ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এক্সপ্রেসওয়েতে অবরোধ যানজট-ভোগান্তি বরিশালে সাবেক মেয়রসহ ১৯ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে দুদক ১৪ দিনে সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৫৬২ ডিএই’র পেঁয়াজ বীজ সরবরাহ করেনি বঙ্গ এগ্রোটেক ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল এসআই প্রত্যাহার মুরাদনগরে ২ সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার রাজধানীতে ছুরিকাঘাতে আহত ৩ হাসপাতালের বারান্দায় জন্ম দুই নবজাতকের একজনের মৃত্যু আনুপাতিক ভোট পদ্ধতিতে নেতা তৈরি হবে না- রিজভী দক্ষ শিক্ষক তৈরির ক্ষেত্রে বিরূপ প্রভাবের শঙ্কা সরিষাবাড়ীতে নদী ভাঙনের আতঙ্কে তিন গ্রামের মানুষ ইঞ্জিন সঙ্কটে পূর্বাঞ্চলে রেলযাত্রীদের ভোগান্তি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে-আলী রীয়াজ ভারত-মিয়ানমারের সাথে টানাপোড়েনে বাংলাদেশ দেশ-বিদেশ থেকে ছড়ানো গুজব এক প্রকার অবিরাম বোমাবর্ষণ : ড. ইউনূস ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি বরখাস্ত মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে মারামারি করে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া বিদেশিদের বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে নেগোসিয়েশন চলছে-নৌ-উপদেষ্টা বিএনপি জনগণের প্রত্যাশার নির্বাচন চায়-তারেক রহমান

অভয়নগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেলেন ২০০ রোগী

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ১২:০২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ১২:০২:১০ পূর্বাহ্ন
অভয়নগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেলেন ২০০ রোগী
অভয়নগর (যশোর) প্রতিনিধি
স্বেচ্ছাসেবী সংগঠন যশোরের ‘অভয়নগর ব্লাড ব্যাংক’র এক দশক পূর্তি উপলক্ষে ভবদহ এলাকার ২০০ নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। গত শনিবার পর্যন্ত উপজেলার  সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব, ঢাকা বারডেম হাসপাতালের গাইনি ও অবস ডা. ফারহানা মিতু, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ডা. নিয়ামত মুন্সী, রাজশাহী মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটের ডা. রাকিবুল ইসলাম, ঢাকা ইউনাইটেড হাসপাতালের সিনিয়র হাউজ অফিসার (আইসিইউ) ডা. কাজী নওফেল হায়দার, যশোর সদর হাসপাতালের ডেন্টিস্ট মনোয়ার মোর্শেদ নয়ন। চিকিৎসাসেবা নিতে আসা বৃদ্ধা জয়ন্তী বালা বলেন, ‘ভবদহের জলাবদ্ধ এলাকায় বসবাস। ডাক্তার দেখানো ও ওষুধ কিনতে প্রায় ১০ কিলোমিটার দূরত্বে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। আজ অভয়নগর ব্লাড ব্যাংক সুন্দলী ইউনিয়নে এসে বিনামূল্যে চিকিৎসাসেবার সঙ্গে ওষুধ দিয়েছে। আশাকরি উপকৃত হবো।’ভবদহ এলাকার ৯৬ গ্রামের রণজিৎ কুমার বলেন, ‘ফ্রি পরীক্ষা করে নিশ্চিত হলাম আমার ডায়াবেটিস হয়নি। প্রেসারও স্বাভাবিক। তবে কিছু সমস্যা ধরা পড়ায় ফ্রি ওষুধ পেয়েছি। এত সুন্দর আয়োজনের জন্য অভয়নগর ব্লাড ব্যাংকের সদস্যদের ধন্যবাদ জানিয়েছি। বার বার এমন আয়োজন করার আহবানও করেছি।’ এ ব্যাপারে অভয়নগর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সৈয়দ সোহায়েব ইমতিয়াজ ইয়াদ বলেন, ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভয়নগর ব্লাড ব্যাংক’ সফলতার সঙ্গে দশ বছর অতিক্রম করে ১১ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন সামাজিক কাজের আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গত শনিবার ভবদহের সুন্দলী ইউনিয়নে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় ২০০ রোগীকে বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা, পরামর্শ ও ওষুধ দেয়া হয়েছে। যেমন দাঁত, গাইনোকলোজিক্যাল, ডায়াবেটিস, ব্লাড প্রেসার, উচ্চতা অনুযায়ী সঠিক ওজন নির্ধারণ এবং পুষ্টি বিষয়ক পরামর্শসহ বিভিন্ন ধরণের সেবা দেয়া হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য