ঢাকা , সোমবার, ২৩ জুন ২০২৫ , ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নগর ভবন খুলে দেবেন ইশরাকের সমর্থকরা এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্ত শতভাগ ঐকমত্য হবে না : নুর কিছু বিষয় ‘অমীমাংসিত’ সব দলকে ছাড় দেয়ার আহ্বান আলী রিয়াজের প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত জামায়াত-এনসিপি সায় নেই বিএনপির সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন প্রধানমন্ত্রী সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ল ১০ হাজার কোটি টাকা ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপদেষ্টা পরিষদে অনুমোদন যুক্তরাষ্ট্র কি ইরাকের ভুল এবার ইরানে করছে-প্রশ্ন চীনের আমরা ইসরায়েলের জন্য সব হুমকি গুঁড়িয়ে দিয়েছি-ট্রাম্প পুতিনের সঙ্গে আলোচনায় বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তুললেন মার্কিন আইনপ্রণেতারা যুক্তরাষ্ট্রের নির্লজ্জ আগ্রাসন এর নিন্দা জানিয়েছে হামাস যুক্তরাষ্ট্রের হামলায় সংঘাতের তীব্রতা বাড়ার শঙ্কা জাতিসংঘের চট্টগ্রামে করোনায় ২ জনের মৃত্যু কুমিল্লায় কোভিড ও ডেঙ্গুতে ঝরলো ২ প্রাণ সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা বোর্ডের সামনে বিক্ষোভ ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যে স্বস্তি এসেছে- আমির খসরু ভারতীয় ‘রিপাবলিক বাংলা’ টিভির সম্প্রচার বন্ধে হাইকোর্টের রুল ১৮ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

কাশ্মির সংকটের স্থায়ী সমাধান চায় পাকিস্তান

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৪:১২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৪:১২:৪৭ অপরাহ্ন
কাশ্মির সংকটের স্থায়ী সমাধান চায় পাকিস্তান
ভারতের সঙ্গে ব্যাপক বিবাদপূর্ণ কাশ্মির সংকটের স্থায়ী সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবের পর পাকিস্তান বলেছে, তারাও কাশ্মির সংকটের স্থায়ী সমাধান চায়। রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক যুদ্ধবিরতির বোঝাপড়ায় সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র দেশগুলোর গঠনমূলক ভূমিকার কারণে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। মিত্রদের এই পদক্ষেপ প্রতিবেশী দুই দেশের উত্তেজনা প্রশমন ও আঞ্চলিক স্থিতিশীলতার পথে বড় ধরনের অগ্রগতি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জম্মু ও কাশ্মির সমস্যার সমাধানে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহকেও আমরা সাধুবাদ জানাই। কারণ এটি দীর্ঘদিনের এক বিরোধ; দক্ষিণ এশিয়াসহ বহির্বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্যও যার গভীর প্রভাব রয়েছে। তবে জম্মু ও কাশ্মির নিয়ে প্রতিবেশী ভারত-পাকিস্তানের দীর্ঘদিনের এই বিরোধের যেকোনও ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান অবশ্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবনা অনুযায়ী হতে হবে বলে জানিয়ে দিয়েছে ইসলামাবাদ। বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা অনুযায়ী এই সংকটের সমাধান করা হলে তা কাশ্মিরি জনগণের মৌলিক অধিকার—বিশেষ করে তাদের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকা নিশ্চিত হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার বিষয়ে পাকিস্তান অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে পাকিস্তান যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক অংশীদারত্ব আরও গভীর করার অপেক্ষায় আছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স