ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

আ’লীগ নিষিদ্ধের দাবিতে ‘জুলাই ঐক্য’ জোটের আত্মপ্রকাশ

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৫:২৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৫:২৫:০৭ অপরাহ্ন
আ’লীগ নিষিদ্ধের দাবিতে ‘জুলাই ঐক্য’ জোটের আত্মপ্রকাশ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠন মিলে ‘জুলাই ঐক্য’ নামে একটি জোট গঠন করেছে। জোটটির মূল দাবি গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে একটি সংবাদ সম্মেলনে মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই জোটের আত্মপ্রকাশ ঘটে। ইউনাইটেড পিপলস বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, বিপ্লবি ছাত্র পরিষদ, আর্থ বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ এখন পর্যন্ত ৩৭টি সংগঠনের প্রতিনিধি দল এই জোটের সঙ্গে ঐকমত্য পোষণ করেছে। সংবাদ সম্মেলনে জোটটির অন্যতম সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার দীর্ঘ ১৬ বছরের অপশাসন শেষ হয়। পরে আমরা আশায় বুক পেতে ছিলাম, নতুন বাংলাদেশে কোনও বৈষম্য থাকবে না, আমরা পরিবর্তন দেখতে পারবো। কিন্তু এতো বড় অভ্যুত্থানের পরও আমরা কাঙ্ক্ষিত পরিবর্তন দেখিনি। জুলাই অভ্যুত্থানে যে দল আমাদের ওপর গণহত্যা চালিয়েছে, আমরা এখনও তাদের বিচারের আওতায় আনতে পারিনি। তাদের মধ্যে অনেকেই দেখি প্রকাশ্যে মিছিল করছে। অথচ আমাদের আহত ভাইয়েরা হাসপাতালে কাতরাচ্ছেন। তিনি বলেন, ‘আমরা এখানে বিভিন্ন মতাদর্শের লোক আছি। আমরা এতদিন স্বতন্ত্রভাবে আমাদের দাবি জানিয়েছি। কিন্তু এখন থেকে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একসঙ্গে কাজ করবো। লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘জুলাই বিপ্লবের আট মাস পেরিয়ে গেলেও আমরা দেখছি গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার প্রক্রিয়া এখনও অনিশ্চিত?। সব থেকে বড় উদ্বেগের বিষয়, বিভিন্ন রাজনৈতিক ও বেসরকারি মহলের কিছু অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা চালাচ্ছে। তিনি বলেন, আমরা বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো নিয়ে আজ জুলাই ঐক্য নামে আনুষ্ঠানিকভাবে একটি ঐক্যবদ্ধ জাতীয় জোটের ঘোষণা করছি। মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, এই জোটের মূল ও একমাত্র দাবি, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং ২৪ এর গণহত্যা, শাপলা ট্রাজেডি, পিলখানা ট্রাজেডি, গুম-খুন, দুর্নীতিসহ বিগত সাড়ে ১৫ বছরে যেসব অপকর্ম সংঘঠিত হয়েছে, তার সঙ্গে জড়িত সবার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রয়োজনীয় ক্যাম্পেইন জারি রাখা। এই লক্ষ্যকে সামনে রেখে জুলাই বিপ্লবের স্পিরিট ধারণকারী সব শক্তিকে নিয়ে একতাবদ্ধভাবে কাজ করবে আমাদের এই জোট।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ