ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জন্মদিন উদযাপন করে সমালোচনার মুখে পড়লেন ইয়ামাল বিশ্বকাপজয়ী আলমাদাকে দলে ভেড়াচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ ৪৩ বছর বয়সে ‘দ্য হান্ড্রেডে’ অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের শাস্তির সম্মুখীন হলেন স্টোকসরা বড় সাকিবের প্রত্যাশা; ছোট সাকিবও হবে অলরাউন্ডার ঢাকায় পৌঁছালো পাকিস্তান দল টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় লাফ দিলো রিশাদ বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মোট ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত শতকোটি টাকা ব্যয়ে হচ্ছে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাইয়ের চেতনায় একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার রাজনৈতিক অস্থিরতার প্রভাব শেয়ারবাজারে ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও বাছাইয়ে ফেল এনসিপি যৌক্তিক শুল্ক প্রত্যাশা বাংলাদেশের ১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার-খাদ্য উপদেষ্টা ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি রিভিউ হবে-অর্থ উপদেষ্টা এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চূড়ান্ত সুখবর-পরিবেশ উপদেষ্টা পঞ্চদশ সংশোধনীতে হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করেছিলেন : বদিউল আলম মজুমদার নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫

বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপনে ইউজিসির নতুন নীতিমালা

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০৭:২৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০৭:২৮:২৬ অপরাহ্ন
বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপনে ইউজিসির নতুন নীতিমালা
বাংলাদেশে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর শাখা ক্যাম্পাস স্থাপনের অনুমতির জন্য নতুন ও কঠোর নীতিমালা তৈরি করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বর্তমানে একটি উচ্চপর্যায়ের কমিটি এই গাইডলাইন তৈরির কাজ করছে।
গতকাল বুধবার গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, এই বিষয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গাইডলাইন পলিসি প্রণয়নের কাজ করছে। নীতিমালা চূড়ান্ত হওয়ার পরই বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের অনুমোদন সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া বা মতামত প্রদান করা সম্ভব হবে।
জানা গেছে, ২০১৪ সালের ‘বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা’ সংশোধন করে শুধুমাত্র শাখা ক্যাম্পাস স্থাপনের অনুমতি প্রদানের প্রস্তাব রাখা হচ্ছে। স্টাডি সেন্টার অনুমোদনের ব্যবস্থা থাকছে না নতুন খসড়ায়।
প্রস্তাবিত নীতিমালায় কিছু শর্তাবলী নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে, কমপক্ষে ২৫ হাজার বর্গফুট জায়গা, পূর্ণকালীন শিক্ষক নিয়োগ, ৫ কোটি টাকা ফিক্সড ডিপোজিট এবং আবেদন ফি হিসেবে ১০ লাখ টাকা। এসব শর্ত পূরণ করে আবেদন করলে মানসম্পন্ন ও স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর শাখা ক্যাম্পাস অনুমোদনের বিষয়ে বিবেচনা করা হবে। এই নীতিমালার মূল উদ্দেশ্য হলো দেশের উচ্চশিক্ষার মান রক্ষা করা এবং বাণিজ্যিকীকরণের প্রবণতা রোধ করা।
আনোয়ার হোসেন বলেন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বাংলাদেশে স্থাপনে দেশের কী ধরনের লাভ-ক্ষতি হতে পারে, তা খতিয়ে দেখতে একটি হাই-পাওয়ার কমিটি কাজ করছে। কমিটির প্রধান বুয়েটের ভিসি, সদস্য হিসেবে রয়েছেন ঢাবি, বুয়েট, নর্থ সাউথ ও জাহাঙ্গীরনগরের প্রফেসররা। এই কমিটির ওপর ভিত্তি করে মূল কমিটিও রয়েছে, যার নেতৃত্বে আছেন ইউজিসির একজন সদস্য। তিনি জানান, বিদেশি ক্যাম্পাসের অনুমোদনের বিষয়ে সরকার ইতিবাচক। তবে শিক্ষার্থীদের সম্ভাব্য অসুবিধা, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ওপর চাপ এবং শিক্ষক সংকটের আশঙ্কাও বিবেচনায় রাখা হচ্ছে। বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জীবনমান, বেতন, সুযোগ-সুবিধা ও গবেষণার অবস্থা সন্তোষজনক নয়। সবদিক বিশ্লেষণ করে নীতিমালা প্রণয়ন করা হবে, যা দেশের জন্য লাভজনক কিনা, সেটাও গুরুত্ব পাবে।
উল্লেখ্য, ইতোমধ্যে মালয়েশিয়ার ইউসিএসসি ইউনিভার্সিটি বাংলাদেশে প্রথম বিদেশি শাখা ক্যাম্পাস খোলার অনুমোদন পেয়েছে এবং ঢাকায় কার্যক্রম শুরু করেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স