ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে-মির্জা ফখরুল আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ

দ্বিতীয় ম্যাচেও কিউইদের বিপক্ষে জয় পেলো বাংলাদেশ

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৮:০৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৮:০৬:৫৯ অপরাহ্ন
দ্বিতীয় ম্যাচেও কিউইদের বিপক্ষে জয় পেলো বাংলাদেশ
প্রথম ওয়ানডেতে ৭ উইকেটের দাপুটে জয়। আরও একবার নিউজিল্যান্ড ‘এ’ দলকে ধরাশায়ী করলো বাংলাদেশ ‘এ’ দল। এবার ৩৪৪ রানের বিশাল পুঁজি গড়ে ৮৭ রানে জিতেছে নুরুল হাসান সোহানের দল। এই জয়ে তিন ম্যাচের অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের করে নিলো বাংলাদেশ। একই ভেন্যুতে শেষ ওয়ানডে আগামী শনিবার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বড় লক্ষ্য তাড়া করতে নামা কিউইদের ৪৩.১ ওভারে ২৫৭ রানে গুটিয়ে দেন মোসাদ্দেক-শরিফুলরা। কিউই ব্যাটারদের মধ্যে ওপেনার ডেল ফিলিপস ঝোড়ো শুরু করেছিলেন। একটা সময় ১ উইকেটেই ৯৯ রান তুলে ফেলেছিল কিউইরা। সেখান থেকে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয় বাংলাদেশ। দুইশর আগে (১৯৫ রানে) ৭ উইকেট হারানো কিউইরা আর লড়াই করতে পারেনি। ফিলিপস ৫৪ বলে করেন ৭৯ রান। শেষদিকে ক্রিশ্চিয়ান ক্লার্ক ৩৬ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলের পরাজয়ের ব্যবধান কমান। বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মোসাদ্দেক হোসেন। ৫০ রানে ৩টি উইকেট শিকার করেন তিনি। দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম, তানভীর ইসলাম আর শামীম হোসেন পাটোয়ারী। এর আগে নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৫ উইকেটে ৩৪৪ রানের বিশাল পুঁজি গড়ে বাংলাদেশ ‘এ’। গতকাল বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ১২ রানে পতন হয় ওপেনার পারভেজ হোসেন ইমনের। ১০ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন বাঁহাতি এ ব্যাটার। দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি করেন এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাইম। ৩৪ বলে ৩৯ রান করে অপ্রত্যাশিত রানআউটের শিকার হন বিজয়। ৪১ বলে ৪০ রান করে ফেরেন নাইম। চতুর্থ উইকেটে ২২৫ রানের বিশাল জুটি করেন সোহান ও অংকন। দু'জনই হাঁকান সেঞ্চুরি। ১০১ বলে ১১২ রানের (৭টি করে চার ও ছক্কা) দুর্দান্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন সোহান। ইনিংসের শেষ ওভারে আউট হন অংকন। ১০৮ বলে ১০৫ রানের (৭ চার ও ৫ ছক্কা) অনবদ্য ইনিংস খেলেন ডানহাতি এ ব্যাটার। মোসাদ্দেক হোসেন সৈকত ১০ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট শিকার করেন ক্রিশ্চিয়ান ক্লার্ক।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স