ঢাকা , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাকসুর নির্বাচনি প্রচারণা শুরু ছড়াচ্ছে ডেঙ্গু, বেশি ঝুঁকিতে শিশুরা দেশজুড়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা জামায়াতের ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভ-অবরোধের ঘটনায় ৯০ জনের নামে পুলিশের মামলা বিক্ষোভে উত্তাল ভাঙ্গা রাজউকের পরিচালক মোবারকের সম্পদের পাহাড় আরও দুজনের জবানবন্দি শেষ হলে শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক শুরু তরুণরা সক্রিয় থাকলে কোনো সমস্যাই অমীমাংসিত থাকবে না হাসপাতাল ছেড়ে বাসায় গেলেন নুরুল হক নুর ইসিতে নির্বাচনের সরঞ্জাম সরবরাহ শুরু পদ্মাসেতুতে স্বয়ংক্রিয় টোল আদায় শুরু শিবিরের জয় বদলে দিচ্ছে রাজনীতির গতিপথ যশোর-৪ আসনে আলোচনার শীর্ষে খাজা মেহেদী শিকদার হত্যা মামলায় জামিনে বের হয়ে যুবক খুন বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা ও লাশ গুমের দায়ে দুজনের মৃত্যুদণ্ড ছাগলকাণ্ডে আলোচিত মতিউরকে দুদকে জিজ্ঞাসাবাদ নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে সজাগ থাকতে হবে-ডিএমপি কমিশনার বউ-শাশুড়ির মৃত্যু আহত ৮ ঢামেক হাসপাতালে জন্ম নেওয়া ছয় নবজাতকের ৫ জনের মৃত্যু ওসির পর গোয়ালন্দের ইউএনও বদলি

আগৈলঝাড়ায় চাঁদাবাজের হামলায় শিক্ষক হাসপাতালে ভর্তি

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ১২:০৩:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ১২:০৩:০৯ পূর্বাহ্ন
আগৈলঝাড়ায় চাঁদাবাজের হামলায় শিক্ষক হাসপাতালে ভর্তি
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আগৈলঝাড়া রত্নপুর ইউনিয়নের চাউকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে মাঠ ভরাট কাজে সরকারি বরাদ্দকৃত টাকা থেকে ওই বিদ্যালয়ের শিক্ষক ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিবের কাছে একই এলাকার প্রভাবশালী নুর আলম গত শুক্রবার সন্ধ্যায় চাঁদার দাবি করে। ওই শিক্ষক চাঁদা দিতে অস্বীকার করলে রাত ৯টার দিকে মারধর করে। আহত শিক্ষককে স্থানীয় লোকজন উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ঘটনায় শনিবার দুপুরে আগৈলঝাড়া থানায় একটি মামলা  দায়ের করা হয়েছে।স্থানীয় ও মামলাসূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের চাউকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট ও উন্নয়ন কাজের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ১ লক্ষ ১৫ হাজার টাকা বরাদ্দ দেন। ওই কাজের প্রকল্প বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনেহেনা এবং সদস্য সচিব করা হয় সহকারী শিক্ষক মো. আবুল কালাম মৃধাকে। বরাদ্দ পাবার পর থেকেই চাউকাঠি গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে প্রভাবশালী নুর আলম হাওলাদার বরাদ্দকৃত টাকা থেকে সদস্য সচিবের কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শুক্রবার রাতে চাউকাঠি বাজারের কাওছারের দোকেনের সামনে নুর আলম হাওলাদার ওই সহকারী শিক্ষক মো. আবুল কালাম মৃধাকে হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা গুরুতর আহত শিক্ষককে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনেহেনা বাদী হয়ে নুর আলমকে আসামী করে শনিবার দুপুরে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। এবিষয়ে প্রধান শিক্ষক হাসনেহেনা সাংবাদিকদের জানান, চাঁদাবাজ নুর আলম আমার শিক্ষককে মারধর করে গুরুতর আহত করেছে। আমি বাদী হয়ে নুর আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি।এব্যাপারে থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. অলিউর ইসলাম বলেন, শিক্ষকের উপর হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করা হবে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য