
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, ১৭ ও ২৪ মে খোলা থাকবে অফিস
- আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০২:৪৪:০২ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০২:৪৪:০২ অপরাহ্ন


এ বছর ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই ছুটি ঘোষণা করেছে। এ কারণে ১৭ ও ২৪ মে দুই শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে, ১০ দিনের এই ছুটি কবে থেকে শুরু হবে সেটি এখনও ঘোষণা করা হয়নি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ বা ৮ জুন দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার কথা রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ