এবং কোপা দেল রে জিতেছে - দুটি ফাইনালেই তারা রিয়ালকে হারিয়েছে। তবে চ্যাম্পিয়ন্স লিগে বার্সা ব্যর্থ হয়েছে। ইন্টার মিলানের বিপক্ষে দুই লেগে ৭-৬ ব্যবধানে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। তবুও ইউরোপে তারা সবচেয়ে উপভোগ্য দলগুলোর একটি। ফ্লিক বলেন, আপনারা (সাংবাদিকরা) এই প্রশ্নের উত্তর দিতে পারেন, ‘যখন জিজ্ঞাসা করা হয় বার্সা কি ইউরোপের সবচেয়ে বিনোদনমূলক দল কিনা। আমার কাছে এটা সব সময় মজার নয়। অনেক সময় আমি অনেক কষ্ট পাই। তবে আমি খুশি, কারণ আমরা যা করছি তা অসাধারণ। ফুটবল ভুলের খেলা, তাই আমরা চাই এই ভুলগুলো কমিয়ে আনতে।’ প্রায়ই দেখা যায়ম বার্সা শুরুতেই গোল হজম করে বসে। রিয়ালের বিপক্ষেও তাই হয়েছে। সেটি ডিফেন্সে ভুলের কারণে। এই ভুলগুলোই আগামী মৌসুমে উন্নতির জন্য ফ্লিকের মূল লক্ষ্য। আক্রমণে বার্সা যেমন দুর্দান্ত - ৩৫ ম্যাচে ৯৫ গোল। তেমনি রক্ষণের দুর্বলতা স্পষ্ট। যেখানে তারা হজম করেছে ৩৬টি গোল। ফ্লিক বলেন, ‘আমাদের অনেক কিছুতেই উন্নতি করতে হবে। বিশেষ করে রক্ষণভাগে। হয়তো আমাদের আরও স্থিতিশীল হওয়া উচিত। তবে এটি শুধু শেষ লাইনের দোষ নয়। যখন আমরা ভুল করি, রিয়ালের দুর্দান্ত আক্রমণভাগ রয়েছে, তারা দ্রুত পাল্টা আক্রমণে যায় এবং আমাদের সেন্টার ব্যাকদের পেছনের জায়গা ব্যবহার করে।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স