ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা বাণিজ্য বাড়াবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি
ঐক্যবদ্ধ থাকলে অর্জন সম্ভব: আলী রিয়াজ

সংস্কারের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে চায় ভাসানী অনুসারি পরিষদ

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ০৭:৫০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ০৭:৫০:৪০ অপরাহ্ন
সংস্কারের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে চায় ভাসানী অনুসারি পরিষদ
সংস্কারের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে চায় বলে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে চলমান সংস্কার প্রক্রিয়ায় দলের অবস্থান তুলে ধরেছে ভাসানী অনুসারি পরিষদ।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে ভাসানী অনুসারি পরিষদ নেতারা এমন অভিমত ব্যক্ত করেন। পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে দলের ১৫ জন সদস্য সংলাপে অংশ দেন। ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, আমরা এমন একটি সংস্কারকৃত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই-যার মাধ্যমে নতুন রাষ্ট্র এবং নতুন বাংলাদেশের যে সূচনা হয়েছে, তাকে প্রতিষ্ঠিত করতে পারব। এ সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। ভবিষ্যতে আর যাতে কোনোদিন ফ্যাসিবাদী ও স্বৈরাচারের আবির্ভাব না হয়- সে জন্য আলোচনার টেবিলে এসেছি। জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ভাসানী অনুসারি পরিষদ ১২৯টিতে একমত, ১২টিতে দ্বিমত, ১৯টিতে আংশিকভাবে একমত এবং ৬টিতে মতামত দেয়নি বলে জানা যায়।
সংলাপের সূচনা বক্তব্যে অধ্যাপক আলী রিয়াজ বলেন, আগামীতে কোনো অবস্থাতেই বাংলাদেশের তরুণ ও নাগরিকদের যাতে পথে নেমে প্রাণ দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে না হয়, আমরা সকলেই মিলে সেই চেষ্টা করছি। যদি রাজনৈতিক দলগুলো এবং জনগণ ঐক্যের জায়গায় আসতে পারে-তবেই এটা অর্জন করা সম্ভব। আশা করি রাজনৈতিক দল ও শক্তিগুলো এক জায়গায় আসতে পারবে। এক্ষেত্রে জাতীয় ঐকমত্য কমিশন অনুঘটকের কাজ করছে।
প্রসঙ্গক্রমে তিনি বলেন, গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা প্রতিটি রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে- গণতান্ত্রিক বাংলাদেশ, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করা। কাউকে যেন গুম-খুনের শিকার হতে না হয়। পাশাপাশি ক্ষমতা যেন কেন্দ্রভূত না হয় এবং এক ব্যক্তি সেটা প্রধানমন্ত্রী বা যে-ই হোক না কেন, কেউ যাতে আইনের ঊর্ধ্বে না যান-এসব লক্ষ্য রেখে কমিশন কাজ করছে। কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে আদর্শ জায়গা বলে বিবেচনা করবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া প্রমুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ