ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

লাল গালিচায় যেসব নিয়ম মানতে হয় তারকাদের

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ১০:১৫:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ১০:১৫:১২ অপরাহ্ন
লাল গালিচায় যেসব নিয়ম মানতে হয় তারকাদের
বিশ্ব ফ্যাশনের রাজসভা Ñ মেট গালা, যেখানে জড়ো হন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তারকারা। তবে এই জাঁকজমকপূর্ণ ইভেন্টে শুধু গ্ল্যামারই নয়, রয়েছে একাধিক কঠোর নিয়মকানুন। শাহরুখ খান থেকে প্রিয়াঙ্কা চোপড়া Ñ যত বড় তারকাই হোন না কেন, এই নিয়ম না মানলে মেট গালার লাল গালিচায় তাদের পদার্পণ অসম্ভব। ভোগ (ঠড়মঁব)-এর প্রধান সম্পাদক এবং মেট গালার প্রধান আয়োজক আনা উইন্টুর এবারও নিশ্চিত করেছেন যে অতিথিদের জন্য থাকবে নির্দিষ্ট আচরণবিধি, পোশাক অনুমোদন, এবং একাধিক নিষেধাজ্ঞা। ২০২৫ সালের মেট গালাকে সামনে রেখে জানা গেছে এমন কিছু শর্ত, যা ইতোমধ্যেই চমকে দিয়েছে ভক্তদের।
 
মোবাইল ফোন ও সেলফি নিষিদ্ধ : মেট গালায় অংশগ্রহণকারী তারকাদের মোবাইল ফোন ব্যবহার একেবারেই নিষিদ্ধ। সেলফি তোলা বা ভিডিও রেকর্ড করাও নিষেধ। অনুষ্ঠানস্থলে ব্যক্তিগত মুহূর্তের গোপনীয়তা বজায় রাখতেই এই নিয়ম। অতীতে কিছু তারকা গোপনে রেস্টরুমে সেলফি তুললেও তা কড়া সমালোচনার মুখে পড়েছে।
 
খাবারে পেঁয়াজ-রসুন নিষিদ্ধ : ডিনার মেনু থেকেও বাদ দেওয়া হয়েছে কিছু উপাদান। পেঁয়াজ ও রসুন ব্যবহার করা নিষিদ্ধ, যাতে অতিথিদের নিঃশ্বাসে গন্ধ না থাকে এবং কথোপকথনের সময় অস্বস্তি না হয়। পোশাকের নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষার্থে বাদ পড়েছে ব্রুশেটার মতো ঝুঁকিপূর্ণ খাবারও।
 
ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ : ইভেন্ট চলাকালীন ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ। পোশাকের সঙ্গে আগুনের ঝুঁকি, পরিবেশের ভাবমূর্তি রক্ষা এবং অতিথিদের নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজকরা স্পষ্ট করে দিয়েছেন, ধূমপান করলে ভবিষ্যতে মেট গালায় প্রবেশের দরজা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে।
 
প্রবেশ টিকিট ও ব্যয় : মেট গালায় প্রবেশের জন্য কেবল আমন্ত্রণপত্র থাকলেই হবে না, বরং গুনতে হবে মোটা অঙ্কের অর্থ। একেকটি সিটের জন্য খরচ পড়বে প্রায় ৭৫ হাজার মার্কিন ডলার। পুরো একটি টেবিল বুক করতে চাইলে গুনতে হবে ৩.৫ লাখ ডলার।
 
বসার পরিকল্পনা : মেট গালার বিশেষত্ব এর নিখুঁত বসার পরিকল্পনাতেও। স্বামী-স্ত্রী কিংবা ঘনিষ্ঠরা একসঙ্গে বসবেন নাÑএই নিয়মের উদ্দেশ্য হচ্ছে অতিথিদের মধ্যে নতুন সংযোগ সৃষ্টি ও আলাপচারিতা বাড়ানো। ভোগের স্পেশাল প্রজেক্টস ডিরেক্টর ওয়ার্ড ডুরেট নিশ্চিত করেছেন, প্রতিটি আসনের পেছনেই রয়েছে সূক্ষ্ম পরিকল্পনা।
 
পোশাক অনুমোদনের শর্ত : পরার জন্য পোশাকও পাস করতে হবে নির্দিষ্ট মানদণ্ডে। ভোগ সম্পাদক আনা উইন্টুর নিজ হাতে প্রতিটি পোশাক অনুমোদন দেন। এ অনুমোদনপ্রাপ্ত পোশাককে বলা হয় ‘অডঙক’ বা অহহধ ডরহঃড়ঁৎ ঙকÑযা ছাড়া কেউ এই গালা ফ্লোরে প্রবেশ করতে পারেন না।
 
প্রসঙ্গত, মেট গালা কেবল একটি ফ্যাশন শো নয়, এটি হলো স্টাইল, নান্দনিকতা ও নিয়মানুবর্তিতার অপূর্ব মিশেল। যেখানে অংশ নিতে গেলে তারকাদেরও মেনে চলতে হয় নির্দিষ্ট শৃঙ্খলা। এবারের গালায় নতুন নিয়ম যেমন কড়াকড়ি এনেছে, তেমনি দর্শকদের কৌতূহলও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ