ঢাকা , শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
চাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে ৫ ছাত্রী বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে-গোলাম পরওয়ার দুর্গাপূজা ঘিরে পাশের দেশ মিথ্যাচার করছে- স্বরাষ্ট্র উপদেষ্টা লক্ষ্মী নারায়ণ জিও ঠাকুর মন্দিরে শ্রাবন্তী সরকার রিতুর আত্মার শান্তি কামনা প্রার্থনা সভা অনুষ্ঠিত ৮ আইনে সরাসরি মামলা নেবেন না আদালত ৪ আগস্টেই নতুন সরকার গঠনের প্রস্তুতিতে ড. ইউনূসের সঙ্গে কথা হয়-নাহিদ গণতন্ত্রের পথে ঐক্যবদ্ধ থাকতে হবে-তারেক রহমান আন্দোলনকারীদের ‘রাজাকারের নাতিপুতি’ বলেননি শেখ হাসিনা-রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ৭৭ অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪ আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি অহেতুক চাপ-মির্জা ফখরুল নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশসহ ৪ অধ্যাদেশ অনুমোদন সচিবালয়ে আবারও কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ বিএনপি-জামাত আন্দোলনের সময় রাস্তায় ছিল না:মুফতি ফয়জুল করীম প্রক্রিয়াজাত খাদ্যপণ্য শিল্প ঝুঁকিতে বিনিয়োগে স্থবিরতা এয়ার ইন্ডিয়া ফ্লাইট বিধ্বস্ত : বোয়িং ও হানিওয়েলের বিরুদ্ধে মামলা আফগানিস্তানে ইন্টারনেট বন্ধের ঘোষণা দিল তালেবান সরকার ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা, বড় ধর্মঘটের প্রস্তুতি গাজা নিয়ে চাপের মুখে যুক্তরাষ্ট্র নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান ও সৌদি আরব

শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান খসরুর

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৩:৫৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৩:৫৮:০১ অপরাহ্ন
শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান খসরুর
বাংলাদেশে শান্তি এবং সহনশীলতার পক্ষে শক্তিশালী বার্তা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি গতকাল রোববার চট্টগ্রামে বৌদ্ধ পূর্ণিমার শান্তি শোভাযাত্রায় অংশ নিয়ে বলেন, দেশের মানুষ আর অশান্তি চায় না। তারা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়, যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে এবং একত্রে দেশ ও সমাজ গড়বে। অশান্তির কালো ছায়া কাটিয়ে, শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে খসরু বলেন, গত ১৫-২০ বছর ধরে বাংলাদেশ অশান্তিতে ভুগছে। সমাজ, রাজনীতি এবং অর্থনীতি সব কিছুই ভেঙে পড়েছে। কিন্তু এখন সময় এসেছে নতুন সমাজ এবং শান্তিপূর্ণ দেশের জন্য কাজ করার। বৌদ্ধ পূর্ণিমার উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে তিনি এই বক্তব্য দেন। তিনি আরও বলেন, আমরা দেশে বিভাজনের রাজনীতি চাই না, বাংলাদেশ কখনো সংখ্যাগরিষ্ঠের রাজত্বের রাষ্ট্র হবে না। এই দেশ হবে সবার, এখানে বিভক্তির কোনো স্থান থাকবে না। আমীর খসরু বিশেষভাবে ভিন্নমতকে সম্মান জানিয়ে সহিষ্ণুতার ওপর গুরুত্ব দেন। বাংলাদেশে রাজনীতির ভিন্নতা থাকবে, কিন্তু আমাদের একে অপরের মতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সহনশীলতা এবং পরমত সহিষ্ণুতা আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ হওয়া উচিত,” বলেন তিনি। তিনি আরও বলেন, আজকের দিনে বাংলাদেশে শান্তির বাণী সবচেয়ে বেশি প্রযোজ্য, এবং এটাই দেশের মানুষের প্রয়োজন। রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে, এবং দেশের সব সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। খসরু বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমাদের লক্ষ্য হচ্ছে ধর্মীয় বৈষম্য ছাড়া একটি ঐক্যবদ্ধ সমাজ গড়া। বৌদ্ধ সম্প্রদায় বাংলাদেশের ঐতিহ্যের অঙ্গ, এবং তাদের সঙ্গে আমাদের সহাবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি রিটন কুমার বড়ুয়া। শোভাযাত্রাটি নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে শুরু হয় এবং বাংলাদেশের সবার জন্য শান্তি, সমৃদ্ধি এবং ঐক্য কামনা করে চলতে থাকে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ