ঢাকা , শনিবার, ১৭ মে ২০২৫ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ডিবি অফিসে একজনকে জিজ্ঞাসাবাদ নিষেধাজ্ঞা থাকলেও যমুনার পাশে কাকরাইলে সমাবেশ, নির্বিকার পুলিশ জবির তিন দফা মেনে নিলো সরকার রাখাইনে করিডোর ও চট্টগ্রাম বন্দর ইস্যুতে খেলাফত মজলিসের উদ্বেগ চায়ের দোকানে বাগবিতণ্ডা থেকে ঢাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের চেষ্টা জড়িতদের গ্রেফতারে আল্টিমেটাম শাহবাগ থানা ঘেরাও তিন বছর পর ইউক্রেন-রাশিয়ার প্রথম মুখোমুখি বৈঠক শুরু আঞ্চলিক রাজনীতিতে নতুন মোড় খুলনায় বিএনপির তারুণ্যের সমাবেশ আজ দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে-জামায়াত আমির সংবাদ সম্মেলন ডেকেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধান উপদেষ্টা পরিবর্তনের পথে বাংলাদেশ নেতৃত্বে ড. ইউনূস-দ্য ইকোনমিস্ট নারী ও শিশুর ওপর সহিংসতায় জনমনে আতঙ্ক ও উদ্বেগ ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’র ঘোষণাপত্র নারীর অধিকার আদায়ের ডাক অবৈধ ইটভাটা বন্ধে বাপার ১৩ দফা দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে বাধা কোথায়- নজরুল দায় চাপানোর রাজনীতি বন্ধের আহ্বান ছাত্রশিবিরের জনপ্রিয়তা পাচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’

রাখাইনে মানবিক করিডোর প্রক্রিয়ায় চীন যুক্ত নয় : রাষ্ট্রদূত

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ০৭:৪৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ০৭:৪৭:৩৬ অপরাহ্ন
রাখাইনে মানবিক করিডোর প্রক্রিয়ায় চীন যুক্ত নয় : রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, রাখাইনে প্রস্তাবিত মানবিক করিডোর প্রক্রিয়ায় চীন যুক্ত নয়। চীন প্রতিটি দেশের সার্বভৌমত্বকে সম্মান করে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিস) আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশ-চীন সম্পর্কের ৫ দশক: নতুন উচ্চতার দিকে যাত্রা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে বিস। সেমিনারে অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাখাইনে প্রস্তাবিত মানবিক করিডোর প্রক্রিয়ায় চীন যুক্ত নয়। কেননা চীন প্রতিটি দেশের সার্বভৌমত্বকে সম্মান করে। এটা মিয়ানমার ও বাংলাদেশের ইস্যু বলেও মন্তব্য করেন তিনি। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রাখাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে চীনা রাষ্ট্রদূত বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে এ বিষয়ে আমার কোনো আলোচনা হয়নি। তারা কেন এটা বলেছে, সেটা তারাই বলতে পারবে। এ প্রশ্ন তাদের কাছে করুন। তিস্তা প্রকল্পে সহায়তা দেওয়ার বিষয়ে জানতে চাইলে চীনা রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্পে সহায়তা দিতে প্রস্তুত চীন। তবে এ বিষয়ে বাংলাদেশকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সেমিনারে মূল বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও আন্তর্জাতিক বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ। সেমিনারে সভাপতিত্ব করেন বিস চেয়ারম্যান রাষ্ট্রদূত এ এফ এম গাউসুল আজম সরকার। এতে স্বাগত বক্তব্য দেন বিস মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য