ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর রিয়ালের বিপক্ষে ম্যাচের দিকে নজর বার্সার হারের পর রেফারির উপর চটলেন বার্সা কোচ রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার হারের পর জরিমানাও গুনতে হলো মুম্বাইয়ের ক্রিকেটারদের ‘অপারেশন সিঁদুর’কে সমর্থন দিলেন আকাশ চোপড়া-গৌতম গম্ভীর যুদ্ধের প্রভাবে অনিশ্চিত বাংলাদেশের দুই গুরুত্বপূর্ণ সিরিজ পাকিস্তানে নিরাপদেই আছেন নাহিদ-রিশাদ দ্বিতীয় ম্যাচেও কিউইদের বিপক্ষে জয় পেলো বাংলাদেশ থ্যালাসেমিয়া রোগী বাড়ছে কঠোর নজরদারিতেও শাহজালাল বিমানবন্দরে চোরাকারবারীরা সক্রিয় বিশ্ববিদ্যালয়ের ওপর খবরদারি না করার আহ্বান ইউজিসির ১৫ মে’র পর দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু করবে ঐকমত্য কমিশন মৌলিক সংস্কারের রূপরেখা দিলো এনসিপি রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত আ’লীগ নিষিদ্ধের দাবিতে ‘জুলাই ঐক্য’ জোটের আত্মপ্রকাশ চার খাতে এডিবির কাছে সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা নতুন সাইবার নিরাপত্তা আইনের কুখ্যাত ৯ ধারা বাতিল-আইন উপদেষ্টা ঈদুল আজহায় ছুটি ১০ দিন, ১৭ ও ২৪ মে খোলা থাকবে অফিস স্বপ্ন পূরণে তরুণদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান-প্রধান উপদেষ্টা সৌদি আরবে নারী শ্রমিকদের বৈধ করা হচ্ছে

হারের পর জরিমানাও গুনতে হলো মুম্বাইয়ের ক্রিকেটারদের

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৮:০৮:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৮:০৮:৪৩ অপরাহ্ন
হারের পর জরিমানাও গুনতে হলো মুম্বাইয়ের ক্রিকেটারদের
আইপিএলে গত মঙ্গলবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নাটকীয় এক হারের সাক্ষী হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দুই দফা বৃষ্টির পর শেষ বলে গিয়ে ম্যাচ হারতে হয়েছে হার্দিক পান্ডিয়ার দলকে। হারের পর জরিমানা হয়েছে মুম্বাইয়ের ক্রিকেটারদের। একাদশে থাকা ক্রিকেটারদের সঙ্গে জরিমানার কবলে পড়েছেন ইমপ্যাক্ট সাব কর্ন শর্মাও। সেই সঙ্গে গুজরাট দলের প্রধান কোচ আশিষ নেহরাকেও 'খেলার ভাবমূর্তির বিরোধী আচরণ'-এর জন্য শাস্তি দেয়া হয়েছে। মুম্বাই ও গুজরাটের মধ্যকার ম্যাচে দ্বিতীয় ইনিংসে দুই দফা বৃষ্টির কারণে খেলা বাধাপ্রাপ্ত হয়। ফলে, ম্যাচের শেষ ওভারে (১৯তম) মুম্বাই ইন্ডিয়ান্সকে (এমআই) ৩০ গজের সার্কেলের মধ্যে অতিরিক্ত ক্রিকেটার রাখতে হয়। মূলত আইপিএলের নিয়ম অনুযায়ী ইন-গেইম পেনাল্টি হিসেবে হিসেবে তাদের এই শাস্তি দেয়া হয়। গুজরাট টাইটান্সের সেই ওভারে ১৫ রান প্রয়োজন ছিল এবং দীপক চাহারের করা শেষ বলে জয় নিশ্চিত করে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো স্লো ওভার রেটের শাস্তি পেল মুম্বাই। দ্বিতীয়বার শাস্তি পাওয়ায় মুম্বাই অধিনায়ক হার্দিককে ২৪ লক্ষ রুপি জরিমানা করা হয়েছে। তার সতীর্থ খেলোয়াড়দের প্রত্যেককে ৬ লক্ষ রুপি বা তাদের ম্যাচ ফির ২৫% (যেটি কম) জরিমানা গুনতে হবে। অন্যদিকে নেহরাকে ম্যাচের শেষ মুহূর্তে বৃষ্টির কারণে খেলা আবার শুরু করার জন্য আম্পায়ারদের উপর চাপ দিতে দেখা গিয়েছিল। যা কিনা আইপিএল কোড অফ কন্ডাক্টের আর্টিকেল ২.২০ লঙ্ঘন। এর ফলে তাকে ম্যাচ ফির ২৫% জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে, যদিও আইপিএলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে তার সুনির্দিষ্ট অপরাধ কী ছিল তা উল্লেখ করেনি। এটি দ্বিতীয়বার যখন কোনও কোচকে আইপিএল কোড লঙ্ঘনের জন্য ডিমেরিট পয়েন্ট দেয়া হলো। এর আগে, ১৬ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের (ডিসি) বোলিং কোচ মুনাফ প্যাটেলকে রাজস্থান রয়্যালসের বিপক্ষে সুপার ওভার জয়ের পর একই রকম শাস্তি দেওয়া হয়েছিল। হার্দিকের মতো আরও বেশ কয়েকজন অধিনায়ক এই মৌসুমে জরিমানার সম্মুখীন হয়েছেন। এর মধ্যে রয়েছেন ঋষভ পান্ত, শুভমান গিল, অক্ষর প্যাটেল, সাঞ্জু স্যামসন, রজত পাতিদার এবং রিয়ান পরাগ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স