ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারত-পাকিস্তান সংঘাতে ৫ শতাধিক ফ্লাইট বাতিল

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০৭:১২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০৭:১২:৫৪ অপরাহ্ন
ভারত-পাকিস্তান সংঘাতে ৫ শতাধিক ফ্লাইট বাতিল
ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের জেরে প্রায় ৫৫০টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে। রিয়েল-টাইম ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, পাকিস্তানে মোট নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটের ১৬ শতাংশ এবং ভারতে তিন শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে। এই পরিসংখ্যান অনুযায়ী, পাকিস্তানে ১৩৫টি এবং ভারতে ৪১৭টি ফ্লাইট বাতিল হয়েছে। ভারতের হামলার পর পাকিস্তানের আকাশসীমা আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় বেশ কয়েকটি উপসাগরীয় এয়ারলাইন্স দেশটির ফ্লাইট স্থগিত করেছে। এর মধ্যে রয়েছে এমিরেটস, ইতিহাদ এবং কাতার এয়ারওয়েজ।
এমিরেটস জানিয়েছে, তারা গতকাল বুধবার দুবাই থেকে সিয়ালকোট, লাহোর, ইসলামাবাদ ও পেশোয়ারের ফ্লাইট বাতিল করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ করা হচ্ছে। তবে করাচিগামী ফ্লাইট চালু থাকবে।
ইতিহাদ জানিয়েছে, তারা গতকাল বুধবার করাচি, লাহোর ও ইসলামাবাদের ফ্লাইট বাতিল করেছে এবং কিছু ফ্লাইট বিকল্প পথে ঘুরিয়ে দেয়া হয়েছে, যার ফলে সময় বাড়তে পারে। কাতার এয়ারওয়েজ জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় তারা সাময়িকভাবে দেশটির সব ফ্লাইট স্থগিত করেছে। সংস্থাটি জানায়, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।
অন্যদিকে, ভারতের এয়ারলাইনসগুলোও উত্তরাঞ্চলের কিছু রুটে সতর্কতা জারি করেছে। স্পাইসজেট জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে ধর্মশালা, লেহ, জম্মু, শ্রীনগর এবং অমৃতসর বিমানবন্দর বন্ধ রয়েছে। এই রুটে সমস্ত আগমন ও প্রস্থান ফ্লাইট এবং সংশ্লিষ্ট অন্যান্য ফ্লাইটে প্রভাব পড়তে পারে। গতকাল বুধবার ফ্লাইটরাডার২৪ আরও জানিয়েছে, ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে ইউরোপগামী ও ইউরোপফেরত অনেক আন্তর্জাতিক ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলতে শুরু করেছে। এরই মধ্যে দুই ডজনের বেশি আন্তর্জাতিক ফ্লাইট ঘুরিয়ে দেয়া হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ