ঢাকা , সোমবার, ১২ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সাতাশ পর্যন্ত টাইগারদের দায়িত্ব পাচ্ছেন টেইট ক্ষমা চাইলেন রিশাদ হোসেন টেস্ট থেকে অবসর নিলেন বিরাট কোহলি কোহলির পর অবসরের ইঙ্গিত দিলেন রোহিত আইপিএল শুরু হলেও ফিরছেন না অষ্ট্রেলিয়ান ক্রিকেটাররা রিয়ালের সাথে জয় পেলো বার্সা ইয়ামালের প্রশংসায় ফ্লিক ওয়েস্টহ্যামের কাছে হারের স্বাদ পেলো ম্যানইউ অভিযোগ-দুর্নীতির তথ্য জানাতে নতুন ব্যবস্থা সহযোগী শাহরিয়ার বিপ্লব এখনও অধরা রংপুরে ২৯ হাজার গ্রাহকের ১২১ কোটি টাকা লোপাট জাতীয় পার্টির নিবন্ধন বাতিল দাবি গণঅধিকার পরিষদের নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে-আসিফ নজরুল পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা অনলাইনেও নিষিদ্ধ হচ্ছে আ’লীগ, বন্ধ সব পেজ ৭৮ জনকে পুশইন ভারতের নৌবাহিনীর আওয়ামী লীগকে স্থায়ী নিষিদ্ধসহ ৩ দাবি তীব্র তাপদাহে দুর্বিষহ জনজীবন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে আমরা আনন্দিত-ফখরুল একদিনে বজ্রপাতে শিশুসহ প্রাণ গেলো ১০ জনের

অভয়নগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেলেন ২০০ রোগী

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ১২:০২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ১২:০২:১০ পূর্বাহ্ন
অভয়নগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেলেন ২০০ রোগী
অভয়নগর (যশোর) প্রতিনিধি
স্বেচ্ছাসেবী সংগঠন যশোরের ‘অভয়নগর ব্লাড ব্যাংক’র এক দশক পূর্তি উপলক্ষে ভবদহ এলাকার ২০০ নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। গত শনিবার পর্যন্ত উপজেলার  সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব, ঢাকা বারডেম হাসপাতালের গাইনি ও অবস ডা. ফারহানা মিতু, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ডা. নিয়ামত মুন্সী, রাজশাহী মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটের ডা. রাকিবুল ইসলাম, ঢাকা ইউনাইটেড হাসপাতালের সিনিয়র হাউজ অফিসার (আইসিইউ) ডা. কাজী নওফেল হায়দার, যশোর সদর হাসপাতালের ডেন্টিস্ট মনোয়ার মোর্শেদ নয়ন। চিকিৎসাসেবা নিতে আসা বৃদ্ধা জয়ন্তী বালা বলেন, ‘ভবদহের জলাবদ্ধ এলাকায় বসবাস। ডাক্তার দেখানো ও ওষুধ কিনতে প্রায় ১০ কিলোমিটার দূরত্বে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। আজ অভয়নগর ব্লাড ব্যাংক সুন্দলী ইউনিয়নে এসে বিনামূল্যে চিকিৎসাসেবার সঙ্গে ওষুধ দিয়েছে। আশাকরি উপকৃত হবো।’ভবদহ এলাকার ৯৬ গ্রামের রণজিৎ কুমার বলেন, ‘ফ্রি পরীক্ষা করে নিশ্চিত হলাম আমার ডায়াবেটিস হয়নি। প্রেসারও স্বাভাবিক। তবে কিছু সমস্যা ধরা পড়ায় ফ্রি ওষুধ পেয়েছি। এত সুন্দর আয়োজনের জন্য অভয়নগর ব্লাড ব্যাংকের সদস্যদের ধন্যবাদ জানিয়েছি। বার বার এমন আয়োজন করার আহবানও করেছি।’ এ ব্যাপারে অভয়নগর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সৈয়দ সোহায়েব ইমতিয়াজ ইয়াদ বলেন, ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভয়নগর ব্লাড ব্যাংক’ সফলতার সঙ্গে দশ বছর অতিক্রম করে ১১ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন সামাজিক কাজের আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গত শনিবার ভবদহের সুন্দলী ইউনিয়নে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় ২০০ রোগীকে বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা, পরামর্শ ও ওষুধ দেয়া হয়েছে। যেমন দাঁত, গাইনোকলোজিক্যাল, ডায়াবেটিস, ব্লাড প্রেসার, উচ্চতা অনুযায়ী সঠিক ওজন নির্ধারণ এবং পুষ্টি বিষয়ক পরামর্শসহ বিভিন্ন ধরণের সেবা দেয়া হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য