ঢাকা , সোমবার, ১২ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জগন্নাথপুরে সমলয়ে আবাদকৃত বোরো ধান কর্তন উৎসব কালীগঞ্জে এবছর বোরো ধানের বাম্পার ফলনে খুশি কৃষক সাতাশ পর্যন্ত টাইগারদের দায়িত্ব পাচ্ছেন টেইট ক্ষমা চাইলেন রিশাদ হোসেন টেস্ট থেকে অবসর নিলেন বিরাট কোহলি কোহলির পর অবসরের ইঙ্গিত দিলেন রোহিত আইপিএল শুরু হলেও ফিরছেন না অষ্ট্রেলিয়ান ক্রিকেটাররা রিয়ালের সাথে জয় পেলো বার্সা ইয়ামালের প্রশংসায় ফ্লিক ওয়েস্টহ্যামের কাছে হারের স্বাদ পেলো ম্যানইউ অভিযোগ-দুর্নীতির তথ্য জানাতে নতুন ব্যবস্থা সহযোগী শাহরিয়ার বিপ্লব এখনও অধরা রংপুরে ২৯ হাজার গ্রাহকের ১২১ কোটি টাকা লোপাট জাতীয় পার্টির নিবন্ধন বাতিল দাবি গণঅধিকার পরিষদের নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে-আসিফ নজরুল পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা অনলাইনেও নিষিদ্ধ হচ্ছে আ’লীগ, বন্ধ সব পেজ ৭৮ জনকে পুশইন ভারতের নৌবাহিনীর আওয়ামী লীগকে স্থায়ী নিষিদ্ধসহ ৩ দাবি তীব্র তাপদাহে দুর্বিষহ জনজীবন

ওয়েস্টহ্যামের কাছে হারের স্বাদ পেলো ম্যানইউ

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৭:১৩:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৭:১৩:০৬ অপরাহ্ন
ওয়েস্টহ্যামের কাছে হারের স্বাদ পেলো ম্যানইউ
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে এক টানা ১৮ বছর ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কাছে হারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। গত রোববার সেই গৌবর নিয়েই আবার ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্টহ্যামের মুখোমুখি হয় ম্যানইউ। তবে এবার রেড ডেভিলদের গৌরবকে ধুলোয় মিশিয়ে দিয়েছে ওয়েস্টহ্যাম। গত রোববার ওয়েস্টহ্যামের কাছে ২-০ গোলে হেরে গেছে ম্যানইউ। অর্থাৎ প্রিমিয়ার লিগে ১৮ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম জয় পেল ওয়েস্টহ্যাম। চলতি মৌসুমে ইউরোপা লিগ ফাইনালিস্ট ম্যানইউর বিপক্ষে গোল করেন ওয়েস্টহ্যামের টমাস সউচেক এবং জারড বাউয়েন। এই মৌসুমের লিগের পেছনের দিকে থাকা দলগুলোর মধ্যে অন্যতম ওয়েস্টহ্যাম টানা ৮ ম্যাচের জয়হীন ধারা ভেঙে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে উঠে এসেছে। অন্যদিকে ঘরের মাঠে পরাজিত ম্যানইউ ৩৯ পয়েন্ট নিয়ে নেমে গেছে ১৬তম স্থানে। মৌসুমে হাতে আছে মাত্র দুটি ম্যাচ। ২৬ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন সউচেক। বাম দিক দিয়ে দারুণ পাসিং মুভের শেষে মোহাম্মদ কুদুস গোলমুখে বল বাড়ালে সউচেক তা জালে ঠেলে দেন। সউচেক বলেন, ‘আমরা সবাই একসাথে ছিলাম, প্রতিটি বলের জন্য লড়েছি। দুর্দান্ত প্রেসিং করেছি। কেউ একজন প্রেস করতে গেলে, বাকিরা তাকে সাহায্য করছিল। কেউ বল হারালে, কেউই পেছনে ফিরে দাঁড়ায়নি। তিন দিন আগে আমার স্ত্রী আমাদের ছেলের জন্ম দিয়েছেন, এই গোলটা আমি তাকে উৎসর্গ করছি।’ এই মৌসুমে প্রিমিয়ার লিগে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউ ১২ বার প্রথমে গোল খেয়েছে। যা এক মৌসুমে তাদের সবচেয়ে বেশি এবং বর্তমানে টেবিলের ১৯তম স্থানে থাকা লেস্টার সিটির পরই সবচেয়ে বাজে রেকর্ড। ৫৭ মিনিটে ওয়েস্টহ্যামের দ্বিতীয় গোলটি করেন বাউয়েন। ম্যানইউর মিডফিল্ডে অসতর্কতার সুযোগে কুদুস সামনে এগিয়ে যান এবং তার শট অ্যারন ওয়ান-বিসাকার দিকে ছিটকে যায়। ওয়ান-বিসাকা বলটি বাউয়েনের সামনে বাড়িয়ে দেন, যেখান থেকে সহজেই গোলটি করেন বাউয়েন। ম্যানইউর মানুয়েল উগার্তে ভেবেছিলেন ওয়ান-বিসাকার ট্যাকলের পর ফাউল হবে। তাই তিনি মাঠেই বসে পড়েন। কিন্তু রেফারি বাঁশি না বাজানোয় ওয়েস্টহ্যাম আক্রমণ চালিয়ে যায় এবং গোল আদায় করে নেয়। ম্যানইউ আগামী ২১ মে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ইউরোপা লিগ ফাইনালে মুখোমুখি হবে। সেদিকেই এখন তাদের মূল লক্ষ্য। তবে গত রোববারের এই লজ্জাজনক হার স্পেনে অনুষ্ঠেয় সেই গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতিতে বড় ধাক্কা দিল। স্কাই স্পোর্টসকে ম্যানইউ অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ বলেন, ‘আমরা অনেক সুযোগ তৈরি করেছি, কিন্তু তা যথেষ্ট নয়। সুযোগগুলোকে গোল করতে হবে। আজকের দিনটা হতাশাজনক কারণ আমরা সেটা পারিনি। আমরা শুধু ইউরোপা লিগ ফাইনালের ওপর মনোযোগ দিতে পারি না। প্রতিটি ম্যাচেই সর্বোচ্চ চেষ্টা করতে হবে। প্রিমিয়ার লিগের এখন যেকোনো পয়েন্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’ এই ম্যাচে ওয়েস্টহ্যামের ৯টি শটের বিপরীতে ম্যানইউ পুরো ম্যাচে ২০টি শট নেয়, যার অনেকগুলোই ম্যাচের শেষ দিকে আসে। স্বাগতিকরা প্রচুর চেষ্টা করলেও ফিনিশিং ছিল দুর্বল। ওয়েস্টহ্যাম ওল্ড ট্র্যাফোর্ডে শেষবার জিতেছিল ২০০৬-০৭ মৌসুমের শেষ দিনে। যেদিন স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানইউ ১৬তম লিগ শিরোপা উদযাপন করেছিল।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স