ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না- মমতা রোডম্যাপকে স্বাগত জানাই-জোনায়েদ সাকি ইসির রোডম্যাপে খুশি বিএনপি-মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না

হারের পর জরিমানাও গুনতে হলো মুম্বাইয়ের ক্রিকেটারদের

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৮:০৮:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৮:০৮:৪৩ অপরাহ্ন
হারের পর জরিমানাও গুনতে হলো মুম্বাইয়ের ক্রিকেটারদের
আইপিএলে গত মঙ্গলবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নাটকীয় এক হারের সাক্ষী হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দুই দফা বৃষ্টির পর শেষ বলে গিয়ে ম্যাচ হারতে হয়েছে হার্দিক পান্ডিয়ার দলকে। হারের পর জরিমানা হয়েছে মুম্বাইয়ের ক্রিকেটারদের। একাদশে থাকা ক্রিকেটারদের সঙ্গে জরিমানার কবলে পড়েছেন ইমপ্যাক্ট সাব কর্ন শর্মাও। সেই সঙ্গে গুজরাট দলের প্রধান কোচ আশিষ নেহরাকেও 'খেলার ভাবমূর্তির বিরোধী আচরণ'-এর জন্য শাস্তি দেয়া হয়েছে। মুম্বাই ও গুজরাটের মধ্যকার ম্যাচে দ্বিতীয় ইনিংসে দুই দফা বৃষ্টির কারণে খেলা বাধাপ্রাপ্ত হয়। ফলে, ম্যাচের শেষ ওভারে (১৯তম) মুম্বাই ইন্ডিয়ান্সকে (এমআই) ৩০ গজের সার্কেলের মধ্যে অতিরিক্ত ক্রিকেটার রাখতে হয়। মূলত আইপিএলের নিয়ম অনুযায়ী ইন-গেইম পেনাল্টি হিসেবে হিসেবে তাদের এই শাস্তি দেয়া হয়। গুজরাট টাইটান্সের সেই ওভারে ১৫ রান প্রয়োজন ছিল এবং দীপক চাহারের করা শেষ বলে জয় নিশ্চিত করে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো স্লো ওভার রেটের শাস্তি পেল মুম্বাই। দ্বিতীয়বার শাস্তি পাওয়ায় মুম্বাই অধিনায়ক হার্দিককে ২৪ লক্ষ রুপি জরিমানা করা হয়েছে। তার সতীর্থ খেলোয়াড়দের প্রত্যেককে ৬ লক্ষ রুপি বা তাদের ম্যাচ ফির ২৫% (যেটি কম) জরিমানা গুনতে হবে। অন্যদিকে নেহরাকে ম্যাচের শেষ মুহূর্তে বৃষ্টির কারণে খেলা আবার শুরু করার জন্য আম্পায়ারদের উপর চাপ দিতে দেখা গিয়েছিল। যা কিনা আইপিএল কোড অফ কন্ডাক্টের আর্টিকেল ২.২০ লঙ্ঘন। এর ফলে তাকে ম্যাচ ফির ২৫% জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে, যদিও আইপিএলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে তার সুনির্দিষ্ট অপরাধ কী ছিল তা উল্লেখ করেনি। এটি দ্বিতীয়বার যখন কোনও কোচকে আইপিএল কোড লঙ্ঘনের জন্য ডিমেরিট পয়েন্ট দেয়া হলো। এর আগে, ১৬ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের (ডিসি) বোলিং কোচ মুনাফ প্যাটেলকে রাজস্থান রয়্যালসের বিপক্ষে সুপার ওভার জয়ের পর একই রকম শাস্তি দেওয়া হয়েছিল। হার্দিকের মতো আরও বেশ কয়েকজন অধিনায়ক এই মৌসুমে জরিমানার সম্মুখীন হয়েছেন। এর মধ্যে রয়েছেন ঋষভ পান্ত, শুভমান গিল, অক্ষর প্যাটেল, সাঞ্জু স্যামসন, রজত পাতিদার এবং রিয়ান পরাগ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স