ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

কাশ্মির সংকটের স্থায়ী সমাধান চায় পাকিস্তান

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৪:১২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৪:১২:৪৭ অপরাহ্ন
কাশ্মির সংকটের স্থায়ী সমাধান চায় পাকিস্তান
ভারতের সঙ্গে ব্যাপক বিবাদপূর্ণ কাশ্মির সংকটের স্থায়ী সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবের পর পাকিস্তান বলেছে, তারাও কাশ্মির সংকটের স্থায়ী সমাধান চায়। রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক যুদ্ধবিরতির বোঝাপড়ায় সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র দেশগুলোর গঠনমূলক ভূমিকার কারণে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। মিত্রদের এই পদক্ষেপ প্রতিবেশী দুই দেশের উত্তেজনা প্রশমন ও আঞ্চলিক স্থিতিশীলতার পথে বড় ধরনের অগ্রগতি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জম্মু ও কাশ্মির সমস্যার সমাধানে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহকেও আমরা সাধুবাদ জানাই। কারণ এটি দীর্ঘদিনের এক বিরোধ; দক্ষিণ এশিয়াসহ বহির্বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্যও যার গভীর প্রভাব রয়েছে। তবে জম্মু ও কাশ্মির নিয়ে প্রতিবেশী ভারত-পাকিস্তানের দীর্ঘদিনের এই বিরোধের যেকোনও ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান অবশ্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবনা অনুযায়ী হতে হবে বলে জানিয়ে দিয়েছে ইসলামাবাদ। বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা অনুযায়ী এই সংকটের সমাধান করা হলে তা কাশ্মিরি জনগণের মৌলিক অধিকার—বিশেষ করে তাদের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকা নিশ্চিত হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার বিষয়ে পাকিস্তান অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে পাকিস্তান যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক অংশীদারত্ব আরও গভীর করার অপেক্ষায় আছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ