ঢাকা , বুধবার, ০৭ মে ২০২৫ , ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দুই পুত্রবধূকে নিয়ে পায়ে হেঁটে বাসায় ঢুকলেন খালেদা জিয়া দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা খালেদা জিয়ার-ডা. জাহিদ খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের উত্তরণ সহজ করবে-মির্জা ফখরুল লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া লাল গালিচায় যেসব নিয়ম মানতে হয় তারকাদের নিকের হাতে হাত রেখে রেড কার্পেটে হাটলেন প্রিয়াঙ্কা পর্দায় আসছে ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল আবেগে ভাসছে রোশন পরিবার মেট গালায় নতুন ইতিহাস লিখলেন শাহরুখ নতুন গান নিয়ে আসছেন নাহিদ হাসান আবারও পর্দায় ফিরলো সেলিব্রিটি ক্রিকেট লিগ এবার ধর্ষণের অভিযোগ উঠলো হিরো আলমের বিরুদ্ধে দৌলতখানে সাত দিন ধরে অবরুদ্ধ এক পরিবার পাহাড়ি টিলায় কলা চাষে ঝুঁকছেন চাকমারা ৫শ’ বছরের গাছ যারাই কাটতে এসেছে তারাই অসুস্থ হয়ে পড়ছে চোরাই গরু বিক্রি মাথা দেখে শনাক্ত করল মালিক কাহারোলে পাট ও পাট বীজ উৎপাদনের চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত মেলান্দহে বিআর ২৮-২৯ ধানে ব্লাস্ট রোগ বাংলাদেশ থেকে বৈধ পথে আরও কর্মী নিতে আগ্রহী ইতালি হবিগঞ্জে গরু খড় খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ৪০

নিকের হাতে হাত রেখে রেড কার্পেটে হাটলেন প্রিয়াঙ্কা

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ১০:১৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ১০:১৪:৩৯ অপরাহ্ন
নিকের হাতে হাত রেখে রেড কার্পেটে হাটলেন প্রিয়াঙ্কা
এবারের ‘মেট গালা ২০২৫’ একের পর এক চমক ছিল। লাঠি হাতে শাহরুখের প্রবেশের পর প্রিয়াঙ্কা, নিকের এন্ট্রি নিয়েও চলছে দারুণ চর্চা। সন্ধ্যা নামতেই হাতে হাত রেখে রেড কার্পেটে পা রাখলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। সাদার উপর কালো পোলকা ডটের স্টাইলিশ কো-অর্ড সেট এবং মাথায় বড় কালো টুপি পরে এ দিন দেখা যায় প্রিয়াঙ্কাকে। সঙ্গে মানানসই গয়নায় সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। নিকও সাদা কালো যুগলবন্দিতেই এ দিন মাতিয়েছিলেন মঞ্চ। যুগলের মঞ্চে পা রাখার সেই মুহূর্ত সবচেয়ে বেশি আলোচিত। নিক বরাবরই প্রিয়াঙ্কার ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল। অভিনেত্রীর হাত ধরে তাঁদের ক্যামেরায় পোজ দেওয়া নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রাজা-রানির মতো রেড কার্পেটে হেঁটে এসে একে অন্যকে জড়িয়ে ধরতে দেখা যায় তাঁদের। অনুষ্ঠানে যাওয়ার আগে নিক এবং প্রিয়াঙ্কাকে তাঁদের হোটেলের বাইরে ভক্ত এবং আলোকচিত্রীদের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে। শুধু তাই নয়, প্রিয়াঙ্কাকে আগলে গাড়িতে উঠতেও সাহায্য করতে দেখা গিয়েছে নিককে। যা দেখে সকলেই বলছেন, নিক স্বামী হিসেবে সত্যিই প্রশংসার যোগ্য। চলতি বছর মেট গালায় পুরুষ অভিনেতা হিসেবে প্রথম শাহরুখ খান হাঁটলেন রেড কার্পেটে। ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে দেখা গিয়েছে তাকে। কালো পোশাকের সঙ্গে মানানসই সাজ, হাতে লাঠি, গলায়  লকেট, হাতে বহুমূল্যবান ঘড়ি ও আংটি। সব মিলিয়ে অভিনেতার দিক থেকে চোখ সরানো দায় বলা চলে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স