ঢাকা , বুধবার, ০৭ মে ২০২৫ , ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর রিয়ালের বিপক্ষে ম্যাচের দিকে নজর বার্সার হারের পর রেফারির উপর চটলেন বার্সা কোচ রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার হারের পর জরিমানাও গুনতে হলো মুম্বাইয়ের ক্রিকেটারদের ‘অপারেশন সিঁদুর’কে সমর্থন দিলেন আকাশ চোপড়া-গৌতম গম্ভীর যুদ্ধের প্রভাবে অনিশ্চিত বাংলাদেশের দুই গুরুত্বপূর্ণ সিরিজ পাকিস্তানে নিরাপদেই আছেন নাহিদ-রিশাদ দ্বিতীয় ম্যাচেও কিউইদের বিপক্ষে জয় পেলো বাংলাদেশ থ্যালাসেমিয়া রোগী বাড়ছে কঠোর নজরদারিতেও শাহজালাল বিমানবন্দরে চোরাকারবারীরা সক্রিয় বিশ্ববিদ্যালয়ের ওপর খবরদারি না করার আহ্বান ইউজিসির ১৫ মে’র পর দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু করবে ঐকমত্য কমিশন মৌলিক সংস্কারের রূপরেখা দিলো এনসিপি রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত আ’লীগ নিষিদ্ধের দাবিতে ‘জুলাই ঐক্য’ জোটের আত্মপ্রকাশ চার খাতে এডিবির কাছে সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা নতুন সাইবার নিরাপত্তা আইনের কুখ্যাত ৯ ধারা বাতিল-আইন উপদেষ্টা ঈদুল আজহায় ছুটি ১০ দিন, ১৭ ও ২৪ মে খোলা থাকবে অফিস স্বপ্ন পূরণে তরুণদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান-প্রধান উপদেষ্টা সৌদি আরবে নারী শ্রমিকদের বৈধ করা হচ্ছে

দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা খালেদা জিয়ার-ডা. জাহিদ

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ১১:৪১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ১১:৪১:৫৪ অপরাহ্ন
দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা খালেদা জিয়ার-ডা. জাহিদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ ও মানসিকভাবে দৃঢ় রয়েছেন। তার প্রতি ভালোবাসা প্রদর্শন করায় তিনি নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এছাড়া ৭ জানুয়ারি থেকে এ পর্যন্ত লন্ডনে আসা-যাওয়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে প্রবেশের পর দুপুর আড়াইটায় সেখানকার মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। ডা. জাহিদ বলেন, সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। দীর্ঘ ১৪ ঘণ্টার জার্নির কারণে কিছুটা ক্লান্তিবোধ করলেও নেতাকর্মীদের আবেগ ও ভালোবাসার কারণে বেগম খালেদা জিয়া অনেকটা প্রশান্তি অনুভব করেছেন। দীর্ঘদিন তিনি চিকিৎসাধীন থাকলেও সব সময় জনগণের পাশে ছিলেন। দেশের খোঁজ খবর রেখেছেন। ডা. জাহিদ বলেন, দেশ-বিদেশে সবার কাছেই সমাদৃত বেগম খালেদা জিয়া। কাতারের সঙ্গে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে যেতে সহযোগিতা ও চিকিৎসার ব্যবস্থা করেছেন দেশটির আমির। তার প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অপরদিকে লন্ডনে তাকে সার্বক্ষণিক সময় ও মানসিক সাপোর্ট দিয়ে পাশে থাকায় তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও দলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে দেয়নি। কিন্তু আল্লাহর রহমতে তিনি সে সুযোগ পেয়েছেন। তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা ১৭ বছর পর দেশে ফিরেছেন, এটা তার রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত কিনা, এমন প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, এটা সময়ই বলে দেবে। তবে বিগত সরকারের বিভিন্ন হয়রানির কারণে দেড়যুগেরও বেশি সময়ে তিনি দেশে আসতে পারেননি। এখন আসবেন এটাই স্বাভাবিক। তিনি আসবেন আবার যাবেন। হয়তো সহসাই তারেক রহমানকে নিয়ে আবার একসঙ্গে আসবেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স