ঢাকা , মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে রাজনৈতিক দলগুলো কর্মসূচির মাধ্যমে নজীর সৃষ্টি করবে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে চীন ইতিবাচক-ফখরুল ভুল থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রীয় স্বার্থে দায়িত্বশীল হতে হবে-এনবিআর চেয়ারম্যান এনবিআরে কাজ শুরু পুরোদমে স্বাভাবিক দফতরের কার্যক্রম বহুজাতিকের শেয়ারও ছাড়ছে বিদেশিরা আজ বিএনপির কর্মসূচিতে খালেদা-তারেকের বার্তা থাকবে আশা রিজভীর

রাজধানীতে তিন শিক্ষার্থীসহ ৪ জনের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০২:২৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০২:২৪:০৩ অপরাহ্ন
রাজধানীতে তিন শিক্ষার্থীসহ ৪ জনের মরদেহ উদ্ধার
রাজধানীর খিলগাঁও, যাত্রাবাড়ী ও বাড্ডা এলাকায় তিন শিক্ষার্থীসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট থানাগুলোতে প্রতিটি ঘটনার পৃথক অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই চার জন হলেন সামিয়া আক্তার (১৪), শিহাবুল ইসলাম (২৪), প্রিয়ন্তী সরকার (১৪) ও বিথি আক্তার (২০)। খিলগাঁও থানার উত্তর গোড়ান নবীনবাগ এলাকায় বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। অচেতন অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস মাহমুদ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। সামিয়া বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনাখোলা এলাকার কবির শিকদারের মেয়ে। খিলগাঁওয়ের রসুলবাগ এলাকায় নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় শিহাবুলকে। পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিহাবুল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ত্রিপলি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে। শিহাবুলের বড় বোন উম্মে সাইমা জানান, সেমিস্টার পরীক্ষায় ভালো ফল না হওয়ার আশঙ্কায় সে হতাশায় ভুগছিল। হতাশা থেকে সে আত্মহত্যা করে থাকতে পারে। যাত্রাবাড়ীর কাজলা ভাঙা প্রেস মাদবর গলি এলাকার একটি বাসা থেকে প্রিয়ন্তীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, পড়াশোনার জন্য অভিভাবকদের শাসনের কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে। পরিবারের সদস্যরা জানায়, প্রিয়ন্তী দরজা বন্ধ করে ঘরে ঢুকে দীর্ঘ সময় সাড়া না দিলে ছিটকানি ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। রাত সোয়া ১টার দিকে ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার এসআই মিজানুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে, গৃহবধূ বিথির মরদেহ উদ্ধার করা হয় বাড্ডার একটি বাসার থেকে। তার স্বামী আসাদ মিয়া জানান, তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হলে তিনি বাইরে বেরিয়ে যান। ফিরে এসে ঘরের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেন, সাড়া না পেয়ে দরজা ভেঙে বিথিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বিথি নাটোরের লালপুর উপজেলার উত্তর লালপুর গ্রামের সাইদুর রহমানের মেয়ে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিথির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স