ঢাকা , মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জগন্নাথপুরে সমলয়ে আবাদকৃত বোরো ধান কর্তন উৎসব কালীগঞ্জে এবছর বোরো ধানের বাম্পার ফলনে খুশি কৃষক সাতাশ পর্যন্ত টাইগারদের দায়িত্ব পাচ্ছেন টেইট ক্ষমা চাইলেন রিশাদ হোসেন টেস্ট থেকে অবসর নিলেন বিরাট কোহলি কোহলির পর অবসরের ইঙ্গিত দিলেন রোহিত আইপিএল শুরু হলেও ফিরছেন না অষ্ট্রেলিয়ান ক্রিকেটাররা রিয়ালের সাথে জয় পেলো বার্সা ইয়ামালের প্রশংসায় ফ্লিক ওয়েস্টহ্যামের কাছে হারের স্বাদ পেলো ম্যানইউ অভিযোগ-দুর্নীতির তথ্য জানাতে নতুন ব্যবস্থা সহযোগী শাহরিয়ার বিপ্লব এখনও অধরা রংপুরে ২৯ হাজার গ্রাহকের ১২১ কোটি টাকা লোপাট জাতীয় পার্টির নিবন্ধন বাতিল দাবি গণঅধিকার পরিষদের নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে-আসিফ নজরুল পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা অনলাইনেও নিষিদ্ধ হচ্ছে আ’লীগ, বন্ধ সব পেজ ৭৮ জনকে পুশইন ভারতের নৌবাহিনীর আওয়ামী লীগকে স্থায়ী নিষিদ্ধসহ ৩ দাবি তীব্র তাপদাহে দুর্বিষহ জনজীবন
তৌফিকা করিমের বিরুদ্ধে তদন্ত চলছে

সহযোগী শাহরিয়ার বিপ্লব এখনও অধরা

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৭:০৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৭:০৮:৫১ অপরাহ্ন
সহযোগী শাহরিয়ার বিপ্লব এখনও অধরা
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ‘বান্ধবী ও ব্যক্তিগত ক্যাশিয়ার হিসেবে পরিচিত’ তৌফিকা করিম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট  প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অনুসন্ধান শুরু করেছে সিআইডি। তৌফিকা করিম আইনপেশার সূত্রে সাবেক আইন মন্ত্রী আনিসুল হকের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে ওঠেন বলে সিআইডির ভাষ্য। আনিসুল হকের বাবার নামে প্রতিষ্ঠিত সিরাজুল হক  এসোসিয়েটস এর অন্যতম আইনজীবী এই তৌফিকা করিম। একই এসোসিয়েট’স এর আইনজীবী তৌফিকা করিমের সহযোগী অ্যাডভোকেট মো. শাহরিয়ার কবির বিপ্লব। সূত্রে জানা গেছে, সারাদেশের আদালত পাড়ায় বাণিজ্য, রায় বদল, এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে শাহরিয়ার কবির বিপ্লব বিপুল সম্পদের মালিক হয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে বিলাসবহুল বাড়ি, একাধিক ফ্ল্যাট, এবং স্ত্রীর নামে অঢেল সম্পদ গড়েছেন। এছাড়া, সাভারের সিংগাইর এলাকায় বিপ্লবের মালিকানাধীন একটি কটেজ থেকে রঙ্গমঞ্চ, জুয়া, এবং অনৈতিক কার্যকলাপ পরিচালিত হওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে সাবেক মন্ত্রী আনিসুল হকের হয়ে বিদেশে টাকা পাচার এবং বিভিন্ন সরকারি পদে নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগও রয়েছে। এ সকল কার্যক্রম তৌফিকা করিম এবং শাহরিয়ার কবির বিপ্লব উভয়ের যোগসাজশে সম্পন্ন করা হোত। সাবেক এই মন্ত্রীর ‘প্রত্যক্ষ মদদ ও প্রশ্রয়ে’ ক্ষমতার অপব্যবহার করে গড়ে তোলা ‘অবৈধ সিন্ডিকেট ও লুটপাটের সাম্রাজ্যের অন্যতম সদস্য এই বিপ্লব। সিআইডি বলছে, ২০১৪ সাল থেকে বিভিন্ন জেলা ও মহানগরীর অধস্তন আদালতে ‘খাতা পরিবর্তন, জালিয়াতি, পরীক্ষা না দিয়েও চাকরি প্রদান, বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা গ্রহণ’ করে তাদের জামিনসহ মামলার রায় পরিবর্তন করে দিতেন তৌফিকা করিম। ২০২০ সালে ঢাকার দায়রা জজ আদালত ও মুখ্য মহানগর হাকিম আদালতে অনিয়মের মাধ্যমে সাবেক মন্ত্রীর এলাকা আখাউড়া-কসবার ১৮ জন গাড়িচালক নিয়োগ দেয়ার ঘটনায় তৌফকা করিমের সঙ্গে শাহরিয়ার বিপ্লবের জড়িত থাকার অভিযোগ রয়েছে। তৌফিকা করিমের বিরুদ্ধে সিআইডি তদন্ত শুরু করলেও রহস্যজনক কারণে যাকে দিয়ে তৌফিকা করিম এসব কার্যকলাপ বাস্তবায়ন করতেন সেই শাহরিয়ার কবির বিপ্লব এখনও ধরা ছোয়ার বাহিরে রয়েছে। উল্লেখ্য ৫ ই আগস্ট এর পরে শাহরিয়ার বিপ্লবের সাভারের রঙ্গশালায় বিক্ষুদ্ধ জনতা হামলা করেছিল। এখনও পলাতক শাহরিয়ার বিপ্লব।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স