গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় চার জেলায় এক শিশু ও বৃদ্ধসহ ৬ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু হয়। ঝিনাইদহে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু হয়। সাভারে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা প্রাণ হারায় ২ জন। পঞ্চগড়ে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী ২ কিশোর নিহত হয়। জনতা প্রতিনিধিরা জানানÑ
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ নাছির মোল্লা (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নাছির মোল্লা উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব-বাগমোয়া এলাকার মাস্টার আজিজুর রহমানের ছেলে। আহতরা হলেন-লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের ওয়াহিদার পাড়ার আব্দুস সাত্তারের ছেলে মোহাম্মদ মোরশেদ (৩৫) ও আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর এলাকার নজির আহমদের ছেলে আকতার হোসেন (৫০)। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামি আইকনিক এক্সপ্রেস নামের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. আনিকা তাজনিম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৩ জনকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অপর দুজনের অবস্থা আশংকাজনক। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার আড়মুখী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সাইমা খাতুন (৭)। সে সদর উপজেলার নলডাঙা ইউনিয়নের আড়মুখী গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শিশু সাইমা বাড়ির সামনে দোকানে বিস্কুট কিনতে যায়। বাড়ি থেকে রাস্তায় উঠার পর কালীগঞ্জ থেকে নলডাঙ্গাগামী একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দেয়। এসময় রাস্তায় ছিটকে পড়লে ইজিবাইকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশু সাইমা আড়মুখী দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে নেওয়ার আগে শিশুটি মারা যায় বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতের পরিবার এ ঘটনায় কোনো অভিযোগ করেনি। লাশ দাফনের জন্য স্বজনরা নিয়ে গেছে।
সাভার প্রতিনিধি : সাভারে দাঁড়িয়ে থাকে বাসে দ্রুত গতির ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় আরিচামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম। এ ঘটনায় পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটি জব্দ করে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। নিহতরা হলেন- ভোলা জেলার চরফ্যাশন থানার উসমান নগর গ্রামের মৃত ফজল হক মুন্সির ছেলে মো. হোসেন (৫৫) ও শরিয়তপুর জেলার জাজিরা থানার সদর আলী মাদবর কান্দি গ্রামের ধলু শেখের ছেলে সায়াত শেখ (৩৫)। হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঠিকানা পরিবহনের একটি বাস যাত্রী নেওয়ার জন্য দাঁড়ায়। এসময় পিছন থেকে দ্রুত গতির একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে সায়ের শেখ ও হোসেন নামের দুজন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের সাভারের সুপার মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওসি মো. সওগাতুল আলম বলেন, এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাক ও বাস জব্দ করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকের চাপায় সঞ্জয় রায় (১৪) ও অনিক রায় (১৩) নামে দুই বাইসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট বাজার সংলগ্ন চার তালার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সঞ্জয় রায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ভুল্লী পাড়া এলাকার রাজকুমারের ছেলে এবং অনিক রায় একই এলাকার অতুল বর্মনের ছেলে। সঞ্জয় পামূলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং অনিক লক্ষ্মীরহাটের একটি ওয়েলডিং এর দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে সঞ্জয় সন্ধ্যায় বাজার খরচ করার উদ্দেশে বাড়ি থেকে লক্ষ্মীরহাটে যায়। রাতে বাজার নিয়ে অনিকসহ বাইসাইকেলে করে বাসায় ফিরছিল। পথে লক্ষ্মীরহাট চার তলার মোড় নামক স্থানে পৌঁছালে পঞ্চগড় থেকে আসা একটি ট্রাক তাদের পেছন থেকে চাপা দেয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে স্থানীয়রা ঘাতক ট্রাক, ট্রাকের চালক ও সহকারীকে আটক করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকসহ তাদের পুলিশি হেফাজতে নেয়। দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা বলেন, মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

সড়ক দুর্ঘটনায় ৪ জেলায় ৬ জনের মৃত্যু
- আপলোড সময় : ১০-০৫-২০২৫ ১২:২৩:১৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-০৫-২০২৫ ১২:২৩:১৮ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ