
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর রিয়ালের বিপক্ষে ম্যাচের দিকে নজর বার্সার
- আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৮:১০:০৫ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৮:১০:০৫ অপরাহ্ন


সেমিফাইনালের দ্বিতীয় লেগে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ানোর পরও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে ৭-৬ অ্যাগ্রেগেটে। দুই লেগে মহাকাব্যিক লড়াইয়ে ব্যর্থ হওয়ার পরও হাল ছেড়ে দিচ্ছেন না বার্সা কোচ হান্সি ফ্লিক। কথা দিয়েছেন, ভবিষ্যতে তার শিষ্যরা ঘুরে দাঁড়াবে। এই পরাজয়ে ট্রেবল জয়ের স্বপ্ন ভেস্তে গেছে বার্সেলোনার। ফলে এই হারটা মানতে কষ্ট হচ্ছে কাতালানদের। তার পরেও ফ্লিক বলেছেন, ‘আমি আমার দল নিয়ে গর্বিত। সবকিছু দিয়ে চেষ্টা করেছি। কিন্তু ফুটবল এমনই।’ বার্সা কোচ ব্যর্থতা মেনে এখন সামনের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশায়, ‘এটা আমাদের মেনে নিতে হবে। এখন সামনের মৌসুমকে লক্ষ্য করে এগিয়ে যেতে হবে। চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে, যেটা আমাদের অন্যতম লক্ষ্য...সেজন্য আমরা আবার ফিরে আসবো।’ বার্সাকে এখন লা লিগা শিরোপা পুনরুদ্ধারে মনোনিবেশ করতে হবে। আগামী রোববার শিরোপা লড়াইয়ে থাকা রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিতলে ব্যবধান চার পয়েন্ট হবে তাদের। এই ম্যাচই নির্ধারণ করে দেবে শিরোপা ভাগ্য। সেটা হলে ফ্লিকদের অবশ্য ঘরোয়া শিরোপার ট্রেবল নিশ্চিত হবে। এখন সেই লক্ষ্যেই উঠে পড়ে নামার চিন্তা বার্সা কোচের, ‘অবশ্যই লা লিগা... রোববার কঠিন ম্যাচ হতে যাচ্ছে। আমরা সব কিছু নিংড়ে দেবো।’
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ