দিনাজপুর প্রতিনিধি
ধানের জেলা দিনাজপুরে ধান ক্ষেতে দক্ষিণা হাওয়ায় দোল খাচ্ছে কৃষকের স্বপ্নের সোনালী ফসল পাকা ধানের শীর্ষগুলো। শুরু হয়েছে বোরো ধান কাটা-মাড়াইয়ের মহোৎসব। বাজারে ধানের দাম ভাল থাকায় খুশি ধানচাষিরা।
আবহাওয়া ভাল থাকায় কাটা-মাড়াইয়ে স্বস্তি পাচ্ছেন কৃষকেরা। চলতি মৌসুমে এবার জেলায় বোরো ধানের চাষ হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫০০ হেক্টর জমিতে। জেলার বিভিন্ন উপজেলার বোরো ক্ষেত ঘুরে দেখা যায়, মাঠে মাঠে ছড়িয়ে ছিটিয়ে আছে সোনালি রঙের পাকা ধান। মনের সুখে এসব ধান কাটছে শ্রমিকরা। কাটা-মাড়াই খরচ মিলে শ্রমিকরা নিচ্ছেন বিঘাপ্রতি ৩ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার টাকা। বাজারে ধানের ভালো মূল্য থাকায় ধান কাটা-মাড়াইয়ে মনোযোগী হয়ে উঠছেন চাষিরা। দিনাজপুর সদরসহ ১৩টি উপজেলায় শুরু হয়েছে ধান কাটা-মাড়াইয়ের মহোউৎসব। চলতি মৌসুমে দিনাজপুর জেলায় বোরো ধানের ১ লাখ ৭৪ হাজার ৫০০ হেক্টর জমিতে চাষ হয়েছে। ধান কাটা মাড়াই হয়েছে প্রায় ৪০% জমিতে জানিয়েছে দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তর।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
