ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে-মির্জা ফখরুল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়-বুয়েট ভিসি প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি ডেঙ্গু চিকুনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জায় কাবু মানুষ হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে গ্রেফতার ১১ গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ভূমিদস্যু ও জালিয়াতি সম্রাট আসলামের অবৈধ কর্মকাণ্ডে গোপন তদন্ত শুরু ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি প্রধান আসামির মৃত্যুদণ্ড সহযোগীর পাঁচ বছর কারাদণ্ড জটিল রোগে ৩ লাখ টাকা পাবেন সরকারি কর্মচারীরা আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালের বিচার শুরু

অভয়নগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেলেন ২০০ রোগী

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ১২:০২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ১২:০২:১০ পূর্বাহ্ন
অভয়নগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেলেন ২০০ রোগী
অভয়নগর (যশোর) প্রতিনিধি
স্বেচ্ছাসেবী সংগঠন যশোরের ‘অভয়নগর ব্লাড ব্যাংক’র এক দশক পূর্তি উপলক্ষে ভবদহ এলাকার ২০০ নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। গত শনিবার পর্যন্ত উপজেলার  সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব, ঢাকা বারডেম হাসপাতালের গাইনি ও অবস ডা. ফারহানা মিতু, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ডা. নিয়ামত মুন্সী, রাজশাহী মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটের ডা. রাকিবুল ইসলাম, ঢাকা ইউনাইটেড হাসপাতালের সিনিয়র হাউজ অফিসার (আইসিইউ) ডা. কাজী নওফেল হায়দার, যশোর সদর হাসপাতালের ডেন্টিস্ট মনোয়ার মোর্শেদ নয়ন। চিকিৎসাসেবা নিতে আসা বৃদ্ধা জয়ন্তী বালা বলেন, ‘ভবদহের জলাবদ্ধ এলাকায় বসবাস। ডাক্তার দেখানো ও ওষুধ কিনতে প্রায় ১০ কিলোমিটার দূরত্বে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। আজ অভয়নগর ব্লাড ব্যাংক সুন্দলী ইউনিয়নে এসে বিনামূল্যে চিকিৎসাসেবার সঙ্গে ওষুধ দিয়েছে। আশাকরি উপকৃত হবো।’ভবদহ এলাকার ৯৬ গ্রামের রণজিৎ কুমার বলেন, ‘ফ্রি পরীক্ষা করে নিশ্চিত হলাম আমার ডায়াবেটিস হয়নি। প্রেসারও স্বাভাবিক। তবে কিছু সমস্যা ধরা পড়ায় ফ্রি ওষুধ পেয়েছি। এত সুন্দর আয়োজনের জন্য অভয়নগর ব্লাড ব্যাংকের সদস্যদের ধন্যবাদ জানিয়েছি। বার বার এমন আয়োজন করার আহবানও করেছি।’ এ ব্যাপারে অভয়নগর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সৈয়দ সোহায়েব ইমতিয়াজ ইয়াদ বলেন, ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভয়নগর ব্লাড ব্যাংক’ সফলতার সঙ্গে দশ বছর অতিক্রম করে ১১ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন সামাজিক কাজের আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গত শনিবার ভবদহের সুন্দলী ইউনিয়নে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় ২০০ রোগীকে বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা, পরামর্শ ও ওষুধ দেয়া হয়েছে। যেমন দাঁত, গাইনোকলোজিক্যাল, ডায়াবেটিস, ব্লাড প্রেসার, উচ্চতা অনুযায়ী সঠিক ওজন নির্ধারণ এবং পুষ্টি বিষয়ক পরামর্শসহ বিভিন্ন ধরণের সেবা দেয়া হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য