ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ বাক্সবন্দি মেশিন এখন চায়ের টেবিল সংখ্যালঘু ঐক্য মোর্চার সংবাদ সম্মেলন নিয়ে পুলিশের ব্যাখ্যা ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো প্রাণনাশের হুমকি দিল প্রতারক ৪ দফা দাবি জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরামের পুলিশ কল্যাণ তহবিল থেকে দেড় কোটি টাকার অনুদান পাবে ৩৮৯ জন বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি গেটে হাঁটুপানি, ভোগান্তিতে রোগী-স্বজনরা জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছেÑ রিজভী চাঁদাবাজির অভিযোগে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার পঞ্চবেকি বয়া নদীর আয়রন ব্রিজ মৃত্যুফাঁদ ময়মনসিংহে মুক্তিপণ দিয়ে মিললো শিশুর লাশ ৪ লাখ টন চাল কিনবে সরকার, বেসরকারিভাবে ৫ লাখ টনের অনুমতি কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ-ডা. জাহিদ বাংলাদেশিদের মিসরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই : দূতাবাস ইইউ’র প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল ঢাকা আসছে সেপ্টেম্বরে সংরক্ষিত আসন বিলুপ্তির সুপারিশের প্রতিবাদ মহিলা পরিষদের

নাজমুল-লিটনদের নিয়ে যা বললেন হাতুরাসিংহে

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৪ ১১:১০:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৪ ১১:১০:১২ পূর্বাহ্ন
নাজমুল-লিটনদের নিয়ে যা বললেন হাতুরাসিংহে নাজমুল-লিটনদের নিয়ে যা বললেন হাতুরাসিংহে

স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ সামনে রেখে গত শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রে গেছে বাংলাদেশ দল এই মুহূর্তে হিউস্টনে আছেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা সেখানে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বিসিবির বিশেষ আয়োজনদ্য রেড অ্যান্ড গ্রিন স্টোরিরদ্বিতীয় অংশে বিশ্বকাপ দলে থাকা বাংলাদেশ দলের ১৫ ক্রিকেটারকে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে ক্রিকেটারদের বেশ প্রশংসা বন্যায় ভাসিয়েছেন হাতুরাসিংহে অধিনায়ক নাজমুলকে নিয়ে তাঁর ভাবনা, শান্ত আমাদের নেতা খুব ভালো নেতা, সামনে থেকে নেতৃত্ব দিতে জানে ড্রেসিংরুমে সে ছেলেদের সঙ্গে মেশে, মাঠে সে খুবই প্রতিদ্বন্দিতাপূর্ণ আমার মনে হয় প্রথমবার অধিনায়ক হিসেবে বিশ্বকাপে তার হাতে এবার বড় দায়িত্ব আমি নিশ্চিত সে এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত লিটনকে নিয়ে বলেছেন, ‘লিটন আমাদের অন্যতম সেরা ব্যাটার এই বিশ্বকাপে তার ব্যাতিং থেকে আমি বড় কিছু প্রত্যাশা করি সে খুবই প্রতিভাবান অ্যাথলেট অন্যতম সেরা ফিল্ডারও যেকোনো পজিশনে ফিল্ডিং করতে পারে, স্লিপে, আউটফিল্ডে যেকোনো জায়গায় খুবই শান্ত থাকে, খেলাটা খুব ভালো বুঝে দলকে টেকটিক্যালিও সহযোগিতা করে বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদকে দলের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার উল্লেখ করে হাতুরাসিংহে বলেছেন, ‘তাসকিন খুব আবেগী মানুষ সে ভালো মুডে থাকলে তার কাছ থেকে সেরাটা পাওয়া যায় খেলোয়াড়দের মধ্যে খুবই জনপ্রিয় সব সময় দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করে উন্নতির চেষ্টা করে, দারুণ চরিত্রএবারের বিশ্বকাপ সাকিব আল হাসানের সেরা আসর হবে বলে করেন হাতুরাসিংহে, ‘খেলাটার একজন কিংবদন্তি
আমরা সবাই জানি সাকিব সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে এই টি-টোয়েন্টি বিশ্বকাপ তার সেরা আসর হবে আশা করি তিন বিভাগেই অবদান রাখবে ভালো নেতা খেলোয়াড়দের সঙ্গে খুব ভালো মিশতে পারে সে খেলটা খুব ভালো বুঝে দলের আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে তাঁর ভাবনা, ‘মাহমুদউল্লাহ সম্ভবত দলের স্পিরিট সে দলের মধ্যে স্থিরতা নিয়ে আসে সে যখন বলে সবাই শুনে তার মাথা পরিষ্কার তার ব্যাটিং সাম্প্রতিক সময়ে ভিন্ন মাত্রায় চলে গেছে তার খেলায় অনেক ভয়ডরহীন ব্যাপার আছে সে দলের জন্য ভালো, চাপের পরিস্থিতি সামলাতে পারে তরুণদের পরামর্শ দিয়ে এই বিশ্বকাপে এগিয়ে নেবে স্কোয়াডে থাকা সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিমদের নিয়েও বেশ আশাবাদী হাতুরাসিংহে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য